ETV Bharat / state

4 শতাংশ বৃদ্ধিতে খুশি নয় ডিএ আন্দোলনকারীরা, বিক্ষোভ চলবে বলে হুঁশিয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের

DA agitators not happy with 4 Percent DA hike: বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে ভাতা পান তার থেকে প্রায় 36 শতাংশ কম ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই ভাতা বৈষম্য দূর করতে এবং নিজেদের হক আদায়ে গত কয়েক মাস ধরে কলকাতা শহিদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্চ যৌথ সংগ্রামী মঞ্চ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 21, 2023, 7:08 PM IST

কলকাতা, 21 ডিসেম্বর: 1 জানুয়ারি থেকে আরও চার শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের সূচনা মঞ্চে এই ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, চার শতাংশ ভাতা বৃদ্ধিতে খুশি নন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "বকেয়া রয়েছে 40 শতাংশ। চার শতাংশ বাড়ালে কী হবে ! যেভাবে আন্দোলন চলছিল তা জারি থাকবে।"

এমনকী কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়ার পর নবান্নের সামনে যে, ধর্না চালানোর পরিকল্পনা ছিল তা শুরু করা হবে বলেও জানিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, "আগামিকাল শুক্রবার থেকে নবান্নের সামনে আমরা ধর্নায় বসব ৷ প্রয়োজনে এদিন রাত 12টার পরেও শুরু করতে পারি।"

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে ভাতা পান তার থেকে প্রায় 36 শতাংশ কম ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই ভাতা বৈষম্য দূর করতে এবং নিজেদের হক আদায়ে গত কয়েক মাস ধরে কলকাতা শহিদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্চ যৌথ সংগ্রামী মঞ্চ। এদিকে এদিনই মুখ্যমন্ত্রীর ঘোষণা মত আগামী 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধিতে সবমিলিয়ে 10 শতাংশে দাঁড়াবে। অর্থাৎ যে ভাতা বৈষম্য 30-এর উপরে ছিল সেটাই রয়ে যাচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বৈষম্যের সমতা না ফেরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চ।

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা আইনি স্বীকৃতি বা অধিকার থাকলেও রাজ্যের ক্ষেত্রে তা হয়েছে, সরকার চাইলে দিতে পারে, না চাইলে নয়। তারপরেও সরকারি কর্মচারীদের আন্দোলন এরপর চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চার শতাংশ ডিএ বৃদ্ধিতে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় দুই হাজার 400 কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তারপরেও ভাস্কর ঘোষদের বক্তব্য, "আমরা ভিক্ষা চাইনি। একের ঘরের শূন্যটা বামদিকে না বসিয়ে ডানদিকে বসান। না হলে যে ধারায় আন্দোলন চলছিল তা আরও তীব্রতর হবে।"

আরও পড়ুন

কলকাতা, 21 ডিসেম্বর: 1 জানুয়ারি থেকে আরও চার শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পার্কস্ট্রিটে বড়দিনের উৎসবের সূচনা মঞ্চে এই ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু, চার শতাংশ ভাতা বৃদ্ধিতে খুশি নন যৌথ সংগ্রামী মঞ্চের সদস্যরা। যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, "বকেয়া রয়েছে 40 শতাংশ। চার শতাংশ বাড়ালে কী হবে ! যেভাবে আন্দোলন চলছিল তা জারি থাকবে।"

এমনকী কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়ার পর নবান্নের সামনে যে, ধর্না চালানোর পরিকল্পনা ছিল তা শুরু করা হবে বলেও জানিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়, "আগামিকাল শুক্রবার থেকে নবান্নের সামনে আমরা ধর্নায় বসব ৷ প্রয়োজনে এদিন রাত 12টার পরেও শুরু করতে পারি।"

বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা যে ভাতা পান তার থেকে প্রায় 36 শতাংশ কম ভাতা পেয়ে থাকেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের এই ভাতা বৈষম্য দূর করতে এবং নিজেদের হক আদায়ে গত কয়েক মাস ধরে কলকাতা শহিদ মিনারের পাদদেশে লাগাতার অবস্থান বিক্ষোভ করছেন রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্চ যৌথ সংগ্রামী মঞ্চ। এদিকে এদিনই মুখ্যমন্ত্রীর ঘোষণা মত আগামী 1 জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধিতে সবমিলিয়ে 10 শতাংশে দাঁড়াবে। অর্থাৎ যে ভাতা বৈষম্য 30-এর উপরে ছিল সেটাই রয়ে যাচ্ছে। এমন অবস্থায় কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা বৈষম্যের সমতা না ফেরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চ।

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা আইনি স্বীকৃতি বা অধিকার থাকলেও রাজ্যের ক্ষেত্রে তা হয়েছে, সরকার চাইলে দিতে পারে, না চাইলে নয়। তারপরেও সরকারি কর্মচারীদের আন্দোলন এরপর চার শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চার শতাংশ ডিএ বৃদ্ধিতে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় দুই হাজার 400 কোটি টাকা খরচ হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তারপরেও ভাস্কর ঘোষদের বক্তব্য, "আমরা ভিক্ষা চাইনি। একের ঘরের শূন্যটা বামদিকে না বসিয়ে ডানদিকে বসান। না হলে যে ধারায় আন্দোলন চলছিল তা আরও তীব্রতর হবে।"

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.