ETV Bharat / state

রাজনীতিতে আয়ারাম গায়ারামের জায়গা নেই : সুজন

তৃণমূল ও বিজেপি লাখ-লাখ, কোটি-কোটি টাকা দিয়ে ঘোড়া কেনাবেচা করছে বলে অভিযোগ সুজন চক্রবর্তীর ।

সুজন চক্রবর্তী
সুজন চক্রবর্তী
author img

By

Published : Jan 31, 2021, 7:24 PM IST

কলকাতা, 31 জানুয়ারি : রাজনীতির নেতাদের সম্পর্কে দেশের মানুষের খারাপ ধারণা হচ্ছে । রাজ্য রাজনীতিতে যেভাবে দলবদলের পালা চলছে, তাতে এমনটাই মনে করছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তাঁর কথায়, পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি ছিল না । বিগত 34 বছরে অর্থাৎ বামফ্রন্টের রাজত্বকালে এ-ভাবে দলবদল হয়নি রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে ।

সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূল কংগ্রেসের ওপর রাগ তাই বিজেপি গন্তব্য । তৃণমূলের লোকেরা গিয়েই তো বিজেপিতে ভিড় করছে ।" সেক্ষেত্রে মানুষ বিজেপিকে ভোট দেবে কেন, প্রশ্ন সুজন চক্রবর্তীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তীব্র কটাক্ষ করলেন বাম পরিষদীয় দলনেতা তথা যাদবপুরের সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূল কংগ্রেস এবং বিজেপি অন্য লোক নিয়ে দল চালাচ্ছে । নিজেদের লোক নেই বললেই চলে । কেবল আয়ারাম আর গায়ারামের খেলা ।"

তৃণমূলের মন্ত্রী ও বিধায়কদের গোরু-ছাগলের মতো কেনাবেচা হচ্ছে বলে মন্তব্য করেন সুজন চক্রবর্তী । আজ রাজ্য বামফ্রন্টের তরফে তিনি জানিয়েছেন, "লাখ-লাখ, কোটি-কোটি টাকা দিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একইভাবে বিধায়ক কেনাবেচা করছে । দিল্লিতে বিজেপি অর্থাৎ দেশের সব রাজ্যে বিজেপিকে ভোট দাও তাহলে উন্নয়ন হবে ।" বিজেপির এই ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি ।

রাজ্য রাজনীতিতে দলবদলের পালা নিয়ে কী বললেন সুজন ?

আরও পড়ুন : টাকার চেয়েও দামি ইডি-সিবিআই জুজু ?

সুজন চক্রবর্তী বলেন, "একসময় মুখ্যমন্ত্রীও এই কথা বলতেন । রাজ্যে যেহেতু ক্ষমতায় তৃণমূল রয়েছে তাই রাজ্যের সবক'টা পৌরসভা এবং জেলা পরিষদে তৃণমূলকে জেতানোর জন্য বারবার বলতেন মুখ্যমন্ত্রী । জেলা পরিষদ এবং পৌরসভাগুলিতে জিততে না পেরে দখল করেছেন একসময় । রাজ্যের মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা, জেলা পরিষদ এবং সরকারের অধীনে থেকে তাঁদের প্রাণ হয়েছে ওষ্ঠাগত । যারা বলছেন কেন্দ্র এবং রাজ্যের একই সরকার গঠনের জন্য, তাদের বলি দিল্লি, ত্রিপুরা এবং উত্তর প্রদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হচ্ছে । তৃণমূল বা বিজেপি নয় মানুষকে একমাত্র স্বাধীনভাবে বাঁচার অধিকার দেয় বামপন্থীরাই । এর কোনো বিকল্প নেই।"

কলকাতা, 31 জানুয়ারি : রাজনীতির নেতাদের সম্পর্কে দেশের মানুষের খারাপ ধারণা হচ্ছে । রাজ্য রাজনীতিতে যেভাবে দলবদলের পালা চলছে, তাতে এমনটাই মনে করছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী । তাঁর কথায়, পশ্চিমবঙ্গের এই সংস্কৃতি ছিল না । বিগত 34 বছরে অর্থাৎ বামফ্রন্টের রাজত্বকালে এ-ভাবে দলবদল হয়নি রাজ্যের রাজনৈতিক সংস্কৃতিতে ।

সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূল কংগ্রেসের ওপর রাগ তাই বিজেপি গন্তব্য । তৃণমূলের লোকেরা গিয়েই তো বিজেপিতে ভিড় করছে ।" সেক্ষেত্রে মানুষ বিজেপিকে ভোট দেবে কেন, প্রশ্ন সুজন চক্রবর্তীর। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিকে তীব্র কটাক্ষ করলেন বাম পরিষদীয় দলনেতা তথা যাদবপুরের সিপিআইএম বিধায়ক সুজন চক্রবর্তী বলেন, "তৃণমূল কংগ্রেস এবং বিজেপি অন্য লোক নিয়ে দল চালাচ্ছে । নিজেদের লোক নেই বললেই চলে । কেবল আয়ারাম আর গায়ারামের খেলা ।"

তৃণমূলের মন্ত্রী ও বিধায়কদের গোরু-ছাগলের মতো কেনাবেচা হচ্ছে বলে মন্তব্য করেন সুজন চক্রবর্তী । আজ রাজ্য বামফ্রন্টের তরফে তিনি জানিয়েছেন, "লাখ-লাখ, কোটি-কোটি টাকা দিয়ে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একইভাবে বিধায়ক কেনাবেচা করছে । দিল্লিতে বিজেপি অর্থাৎ দেশের সব রাজ্যে বিজেপিকে ভোট দাও তাহলে উন্নয়ন হবে ।" বিজেপির এই ধরনের দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি ।

রাজ্য রাজনীতিতে দলবদলের পালা নিয়ে কী বললেন সুজন ?

আরও পড়ুন : টাকার চেয়েও দামি ইডি-সিবিআই জুজু ?

সুজন চক্রবর্তী বলেন, "একসময় মুখ্যমন্ত্রীও এই কথা বলতেন । রাজ্যে যেহেতু ক্ষমতায় তৃণমূল রয়েছে তাই রাজ্যের সবক'টা পৌরসভা এবং জেলা পরিষদে তৃণমূলকে জেতানোর জন্য বারবার বলতেন মুখ্যমন্ত্রী । জেলা পরিষদ এবং পৌরসভাগুলিতে জিততে না পেরে দখল করেছেন একসময় । রাজ্যের মানুষ দেখেছেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা, জেলা পরিষদ এবং সরকারের অধীনে থেকে তাঁদের প্রাণ হয়েছে ওষ্ঠাগত । যারা বলছেন কেন্দ্র এবং রাজ্যের একই সরকার গঠনের জন্য, তাদের বলি দিল্লি, ত্রিপুরা এবং উত্তর প্রদেশের মানুষের প্রাণ ওষ্ঠাগত হচ্ছে । তৃণমূল বা বিজেপি নয় মানুষকে একমাত্র স্বাধীনভাবে বাঁচার অধিকার দেয় বামপন্থীরাই । এর কোনো বিকল্প নেই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.