সল্টলেক, 21 নভেম্বর: ফ্ল্যাটের ভেতর থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ৷ তা ঘিরে রহস্য দানা বাঁধছিল সৌরভ আবাসনের বাসিন্দাদের মধ্যে ৷ আবাসিকরাই বিধাননগর পূর্ব থানায় খবর দেন ৷ পুলিশ এসে দরজা ভেঙে উদ্ধার করে প্রৌঢ়ের দেহ (Dead Body Found in a Flat at Saltlake) ৷ মৃতের নাম শুভেন্দু ভট্টাচার্য (43) ৷
জানা গিয়েছে, সৌরভ আবাসনের ওই ফ্ল্যাটটি কয়েকদিন ধরে বন্ধ ছিল ৷ সোমবার সকালে ফ্ল্যাটের ভেতর থেকে পচা গন্ধ পেয়ে আবাসিকরা পুলিশে ও মৃতর আত্মীয়দের খবর দেন ৷ খবর পেয়েই উপস্থিত হন মৃতের আত্নীয়রা ৷ তাঁদের উপস্থিতিতেই পুলিশ ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে প্রৌঢ়ার দেহটি উদ্ধার করে ৷ তবে মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ।
আরও পড়ুন: কন্যাসন্তান জন্মানোর পর রহস্যমৃত্যু মায়ের, শহরের হাসপাতালে রক্তাক্ত দেহ উদ্ধার
স্থানীয় বাসিন্দা পার্থ চক্রবর্তী বলেন, ‘‘ওই প্রৌঢ় অনেকদিন ধরেই সৌরভ আবাসনের বাসিন্দা ৷ তবে পাড়াতে খুব একটা লোকজনের সঙ্গে মিশতেন না ৷ বেশ কয়েকদিন ধরেই ওই প্রৌঢ়কে পাড়ায় দেখা যায়নি ৷ তিনি একাই থাকতেন ফ্ল্যাটে ৷’’ তবে মৃতদেহটি বিছানার উপর ছিল বলে তিনি জানিয়েছেন ৷