কলকাতা, 8 মে : ঘূর্ণিঝড় অশনির সংকেতে সিঁদুরে মেঘ দেখছে বাংলা । ইতিমধ্যে শক্তি বাড়িয়েছে এই নিম্নচাপ । দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ আজ রবিবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে । বিকেলের মধ্যেই শক্তি আরও বাড়িয়ে প্রবল ঘুর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা । এখন প্রশ্ন বাংলায় কি ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়বে ?
আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁরা পরিস্থিতির দিকে নজর রাখছেন । আপাতত অশনির যে গতিপ্রকৃতি তাতে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উদ্বেগ বাড়ছে । 10 মে ঘূর্ণিঝড় অশনি এই দুই রাজ্যের উপকূলে পৌঁছে বাংলাদেশের দিকে চলে যেতে পারে । তারপরই এর শক্তিক্ষয় হতে শুরু করবে (Cyclonic storm Asani to intensify into a severe cyclonic storm today evening) ।
-
DD over Southwest BOB near lat 10.8°N and long 90.1°E, about 300 km WSW of Port Blair (Andaman Islands).To move northwestwards and intensify into a Cyclonic Storm over SE Bay of Bengal in the morning of 8th May and into a severe cyclonic storm over EC BOB by 08th May evening. pic.twitter.com/YEEH86qY9s
— India Meteorological Department (@Indiametdept) May 7, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">DD over Southwest BOB near lat 10.8°N and long 90.1°E, about 300 km WSW of Port Blair (Andaman Islands).To move northwestwards and intensify into a Cyclonic Storm over SE Bay of Bengal in the morning of 8th May and into a severe cyclonic storm over EC BOB by 08th May evening. pic.twitter.com/YEEH86qY9s
— India Meteorological Department (@Indiametdept) May 7, 2022DD over Southwest BOB near lat 10.8°N and long 90.1°E, about 300 km WSW of Port Blair (Andaman Islands).To move northwestwards and intensify into a Cyclonic Storm over SE Bay of Bengal in the morning of 8th May and into a severe cyclonic storm over EC BOB by 08th May evening. pic.twitter.com/YEEH86qY9s
— India Meteorological Department (@Indiametdept) May 7, 2022
আরও পড়ুন : West Bengal Weather Update : ঘূর্ণিঝড় অশনি’র প্রভাব কতটা ? জানতে করতে হবে অপেক্ষা
ফলে অশনি স্থলভাগে পৌঁছনোর আগেই নিস্তেজ হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে । ফলে বঙ্গে প্রভাব পড়বে না বলেই ধরে নেওয়া যায় । 11 মে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে । ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ঘূর্ণিঝড় অশনিকে মোকাবিলার সবরকম ব্যবস্থা নিয়েছে । পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন সংলগ্ন এলাকায় প্রশাসনিক স্তরে বাড়তি নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে ।
আবহাওয়ার যাবতীয় খবর মাইকিং করে সংশ্লিষ্ট এলাকাবাসীদের মধ্যে সতর্ক করা হচ্ছে । মৎস্যজীবিদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে । উদ্ধারকার্যের যাবতীয় ব্যবস্থাপনা করে রাখা হচ্ছে। সুন্দরবন অঞ্চলের সাইক্লোন সেন্টারগুলো তৈরি রাখা হচ্ছে । তাই বলা যায় অশনির অশনি সংকেতে সতর্ক রাজ্য। মোকাবিলায় প্রস্তুত ।