ETV Bharat / state

প্রত্যেককে ফুড কুপন দেওয়ার আর্জি জানিয়ে খাদ্যমন্ত্রীকে চিঠি ফেডারেশনের

প্রত্যেকে যাতে রেশন থেকে খাদ্যসামগ্রী পায়, সেই আর্জি জানিয়ে খাদ্যমন্ত্রীকে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ।

অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন
অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন
author img

By

Published : May 10, 2020, 10:29 PM IST

কলকাতা, 10 মে : যাদের কাছে ডিজিটাল কার্ড নেই, তারাও যেন রেশন সামগ্রী পায় । এই আর্জি জানিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "ফুড ফর অল"-এর আওতায় সবাই রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবে । সেই নির্দেশ মতো আজ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে জ্যোতিপ্রিয় মল্লিককে চিঠি দেওয়া হয় । ফেডারেশনের জাতীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আমরা প্রত্যেকের হাতে রেশন পৌঁছে দিতে চাই । আমরা আজ সেই বিষয়টি নিয়েই খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি । এখানে আমরা কয়েকটি পরামর্শ দিয়েছি, যাদের পুরোনো রেশন কার্ড রয়েছে কিংবা যারা নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করেছে, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা করা যায় । এক্ষেত্রে আমরা যে সুপারিশ পাঠিয়েছি তা হল- একটি নতুন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে । ফর্মটিকে FormXI বলা যেতে পারে ।"

তিনি আরও বলেন, "ফুড কুপন পাওয়ার জন্য এখানে আবেদনকারীকে অনলাইনেই নিজের নাম, এপিক/আধার কার্ড অনুসারে ঠিকানা, পুরোনো রেশন কার্ড নম্বর, ফোলিয়ো নম্বর, FPS নম্বর, সাব এরিয়া দিয়ে আবেদন করতে হবে ।"

কলকাতা, 10 মে : যাদের কাছে ডিজিটাল কার্ড নেই, তারাও যেন রেশন সামগ্রী পায় । এই আর্জি জানিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে চিঠি দিল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন ।

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, "ফুড ফর অল"-এর আওতায় সবাই রেশন থেকে খাদ্য সামগ্রী সংগ্রহ করতে পারবে । সেই নির্দেশ মতো আজ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে জ্যোতিপ্রিয় মল্লিককে চিঠি দেওয়া হয় । ফেডারেশনের জাতীয় কমিটির সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, আমরা প্রত্যেকের হাতে রেশন পৌঁছে দিতে চাই । আমরা আজ সেই বিষয়টি নিয়েই খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি । এখানে আমরা কয়েকটি পরামর্শ দিয়েছি, যাদের পুরোনো রেশন কার্ড রয়েছে কিংবা যারা নতুন ডিজিটাল রেশন কার্ডের আবেদন করেছে, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা করা যায় । এক্ষেত্রে আমরা যে সুপারিশ পাঠিয়েছি তা হল- একটি নতুন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে । ফর্মটিকে FormXI বলা যেতে পারে ।"

তিনি আরও বলেন, "ফুড কুপন পাওয়ার জন্য এখানে আবেদনকারীকে অনলাইনেই নিজের নাম, এপিক/আধার কার্ড অনুসারে ঠিকানা, পুরোনো রেশন কার্ড নম্বর, ফোলিয়ো নম্বর, FPS নম্বর, সাব এরিয়া দিয়ে আবেদন করতে হবে ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.