কলকাতা, 6 জুন : কড়েয়ায় উদ্ধার হল প্রৌঢ়ের রক্তাক্ত দেহ । নাম বিশ্বজিৎ বসু । বয়স আনুমানিক 65 । তিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী । পুলিশের সন্দেহ খুন করা হয়েছে তাঁকে । কড়েয়ার 42 ব্রড স্ট্রিটে থাকতেন তিনি । তাঁর বাড়ি থেকেই উদ্ধার হয় দেহ ।
ওই ব্যক্তির দেহ ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে । মৃতদেহের গলায় রয়েছে গভীর ক্ষতচিহ্ন । ইতিমধ্যেই ঘটনাস্থানে পৌঁছেছে গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা । ঘটনাস্থানে পুলিশ কুকুর নিয়ে যাওয়ার কথা চলছে । কে বা কারা খুন করেছে এবং খুনের মোটিভ কী তার তদন্তে নেমেছে পুলিশ ।