ETV Bharat / state

Bowbazar Metro Work Crisis: ফের বউবাজারে ফাটল-আতঙ্ক! মদন দত্ত লেন ছাড়ছেন স্থানীয়রা - Bowbazar Metro Work Crisis

বউবাজারে বাড়িতে ফাটল ৷ মেট্রোর বিরুদ্ধে অভিযোগ স্থানীয়দের ৷ ভোর ভোর বাড়ি ছাড়লেন বাসিন্দারা (Crack in houses of Boubazar area) ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকেরা ৷

Bowbazar Metro Incident
ETV Bharat
author img

By

Published : Oct 14, 2022, 8:04 AM IST

Updated : Oct 14, 2022, 12:15 PM IST

কলকাতা, 14 অক্টোবর: ফের ফাটল একাধিক বাড়িতে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বউবাজারের মদন দত্ত লেনের প্রায় 14টি বাড়ি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে বলে খবর ৷ প্রাণ বাঁচাতে জিনিসপত্র নিয়ে ভোরবেলা অনেক বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তাঁরা ৷ এর জন্য মেট্রোর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি মেট্রোর কাজের জন্যই এই ঘটনা ঘটেছে । মূলত বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ঢুকে ডান দিকে বস্তা পট্টি আছে ৷ সেখানে বাড়িগুলি প্রায় 200-250 বছরের পুরনো ৷ সেই বাড়িগুলিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকেরা ৷

2019 সালের মে মাসে এই ঘটনার সূত্রপাত হয় ৷ সেবার দুর্গা পিথুরি লেনের বাড়িগুলিতে ফাটল ধরে ৷ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন বাসিন্দারা ৷ শুক্রবার ভোর 4টে নাগাদ সেই আতঙ্কের স্মৃতি ফিরল ৷ কোনও বাড়ির রান্নাঘরে তো কোনও বাড়ির অন্য কোনও ঘরে ফাটল দেখা দিয়েছে ৷ এমনকী রাস্তাতেও ফাটল দেখা দিয়েছে ৷ জীবন বাঁচাতে তাড়াতাড়ি তাঁদের বাড়িগুলি থেকে বের করে আনা হয় (Locals of Madan Dutta Lane evacuated safely) ৷ ঘটনাস্থলে ইতিমধ্যে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পৌঁছেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও ।

বউবাজারের মদন দত্ত লেনে বাড়িতে ফাটল, মেট্রো কর্তৃপক্ষকে দায়ী করল স্থানীয়রা

আরও পড়ুন: ফিরল 2019-এর বিভীষিকা, মেট্রোর কাজে বউবাজারের বহু বাড়িতে ফাটল

2019-এর মে মাসে প্রথম এই ঘটনা ঘটে ৷ তারপর সেপ্টেম্বরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিংয়ের সময়ে দু'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল ৷ ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি ৷ সে সময় 40-50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ রাস্তাতেও ফাটল ধরেছিল ৷ এক রাতে ভিটে-বাড়ি ছেড়ে পথে নামতে হয়েছিল স্থানীয়দের ৷ পুরোপুরি ভেঙে দিতে হয়েছিল বেশ কয়েকটি বাড়ি ৷ তাঁরা হোটেল আশ্রয় নিয়েছিলেন ৷ পরে ক্ষতিপূরণ দেওয়া বলে জানা গিয়েছে ৷ এরপর 2022 সালের মে মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের বউবাজারের দুর্গা পিথুরি লেনের বহু বাড়িতে ফাটল ধরে ৷ বাদ যায়নি রাস্তাও ৷ সেবারও বাড়িঘর ছাড়েন বাসিন্দারা ৷

কলকাতা, 14 অক্টোবর: ফের ফাটল একাধিক বাড়িতে ৷ এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বউবাজারের মদন দত্ত লেনের প্রায় 14টি বাড়ি থেকে বাসিন্দাদের বের করে আনা হয়েছে বলে খবর ৷ প্রাণ বাঁচাতে জিনিসপত্র নিয়ে ভোরবেলা অনেক বাড়ি থেকে বেরিয়ে এসেছেন তাঁরা ৷ এর জন্য মেট্রোর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি মেট্রোর কাজের জন্যই এই ঘটনা ঘটেছে । মূলত বি বি গাঙ্গুলি স্ট্রিট দিয়ে ঢুকে ডান দিকে বস্তা পট্টি আছে ৷ সেখানে বাড়িগুলি প্রায় 200-250 বছরের পুরনো ৷ সেই বাড়িগুলিই ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রো কর্তৃপক্ষের আধিকারিকেরা ৷

2019 সালের মে মাসে এই ঘটনার সূত্রপাত হয় ৷ সেবার দুর্গা পিথুরি লেনের বাড়িগুলিতে ফাটল ধরে ৷ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন বাসিন্দারা ৷ শুক্রবার ভোর 4টে নাগাদ সেই আতঙ্কের স্মৃতি ফিরল ৷ কোনও বাড়ির রান্নাঘরে তো কোনও বাড়ির অন্য কোনও ঘরে ফাটল দেখা দিয়েছে ৷ এমনকী রাস্তাতেও ফাটল দেখা দিয়েছে ৷ জীবন বাঁচাতে তাড়াতাড়ি তাঁদের বাড়িগুলি থেকে বের করে আনা হয় (Locals of Madan Dutta Lane evacuated safely) ৷ ঘটনাস্থলে ইতিমধ্যে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে । পৌঁছেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও ।

বউবাজারের মদন দত্ত লেনে বাড়িতে ফাটল, মেট্রো কর্তৃপক্ষকে দায়ী করল স্থানীয়রা

আরও পড়ুন: ফিরল 2019-এর বিভীষিকা, মেট্রোর কাজে বউবাজারের বহু বাড়িতে ফাটল

2019-এর মে মাসে প্রথম এই ঘটনা ঘটে ৷ তারপর সেপ্টেম্বরে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল বোরিংয়ের সময়ে দু'টি বাড়িতে ফাটল দেখা গিয়েছিল ৷ ধসে পড়ে বেশ কয়েকটি বাড়ি ৷ সে সময় 40-50টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল ৷ রাস্তাতেও ফাটল ধরেছিল ৷ এক রাতে ভিটে-বাড়ি ছেড়ে পথে নামতে হয়েছিল স্থানীয়দের ৷ পুরোপুরি ভেঙে দিতে হয়েছিল বেশ কয়েকটি বাড়ি ৷ তাঁরা হোটেল আশ্রয় নিয়েছিলেন ৷ পরে ক্ষতিপূরণ দেওয়া বলে জানা গিয়েছে ৷ এরপর 2022 সালের মে মাসে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীন ফের বউবাজারের দুর্গা পিথুরি লেনের বহু বাড়িতে ফাটল ধরে ৷ বাদ যায়নি রাস্তাও ৷ সেবারও বাড়িঘর ছাড়েন বাসিন্দারা ৷

Last Updated : Oct 14, 2022, 12:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.