কলকাতা, 10 নভেম্বর : পশ্চিমবঙ্গ ছাড়িয়ে বাংলাদেশের দিকে চলে যাচ্ছে বুলবুল ৷ তবে রাজ্যে আজও বৃষ্টি চলবে ৷
রাজ্যে আগামী 6 ঘণ্টায় উপকূলবর্তী জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি চলবে ৷ সমুদ্রে আজও জলোচ্ছ্বাস থাকবে । তাই সমুদ্রতটগুলিতে পর্যটকদের যেতে নিষেধ করা হয়েছে । মৎস্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । সমুদ্রতটগুলিতে নজরদারি চালানো হচ্ছে । কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ৷
আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে , ঘূর্ণিঝড়ের শক্তি ক্রমশ কমতে থাকবে । উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভিমুখে অগ্রসর হচ্ছে এটি । কয়েক ঘণ্টা পরেই গভীর নিম্নচাপে পরিণত হবে বুলবুল । ফলে উপকূলবর্তী জেলাগুলোতে আজও ভারী বৃষ্টি চলবে । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়ায় । আগামী তিন ঘণ্টায় সমুদ্র লাগোয়া অঞ্চলগুলিতে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 23.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।