ETV Bharat / state

Britain in BGBS : বাণিজ্য সম্মেলন নিয়ে আগ্রহ ব্রিটেনের, আসছে 49 সদস্যের প্রতিনিধিদল - বাণিজ্য সম্মেলন নিয়ে আগ্রহ ব্রিটেনের

আগামী 20 ও 21 এপ্রিল বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) আসর । অংশ নেবেন দেশ, বিদেশের শিল্পপতিরা ৷

british investment plan in bengal
বাণিজ্য সম্মেলন নিয়ে আগ্রহ ব্রিটেনের
author img

By

Published : Apr 17, 2022, 9:30 PM IST

কলকাতা, 17 এপ্রিল : আগামী 20 এবং 21 এপ্রিল নিউটাউনে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর (Bengal Global Business Summit) ৷ দুই দিনের এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ব্রিটেন থেকে আসছে 49 সদস্যের একটি প্রতিনিধিদল ৷ এছাড়াও দেশ, বিদেশের একাধিক শিল্পপতির যোগ দেওয়ার কথা এই বাণিজ্য সম্মেলনে ৷ এই শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বিনিয়োগকারীদের সামনে রাজ্যের বদলে যাওয়া শিল্প পরিস্থিতি, উন্নত পরিকাঠামো ও কর্মসংস্কৃতির দিকগুলি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ৷

তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলে, এবার তাঁর লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান ৷ রাজ্যে কর্মসংস্থান বাড়াতে ও বাংলাকে শিল্প মানচিত্রে তুলে ধরতে তাই এই বাণিজ্য সম্মেলনকেই পাখির চোখ করছে রাজ্য প্রশাসন ৷ মূলত এই শিল্প সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বাংলাকে একটু আলাদা ভাবে উপস্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । শিল্প পরিকাঠামো, সুদক্ষ ও পরিশ্রমী শ্রমিক, খনিজ দ্রব্য এবং কাঁচামালের ভান্ডার নিয়ে বাংলা তাঁদের জন্য অপেক্ষা করছে বলে শিল্পপতিদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : বাণিজ্য সম্মেলনে আসছেন 14 দেশের প্রতিনিধি, জানালেন মমতা

থাকছে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনার আসর ৷ ব্রিটিশ ডেপুটি হাই কমিশন এবং ব্রিটিশ কাউন্সিল কলকাতা, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায়, বাণিজ্য সম্মেলনে বসবে শিল্পপতি ও বণিকসভাগুলির আলোচনাসভা ৷ এগুলির মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণকারীরা রাজ্যের সুযোগ-সুবিধা ও বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন । বাংলায় বিনিয়োগ করলে তা শিল্পপতিদের জন্য কতটা লাভদায়ক হবে, তাও স্পষ্ট হবে এই আলোচনা থেকে ৷

এই প্রসঙ্গে, কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো বলেন, "বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এ এতবড় প্রতিনিধিদল নিয়ে আসতে পেরে আমি আনন্দিত । ব্রিটিশ প্রধানমন্ত্রী 2030 সালকে সামনে রেখে যে রোডম্যাপ তৈরি করেছেন তাতে ভারত এবং ব্রিটেনের মধ্যে শিল্প ও বাণিজ্য সহযোগিতা তথা বিনিয়োগের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে । সেই লক্ষ্যেই আমরা এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করছি । আমরা পশ্চিমবঙ্গে ইউকে'র বিনিয়োগ এবং অংশীদারিত্ব বাড়াতে চাই । ইতিমধ্যেই আমাদের এই অংশীদারিত্বের কারণে শুধু কলকাতাতেই প্রায় 30 হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে । এই রাজ্যে যে সমস্ত ব্রিটিশ সংস্থা রয়েছে তারা পশ্চিমবঙ্গে আরও বেশি বিনিয়োগ করতে চাইছে । একইসঙ্গে নতুন শিল্পপতিদেরও এরাজ্য সম্পর্কে একটা আগ্রহ রয়েছে ।" তিনি আশা প্রকাশ করেছেন, দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ব্রিটেনের প্রতিনিধিদল শিক্ষা,পর্যটন,পরিবহণ ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোগী হতে পারে ।

এই বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গের শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে ব্রিটেনের যোগদান দীর্ঘদিনের । বিজিবিএস-এর মাধ্যমে শিক্ষা বিষয়ে পশ্চিমবঙ্গের বৈশ্বিক চিন্তাধারায় অবদান রাখতে পেরে আমরা আনন্দিত । আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে শিক্ষা, ক্রিয়েটিভ ইকোনমি এবং পর্যটনের ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা আদান-প্রদান করতে চাই ।"

কলকাতা, 17 এপ্রিল : আগামী 20 এবং 21 এপ্রিল নিউটাউনে বসছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আসর (Bengal Global Business Summit) ৷ দুই দিনের এই বাণিজ্য সম্মেলনে যোগ দিতে ব্রিটেন থেকে আসছে 49 সদস্যের একটি প্রতিনিধিদল ৷ এছাড়াও দেশ, বিদেশের একাধিক শিল্পপতির যোগ দেওয়ার কথা এই বাণিজ্য সম্মেলনে ৷ এই শিল্প সম্মেলনের মঞ্চ থেকে বিনিয়োগকারীদের সামনে রাজ্যের বদলে যাওয়া শিল্প পরিস্থিতি, উন্নত পরিকাঠামো ও কর্মসংস্কৃতির দিকগুলি তুলে ধরতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায় ৷

তৃতীয় বার রাজ্যে ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলে, এবার তাঁর লক্ষ্য শিল্প ও কর্মসংস্থান ৷ রাজ্যে কর্মসংস্থান বাড়াতে ও বাংলাকে শিল্প মানচিত্রে তুলে ধরতে তাই এই বাণিজ্য সম্মেলনকেই পাখির চোখ করছে রাজ্য প্রশাসন ৷ মূলত এই শিল্প সম্মেলনের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে বাংলাকে একটু আলাদা ভাবে উপস্থাপন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী । শিল্প পরিকাঠামো, সুদক্ষ ও পরিশ্রমী শ্রমিক, খনিজ দ্রব্য এবং কাঁচামালের ভান্ডার নিয়ে বাংলা তাঁদের জন্য অপেক্ষা করছে বলে শিল্পপতিদের বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

আরও পড়ুন : বাণিজ্য সম্মেলনে আসছেন 14 দেশের প্রতিনিধি, জানালেন মমতা

থাকছে রাজ্যের শিল্প সম্ভাবনা নিয়ে আলোচনার আসর ৷ ব্রিটিশ ডেপুটি হাই কমিশন এবং ব্রিটিশ কাউন্সিল কলকাতা, বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায়, বাণিজ্য সম্মেলনে বসবে শিল্পপতি ও বণিকসভাগুলির আলোচনাসভা ৷ এগুলির মাধ্যমে সম্মেলনে অংশগ্রহণকারীরা রাজ্যের সুযোগ-সুবিধা ও বিনিয়োগের সম্ভাবনা সম্পর্কে জানতে পারবেন । বাংলায় বিনিয়োগ করলে তা শিল্পপতিদের জন্য কতটা লাভদায়ক হবে, তাও স্পষ্ট হবে এই আলোচনা থেকে ৷

এই প্রসঙ্গে, কলকাতায় ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার নিক লো বলেন, "বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট (বিজিবিএস)-এ এতবড় প্রতিনিধিদল নিয়ে আসতে পেরে আমি আনন্দিত । ব্রিটিশ প্রধানমন্ত্রী 2030 সালকে সামনে রেখে যে রোডম্যাপ তৈরি করেছেন তাতে ভারত এবং ব্রিটেনের মধ্যে শিল্প ও বাণিজ্য সহযোগিতা তথা বিনিয়োগের বিষয়টিতে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে । সেই লক্ষ্যেই আমরা এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদান করছি । আমরা পশ্চিমবঙ্গে ইউকে'র বিনিয়োগ এবং অংশীদারিত্ব বাড়াতে চাই । ইতিমধ্যেই আমাদের এই অংশীদারিত্বের কারণে শুধু কলকাতাতেই প্রায় 30 হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে । এই রাজ্যে যে সমস্ত ব্রিটিশ সংস্থা রয়েছে তারা পশ্চিমবঙ্গে আরও বেশি বিনিয়োগ করতে চাইছে । একইসঙ্গে নতুন শিল্পপতিদেরও এরাজ্য সম্পর্কে একটা আগ্রহ রয়েছে ।" তিনি আশা প্রকাশ করেছেন, দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ব্রিটেনের প্রতিনিধিদল শিক্ষা,পর্যটন,পরিবহণ ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে উদ্যোগী হতে পারে ।

এই বাণিজ্য সম্মেলন প্রসঙ্গে, পূর্ব ও উত্তর-পূর্ব ভারত, ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর দেবাঞ্জন চক্রবর্তী বলেন, "পশ্চিমবঙ্গের শিক্ষা এবং গবেষণা ক্ষেত্রে ব্রিটেনের যোগদান দীর্ঘদিনের । বিজিবিএস-এর মাধ্যমে শিক্ষা বিষয়ে পশ্চিমবঙ্গের বৈশ্বিক চিন্তাধারায় অবদান রাখতে পেরে আমরা আনন্দিত । আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে শিক্ষা, ক্রিয়েটিভ ইকোনমি এবং পর্যটনের ক্ষেত্রে আমাদের ভাবনা চিন্তা আদান-প্রদান করতে চাই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.