ETV Bharat / state

কোরোনা সতর্কতায় CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক এবার ভার্চুয়াল

দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করলেন CPI(M)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । কোরোনা পরিস্থিতি, কমিউনিটি কিচেন, নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে ।

aa
নেতৃত্ব
author img

By

Published : Jul 26, 2020, 4:04 AM IST

কলকাতা, 25 জুলাই: আজ থেকে শুরু হল CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক । পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন দেশের বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে । শারীরিক দূরত্ব বিধি মেনে কলকাতায় মুজফফর আহমেদ ভবনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন সদস্যরা । দেশ এবং বিভিন্ন অঙ্গ রাজ্যগুলিতে যেভাবে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় । নির্বাচনের আগে ও পরে কোরোনার সংক্রমণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে।



দুস্থদের পাশে কীভাবে CPI(M) কর্মীরা দাঁড়াবেন তা নিয়ে আলোচনা হয় বৈঠকে । সিদ্ধান্ত হয়েছে দলের চিকিৎসক সদস্যরা অসহায় রোগীদের পাশে দাঁড়াবেন । বিনামূল্যে চিকিৎসা করবেন দুস্থ কোরোনা রোগীর । বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেনের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে খাবার পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

aa
দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন সীতারাম ইয়েচুরি

রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতা শিবির করা হবে CPI(M)-এর পক্ষ থেকে । মাস্ক, স্যানিটাইজ়ারসহ কোরোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে কীভাবে আরও বেশি সচেতন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে । আসন্ন নির্বাচনে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল কী হবে তা নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে আজকের বৈঠকে । যদিও কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারকে দলগতভাবে সাহায্য করার কথা বলা হয়েছে ।

কলকাতা, 25 জুলাই: আজ থেকে শুরু হল CPI(M)-এর কেন্দ্রীয় কমিটির বৈঠক । পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করলেন দেশের বিভিন্ন রাজ্যের কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে । শারীরিক দূরত্ব বিধি মেনে কলকাতায় মুজফফর আহমেদ ভবনে কেন্দ্রীয় কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন সদস্যরা । দেশ এবং বিভিন্ন অঙ্গ রাজ্যগুলিতে যেভাবে কোরোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় । নির্বাচনের আগে ও পরে কোরোনার সংক্রমণ রোধে কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে আজকের বৈঠকে।



দুস্থদের পাশে কীভাবে CPI(M) কর্মীরা দাঁড়াবেন তা নিয়ে আলোচনা হয় বৈঠকে । সিদ্ধান্ত হয়েছে দলের চিকিৎসক সদস্যরা অসহায় রোগীদের পাশে দাঁড়াবেন । বিনামূল্যে চিকিৎসা করবেন দুস্থ কোরোনা রোগীর । বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেনের মাধ্যমে আরও বেশি সংখ্যক মানুষকে খাবার পৌঁছে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ।

aa
দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করছেন সীতারাম ইয়েচুরি

রাজ্যের বিভিন্ন প্রান্তে সচেতনতা শিবির করা হবে CPI(M)-এর পক্ষ থেকে । মাস্ক, স্যানিটাইজ়ারসহ কোরোনা সংক্রমণ প্রতিরোধে মানুষকে কীভাবে আরও বেশি সচেতন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে । আসন্ন নির্বাচনে BJP এবং তৃণমূলের বিরুদ্ধে রণকৌশল কী হবে তা নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে আজকের বৈঠকে । যদিও কোরোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারকে দলগতভাবে সাহায্য করার কথা বলা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.