কলকাতা, 2 জানুয়ারি: বিরোধী থাকাকালীন ধ্বংসাত্মক কিছু করেননি, সোমবার নজরুল মঞ্চে তৃণমূলের (Trinamool Congress) এক কর্মসূচিতে এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । আর সেই বক্তব্যের পর থেকেই রাজ্যের রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে । মমতার দাবিকে নস্যাৎ করতে 2006 সালে বিধানসভা ভাঙচুরের ভিডিয়ো টুইট করলেন সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) । একই সঙ্গে তিনি টুইটে লিখেছেন, "সংবিধানের বই হাতে বিধানসভা ভাঙচুরে যিনি যুক্ত তিনি কি 'অশরীরী' কেউ ?"
পরে সাংবাদিক সম্মেলন করে সুজন চক্রবর্তী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাবি করেছেন উনি বিরোধী থাকাকালীন সবসময় কনস্ট্রাক্টিভ কাজ করেছেন । কোনও ডেস্ট্রাক্টিভ কাজ করেননি । একথা শুনে আমি আর ঠিক থাকতে পারলাম না । 2020 সালের 15 ফেব্রুয়ারি আমি যে ভিডিয়ো টুইট করেছিলাম, তা আবারও পোস্ট করে মুখ্যমন্ত্রীকে স্মরণ করালাম সেদিনের ঘটনা ।"
সাংবাদিকদের ভিডিয়ো দেখিয়ে সুজন চক্রবর্তী বলতে থাকেন, "ভিডিয়োতে দেখুন সেদিন সংবিধানকে উলটো করে ধরে কীভাবে ভাঙচুর চালানো হচ্ছে । তার অন্যান্য সঙ্গীরাও বা কীভাবে চালাচ্ছে । তাহলে কি এই ভিডিয়ো ভুল ?"
-
The #WB assembly lobby was vandalised. Demolition of antique articles. The person present, instigating & leading is none other than @MamataOfficial. Let her deny that the person in video or audio either a dummy or ghost! Accepting her challenge. The lies need to be exposed! pic.twitter.com/CuzaGikPzz
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) February 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">The #WB assembly lobby was vandalised. Demolition of antique articles. The person present, instigating & leading is none other than @MamataOfficial. Let her deny that the person in video or audio either a dummy or ghost! Accepting her challenge. The lies need to be exposed! pic.twitter.com/CuzaGikPzz
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) February 15, 2020The #WB assembly lobby was vandalised. Demolition of antique articles. The person present, instigating & leading is none other than @MamataOfficial. Let her deny that the person in video or audio either a dummy or ghost! Accepting her challenge. The lies need to be exposed! pic.twitter.com/CuzaGikPzz
— Dr.Sujan Chakraborty (@Sujan_Speak) February 15, 2020
ভিডিয়ো রিটুইট করার পাশাপাশি সুজন লেখেন, "মুখ্যমন্ত্রী ভাষণ দিয়েছেন যে বিরোধী থাকাকালীন উনি কখনোই ডেস্ট্রাক্টিভ কোনও কিছু করেননি । সীমাহীন অসততার এতো আর এক নিদর্শন ! সংবিধানের বই হাতে বিধানসভা ভাঙচুরে যিনি যুক্ত তিনি কি 'অশরীরী' কেউ ?’’
সুজন টুইটে আরও লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী কি ভিডিয়ো টা অস্বীকার করছেন ? জবাব দেবেন মাননীয়া ? নাকি শুধুই মিথ্যা ভাষণ ?"
প্রসঙ্গত, সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের তরফে এক নতুন কর্মসূচি ঘোষণা করা হয় ৷ যার নাম ‘দিদির সুরক্ষা কবচ’ ৷ তার সঙ্গে ‘দিদির দূত’ নামে একটি অ্যাপও তৃণমূল আনছে বলে জানানো হয় ৷ তার পরই সাংবাদিকদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই তিনি বিরোধীদের চড়া সুরে আক্রমণ করেন ৷
টেনে আনেন বাম জমানার কথা ৷ সেই সময় সিপিএম একের পর অত্যাচার করত বলেও অভিযোগ করেছেন তিনি ৷ তাঁর দাবি, সিপিএম আমলে রাজ্যে গুলির ফোয়ারা ছুটত ৷ একই সঙ্গে তৃণমূল নেত্রীর দাবি, বিরোধী পক্ষে থাকাকালীন তাঁরা কখনও ধ্বংসাত্মক কোনও কাজ করেননি ৷ বরং গঠনমূলক কাজ করেছেন ৷ কিন্তু সাধারণ মানুষের উপর অন্যায় হলে অবশ্যই তার প্রতিবাদ করা হয়েছে বলে তিনি জানান ৷
আরও পড়ুন: বিরোধীরা প্রতিহিংসার রাজনীতি করে, ভূ-ভারতে এমন নজির নেই, অভিযোগ মমতার