কলকাতা, 21 জানুয়ারি: আসন্ন পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বারবার বোমা উদ্ধার হচ্ছে । কোথাও কোথাও বোমার আঘাতে আক্রান্ত হওয়ার খবরও পাওয়া যাচ্ছে । এই বিষয়েই তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন সিপিএমের (CPIM) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) । শনিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, "তৃণমূলের অবস্থা হচ্ছে বোমা, বন্দুক, পিস্তল থাকবে । কিন্তু পঞ্চায়েত নির্বাচনে বোমা, বন্দুক, পিস্তল চালানোর লোক পাবে না তৃণমূল ।"
তৃণমূল বিজেপিকে (BJP) একযোগে কড়া আক্রমণ তাঁর করে আরও বক্তব্য, "অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এবং মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগামিদিনে একসঙ্গে লড়াই করবে । এক্ষেত্রে বিজেপির ঝান্ডা, তৃণমূলের ঝান্ডা কিংবা নতুন তৃণমূলের ঝান্ডার কোনও ব্যাপার নয় । এরা চুরি, দুর্নীতি, তোলাবাজি, মস্তানির মাধ্যমে রাজনীতি করে । এদের উদ্দেশ্যই লুট করা। এদের কাছে লুটটাই বড় ব্যাপার । নীতি আদর্শ ঝান্ডা কোনও বিষয় নয় ।’’
তিনি আরও বলেন, ‘‘কোচবিহারের নিশীথ প্রামাণিক থেকে শুরু করে ভাঙড়ের আরাবুল ইসলাম । সকলেই চোরাচালান, গরুপাচার, কয়লা পাচার, কয়লা খাদান লুটের যে বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে, তার মজা পেয়ে গিয়েছে । সেই লুটকে তাঁরা রক্ষা করবেই । তাই সাধারণ মানুষকে লুট করতে যেকোনও ঝান্ডা নিয়েই হোক মমতা, অভিষেক, শুভেন্দু একসঙ্গে লড়াই করবে । আর তার বিরুদ্ধে বামপন্থীদের আন্দোলন ।"
এদিকে আজ শনিবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । আইএসএফ কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের খণ্ডযুদ্ধ বাধে । ইট বৃষ্টি মোকাবিলায় পুলিশবাহিনী সেখানকার হাতিশালা মোড়ে নেমে পড়ে । অভিযোগ, তৃণমূলের লোকেরা ভাঙচুর করেছে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর গাড়িতে । এই ঘটনায় সিদ্দিকী আরাবুল ইসলামের গ্রেফতারির দাবি করেন । একই ভাবে তৃণমূল কার্যালয় ভাঙচুরের অভিযোগে নওশাদ সিদ্দিকীর গ্রেফতারের দাবি করেন আরাবুল ইসলাম ।
এ বিষয়ে প্রশ্নের উত্তরে মহ সেলিম বলেন, "আরাবুল ইসলামের সঙ্গে নওশাদ সিদ্দিকিকে গোলালে চলবে না । গরুপাচারকারী লুটেরা আরাবুলের সঙ্গে নওশাদকে গোলালে হবে না । নওশাদ সিদ্দিকী ভাঙড়ে নির্বাচিত বিধায়ক । আর শিক্ষককে জগ ছুঁড়ে মেরেছিলেন আরাবুল ইসলাম । এই ঘটনায় তৎকালীন শিক্ষামন্ত্রী আরাবুল ইসলামকে সম্পদ বলে বলেছিলেন । কারণ, আরাবুল ইসলাম শিক্ষক পেটান । নিয়োগের জন্য কোটি কোটি টাকা তুলেছেন । এই কারণেই তো তৃণমূলের সম্পদ আরাবুল ইসলাম ৷ তাঁর সঙ্গে নওশাদ সিদ্দিকের মেলালে চলবে না । সাধারণ মানুষ এই সমস্ত আরাবুল মার্কা লোকজনদেরকে ছুঁড়ে ফেলে দেবে ।"
আরও পড়ুন: পুলিশ-আইএসএফ খণ্ডযুদ্ধে রণক্ষেত্র ধর্মতলা, গ্রেফতার নওশাদ সিদ্দিকী