ETV Bharat / state

Review Meeting on Bridges: সেতু নিয়ে পর্যালোচনা বৈঠক নবান্নে, গুরুত্বপূর্ণ 2 ব্রিজ নতুন করে তৈরির সিদ্ধান্ত - Morbi Bridge Collapse

সেতু নিয়ে পর্যালোচনা বৈঠক হল নবান্নে (Review Meeting on Bridges)৷ সেই বৈঠকে গুরুত্বপূর্ণ 2টি ব্রিজ নতুন করে তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Morbi Bridge Collapse)৷

Review meeting on bridges at Nabanna, decision taken to rebuild two important bridges
সেতু নিয়ে পর্যালোচনা বৈঠক নবান্নে, গুরুত্বপূর্ণ 2 ব্রিজ নতুন করে তৈরির সিদ্ধান্ত
author img

By

Published : Nov 1, 2022, 8:28 PM IST

কলকাতা, 1 নভেম্বর: গুজরাতের সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) পর রাজ্যে পূর্ত দফতরের হাতে থাকা 2,109টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করাবে রাজ্য সরকার । কোনওভাবেই মানুষের জীবন নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নবান্ন (Review Meeting on Bridges)। এ ক্ষেত্রে ধাপে ধাপে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

প্রসঙ্গত গুজরাতের দুর্ঘটনার পর গতকালই সিদ্ধান্ত নেওয়া হয় যে, আজ বিকেল চারটেয় নবান্নে সেতুর অবস্থা নিয়ে বৈঠক হবে । কোন উড়ালপুলের মেরামতির প্রয়োজন, রক্ষণাবেক্ষণের প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে । রাজ্যের পূর্তমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে পূর্ত দফতরের সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছিল । একইসঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার আধিকারিকরাও । সেখানেই সিদ্ধান্ত হয় কংসাবতী নদীর উপর বীরেন শাসমল ব্রিজ, যেটি মেদিনীপুর এবং খড়গপুরকে সংযোগ করেছে, সেই ব্রিজটির অবস্থা খুব খারাপ । সেই ব্রিজটি নতুন করে তৈরি করা হবে (Decision taken to rebuild two important bridges)।

আগামী 7 তারিখ এর জন্য টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে । এই সেতুর উপর চাপ কমাতে শিলাবতী নদীর উপর আরেকটি সেতুর প্রস্তাব দেওয়া হয়েছে । তবে নতুন করে বীরেন শাসমল সেতু তৈরি করার পর নতুন চার লেনের সেতু তৈরি করা হবে । একইভাবে উত্তরবঙ্গে তিস্তা নদীর উপরে থাকা করোনেশন ব্রিজের অবস্থাও খুব খারাপ । এই ব্রিজও ভেঙে নতুন করে তৈরি করতে হবে । ইতিমধ্যেই সেই ব্রিজের জন্য টেন্ডার ডাকা হয়েছিল । তবে এই টেন্ডারে সেভাবে সাড়া না পাওয়ায় নতুন করে আবার টেন্ডার ডাকা হবে ।

আরও পড়ুন: হাবিবুলের দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ল পূর্বস্থলীর গ্রাম

একইসঙ্গে, এ দিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত ব্রিজ এবং উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা করতে হবে এক মাসের মধ্যে । যে সমস্ত সেতু দুর্বল, সেগুলিতে হাইট বার বসিয়ে ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে । একইসঙ্গে প্রয়োজনে যানবাহনের চাপ কমাতে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও খবর ।

কলকাতা, 1 নভেম্বর: গুজরাতের সেতু বিপর্যয়ের (Morbi Bridge Collapse) পর রাজ্যে পূর্ত দফতরের হাতে থাকা 2,109টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করাবে রাজ্য সরকার । কোনওভাবেই মানুষের জীবন নিয়ে ঝুঁকি নিতে চাইছে না নবান্ন (Review Meeting on Bridges)। এ ক্ষেত্রে ধাপে ধাপে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষা করা হবে ।

প্রসঙ্গত গুজরাতের দুর্ঘটনার পর গতকালই সিদ্ধান্ত নেওয়া হয় যে, আজ বিকেল চারটেয় নবান্নে সেতুর অবস্থা নিয়ে বৈঠক হবে । কোন উড়ালপুলের মেরামতির প্রয়োজন, রক্ষণাবেক্ষণের প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে । রাজ্যের পূর্তমন্ত্রীর নেতৃত্বে এই বৈঠকে পূর্ত দফতরের সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছিল । একইসঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সমস্ত জেলার আধিকারিকরাও । সেখানেই সিদ্ধান্ত হয় কংসাবতী নদীর উপর বীরেন শাসমল ব্রিজ, যেটি মেদিনীপুর এবং খড়গপুরকে সংযোগ করেছে, সেই ব্রিজটির অবস্থা খুব খারাপ । সেই ব্রিজটি নতুন করে তৈরি করা হবে (Decision taken to rebuild two important bridges)।

আগামী 7 তারিখ এর জন্য টেন্ডার ডাকা হবে বলে জানা গিয়েছে । এই সেতুর উপর চাপ কমাতে শিলাবতী নদীর উপর আরেকটি সেতুর প্রস্তাব দেওয়া হয়েছে । তবে নতুন করে বীরেন শাসমল সেতু তৈরি করার পর নতুন চার লেনের সেতু তৈরি করা হবে । একইভাবে উত্তরবঙ্গে তিস্তা নদীর উপরে থাকা করোনেশন ব্রিজের অবস্থাও খুব খারাপ । এই ব্রিজও ভেঙে নতুন করে তৈরি করতে হবে । ইতিমধ্যেই সেই ব্রিজের জন্য টেন্ডার ডাকা হয়েছিল । তবে এই টেন্ডারে সেভাবে সাড়া না পাওয়ায় নতুন করে আবার টেন্ডার ডাকা হবে ।

আরও পড়ুন: হাবিবুলের দেহ ফিরতেই কান্নায় ভেঙে পড়ল পূর্বস্থলীর গ্রাম

একইসঙ্গে, এ দিন বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের সমস্ত ব্রিজ এবং উড়ালপুলের স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট জমা করতে হবে এক মাসের মধ্যে । যে সমস্ত সেতু দুর্বল, সেগুলিতে হাইট বার বসিয়ে ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে । একইসঙ্গে প্রয়োজনে যানবাহনের চাপ কমাতে যান চলাচল ঘুরিয়ে দেওয়া হতে পারে বলেও খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.