কলকাতা, 1 ফেব্রুয়ারি: বুধবার লোকসভায় আগামী 2023-24 অর্থবর্ষের জন্য বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল নরেন্দ্র মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Union Budget 2023) ৷ এবারের বাজেটে আয়করে ছাড়ের ঊর্ধ্বসীমা 5 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 7 লক্ষ টাকা করেছেন অর্থমন্ত্রী ৷ তবে এই বাজেটকে জনবিরোধী বলেই মনে করছে সিপিএম ৷
এমনকী এই বাজেটকে হতাশাজনক আখ্যা দিয়ে পথে নামারও সিদ্ধান্ত নিয়েছে সিপিএম কেন্দ্রীয় কমিটি ৷ সিপিএম-এর বক্তব্য বৃহত্তম অংশের মানুষকে হতাশ করেছে এবারের বাজেট । তাই জীবন ও জীবিকা রক্ষায় সকলের এর বিরুদ্ধে পথে নামা উচিত ৷ শুধু তাই নয়, এই বাজেটের বিরুদ্ধে আগামী 22 থেকে 28 ফেব্রুয়ারি দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা (CPM on Union Budget) ৷
যে দাবিগুলিকে সামনে রেখে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম সেগুলির মধ্যে রয়েছে, চাকরির সুযোগ তৈরি হবে এমন প্রকল্পগুলিতে বিনিয়োগ বৃদ্ধি, 100 দিনের কাজের মজুরি বৃদ্ধি, সম্পদ ও উত্তরাধিকার কর আরোপ, ওষুধ, খাদ্যদ্রব্য-সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর থেকে জিএসটি প্রত্যাহার ৷
আরও পড়ুন: অমৃতকালের বাজেট দিশাহীন ! কটাক্ষ রাহুলের
এবারের কেন্দ্রীয় বাজেট নিয়ে সিপিএম জানিয়েছে, আয়করে ছাড় দেওয়া হলেও যে হারে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধি হচ্ছে তাতে এটা বিশেষ সুরাহা দেবে না ৷ স্বাস্থ্য, শিক্ষা, কৃষি-সহ বিভিন্ন খাতে ব্যায়বরাদ্দ আরও বৃদ্ধির দাবি জানিয়েছে তারা ৷ ঋণ দেওয়ার জন্য রাজ্যগুলির উপর যে শর্ত আরোপ করা হয়েছে সেই বিষয়টিরও সমালোচনা করেছে সিপিএম ৷
মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, এই বাজেট ভারতের পাশাপাশি বিশ্বকেও পথ দেখাবে ৷ বুধবারের বাজেটকে তিনি কৃষক ও মধ্যবিত্তের স্বপ্নপূরণের বাজেট হিসেবে ব্যাখ্যা করেছেন ৷ যদিও এই বাজেট নিয়ে অখুশি বিরোধীরা ৷ রাহুল গান্ধি কেন্দ্রের এই বাজেটকে দিশাহীন বলেছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটকে গরিব বিরোধী, অমাবস্যার বাজেট বলে কটাক্ষ করেছেন ৷