কলকাতা, 31 ডিসেম্বর: নন্দকুমারে (Nandakumar Incident) সিপিএম এর পার্টি অফিসে ঢুকে পুলিশের বিরুদ্ধে ভাঙচুর ও তাদের কর্মীদের মারধরের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এবার সেই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীদের আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammed Salim) ৷ তিনি এদিন জানিয়েছেন, হামলাকারী পুলিশ কর্মীদের তাঁরা চিহ্নিত করেছেন ৷ আর আক্রান্ত সিপিএম কর্মীদের স্বাস্থ্য পরীক্ষাও করানো হয়েছে বলে জানান তিনি ৷ সেই সঙ্গে আইনজীবীদের সঙ্গেও কথা বলেছেন সেলিম ৷ তাঁরা পুলিশের বিরুদ্ধে বিনা প্ররোচনায় হামালার অভিযোগে মামলা করবেন বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক ৷
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Aawas Yojana) তালিকায় দেদার অনিয়মের অভিযোগে রাজ্য রাজনীতি সরগরম ৷ অধিকাংশ জেলার প্রতিটি ব্লকে চলছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের পরিবার ও নিকট আত্মীয়দের নাম থাকার অভিযোগ বিক্ষোভ-আন্দোলন শুরু হয়েছে ৷ বিরোধী বিজেপি, সিপিএম ও কংগ্রেসও এনিয়ে সরব হয়েছে ৷ আর তেমনি একটি আন্দোলনে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে গতকাল আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সিপিএম বিক্ষোভ দেখায়, তালাবন্ধ করে দেয় বিডিও দফতরে ৷ রণক্ষেত্রর চেহারা নেয় বিডিও দফতর ৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় সিপিএম কর্মীরা ৷
সিপিএম অভিযোগ করেছে, সবকিছু মিটে যাওয়ার পরেও সন্ধ্যায় সিপিএম পার্টি অফিসে ঢুকে মারধর করে পুলিশ ৷ সেখানে থাকা সিপিএম কর্মীদের বেপরোয়াভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছেন সেলিম ৷ পাশাপাশি, বলপূর্বক সিপিএম কর্মী এবং পূর্ব মেদিনীপুর জেলার সম্পাদক নিরঞ্জন শিহিকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছে বামেরা ৷ আদালতে যাওয়ার পাশাপাশি, সিপিএম রাস্তায় নেমে পুলিশি অত্যাচারের প্রতিবাদ করবে বলে জানিয়েছেন মহম্মদ সেলিম ৷
আরও পড়ুন: আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে পুলিশ ও সিপিএম কর্মীদের খণ্ডযুদ্ধ
সেই মতো আগামী 3 জানুয়ারি রাজ্যের প্রতিটি বিডিও দফতরে সিপিএম এর নেতা কর্মীরা প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশন জমা দিতে যাবে বলে ঘোষণা করেছেন রাজ্য সম্পাদক সেলিম ৷ এদিন তিনি অভিযোগ করেছেন, গত নির্বাচনে পঞ্চায়েত দখল করতে দুষ্কৃতী দিয়ে ভোট করতে দেয়নি তৃণমূল ৷ আর সেই পঞ্চায়েত আসন্ন নির্বাচনে ধরে রাখতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে ৷