কলকাতা, 13 জুলাই: শুধু আলোকস্তম্ভ নয়, বিজ্ঞাপনের পিলারও ক্রমশ হয়ে উঠছে প্রাণঘাতী । কোথাও হুকিং, কোথাও রক্ষণাবেক্ষণের অভাবের জের । সম্প্রতি বাইপাসের ধারে এক ভুট্টা বিক্রেতা এমনই একটি বিজ্ঞাপনের খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হতে হতে প্রাণে বেঁচেছেন । 100 নম্বর ডায়াল করে কলকাতা পুলিশ ও সিইএসসির লোকজনকে ডেকে এনে কোনওক্রমে উদ্ধার করা হয়েছে তাঁকে । শহরের বুকে বারবার একই ঘটনা ঘটায় এবার যাবতীয় দায় সিইএসসির ঘাড়েই চাপালেন কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ দেবাশিস কুমার (Debasish Kumar)। তাঁর কথায়, সিইএসসির লাইন থেকেই বিদ্যুৎ চুরি হচ্ছে । সেটা করতে গিয়েই একের পর এক লোক বিদ্যুৎপৃষ্ট হচ্ছে । সেঠা আটকানোর দায় তাদের । বাড়তি নজরদারি করতে হবে Debasish Kumar blames CESC) ।
দেবাশিস কুমার বলেন, "এক্ষেত্রে আমরা যখন বিজ্ঞাপন সংস্থাগুলিকে লিজ দিয়ে থাকি, সেখানে বিদ্যুৎ সংযোগ আছে কি না দেখে নেওয়া হয় । তার বিনিময় বিদ্যুতের খরচ সংস্থা মেটায় । ফলে সিইএসসির নজরদারি করার দায় থাকে যে তাদের লাইন থেকে কেউ বিদ্যুৎ চুরি করেছে কি না । কোথাও এমন ঘটনা ঘটলে অভিযোগ এলে ব্যবস্থা নেব । আমি বিজ্ঞাপন বিভাগকেও বলব সচেতন হতে । কোথাও এমন চুরির ঘটনা ঘটছে কি না নজরদারির মধ্যে রাখতে ।" বাইপাসের ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, "পৌরনিগমের লাইন থেকে বিদ্যুৎ চুরি হচ্ছে না । সমস্তটা হচ্ছে সিইএসসি লাইন থেকে । এটা দেখার দায়িত্ব ওদের ।"
আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে নজরদারির দাবি অ্যাবেকার, হুকিংয়ের অভিযোগ কেএমসি’র
কখনও ফুটপাতে কাজ করতে গেলে লাইট পোস্টের আর্থিং তার নষ্ট হয়ে যায় বা পার্কে গাছের জন্য এমন হয় । সেক্ষেত্রে আলোক বিভাগ ও উদ্যান বিভাগের সমন্বয়ের অভাব দেখা যায় । যার জেরে কাজ হতে দীর্ঘ সময় লেগে যায় । চলতি বর্ষার মরশুমে একের পর এক বিপদ এই সমস্ত ঘটনাগুলিকে আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ।