ETV Bharat / state

"আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী", রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক CPI(M)-এর

বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে হাওড়া ৷ এরপর রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিল CPI(M) ৷

নবান্ন অভিযান
author img

By

Published : Sep 14, 2019, 8:58 AM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : নবান্ন অভিযানে বাম ছাত্র ও যুব সংগঠনের উপর পুলিশি 'আক্রমণের' নিন্দা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তোলারও আবেদন জানিয়েছেন তিনি ৷

কম খরচে পড়াশোনা, কর্মসংস্থান, সবার জন্য কাজ, বেকার ভাতার দাবিতে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক দেয় SFI ও DYFI ৷ গতকাল হাওড়া থেকে অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ মল্লিক ফটকের কাছে মিছিল আটকায় পুলিশ ৷ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ৷ চালানো হয় জল কামান, কাঁদানে গ্যাস ৷ লাঠিচার্জ করা হয় ৷ জখম হন একাধিক বামকর্মী সহ পুলিশ ৷ ঘটনার পর জখম কর্মীদের দেখতে হাওড়া হাসপাতালে যান বিমান বসু ৷

এই সংক্রান্ত আরও খবর : বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে অশান্তি, জলকামান-কাঁদানে গ্যাস

পরে একটি বিবৃতি জারি করে এই বিশৃঙ্খল পরিস্থিতির রাজ্য সরকারকে দায়ি করেন তিনি ৷ ছাত্র-যুবদের লাঠিচার্জ-কাঁদানের গ্যাসের মুখে পড়তে হওয়ায় পুলিশের ভূমিকারও সমালোচনা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ বিবৃতিতে বলা হয়, "পুলিশ মিছিলকারীদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে । কাঁদানে গ্যাস ও জলকামান ছাড়াও ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ ৷ তার জেরে বামপন্থী ছাত্র ও যুব নেতৃবৃন্দ সহ বহু ছাত্র-যুব জখম হয়েছেন । পুলিশের আক্রমণের পাশাপাশি রাস্তা সংলগ্ন বাড়ির ছাদ থেকে পরিকল্পনা করে মিছিলকারীদের উপর ইট-পাথর ছোড়া হয়েছে । জখম যুবদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ।" এই ঘটনার প্রতিবাদে রাজ্যের সর্বত্র নাগরিক সমাজকে সরব হওয়ার আবেদনও জানিয়েছেন বিমানবাবু ৷

এই সংক্রান্ত আরও খবর : বাম ছাত্র-যুবদের অভিযানে ইটবৃষ্টি, ভাঙচুর পুলিশের গাড়ি

এদিকে গতকালের এই ঘটনার নিন্দা করেছেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷ বলেন, আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী ৷ এত ভয় যে তিনি নবান্নকে কেল্লা বানিয়ে রেখেছেন ৷ ছাত্র-যুবরা তো মুখ্যমন্ত্রীর মতো বোমা, বন্দুক নিয়ে মহাকরণ দখল করতে যাননি ৷

এই সংক্রান্ত আরও খবর : হাওড়ায় বাম ছাত্র-যুবদের মিছিল শান্তিপূর্ণ, বলছেন DG

কলকাতা, 14 সেপ্টেম্বর : নবান্ন অভিযানে বাম ছাত্র ও যুব সংগঠনের উপর পুলিশি 'আক্রমণের' নিন্দা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ৷ রাজ্যজুড়ে প্রতিবাদ গড়ে তোলারও আবেদন জানিয়েছেন তিনি ৷

কম খরচে পড়াশোনা, কর্মসংস্থান, সবার জন্য কাজ, বেকার ভাতার দাবিতে সিঙ্গুর থেকে নবান্ন অভিযানের ডাক দেয় SFI ও DYFI ৷ গতকাল হাওড়া থেকে অভিযান শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি ৷ মল্লিক ফটকের কাছে মিছিল আটকায় পুলিশ ৷ মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা ৷ চালানো হয় জল কামান, কাঁদানে গ্যাস ৷ লাঠিচার্জ করা হয় ৷ জখম হন একাধিক বামকর্মী সহ পুলিশ ৷ ঘটনার পর জখম কর্মীদের দেখতে হাওড়া হাসপাতালে যান বিমান বসু ৷

এই সংক্রান্ত আরও খবর : বাম ছাত্র ও যুবর নবান্ন অভিযানে ঘিরে অশান্তি, জলকামান-কাঁদানে গ্যাস

পরে একটি বিবৃতি জারি করে এই বিশৃঙ্খল পরিস্থিতির রাজ্য সরকারকে দায়ি করেন তিনি ৷ ছাত্র-যুবদের লাঠিচার্জ-কাঁদানের গ্যাসের মুখে পড়তে হওয়ায় পুলিশের ভূমিকারও সমালোচনা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান ৷ বিবৃতিতে বলা হয়, "পুলিশ মিছিলকারীদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে । কাঁদানে গ্যাস ও জলকামান ছাড়াও ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ ৷ তার জেরে বামপন্থী ছাত্র ও যুব নেতৃবৃন্দ সহ বহু ছাত্র-যুব জখম হয়েছেন । পুলিশের আক্রমণের পাশাপাশি রাস্তা সংলগ্ন বাড়ির ছাদ থেকে পরিকল্পনা করে মিছিলকারীদের উপর ইট-পাথর ছোড়া হয়েছে । জখম যুবদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর ।" এই ঘটনার প্রতিবাদে রাজ্যের সর্বত্র নাগরিক সমাজকে সরব হওয়ার আবেদনও জানিয়েছেন বিমানবাবু ৷

এই সংক্রান্ত আরও খবর : বাম ছাত্র-যুবদের অভিযানে ইটবৃষ্টি, ভাঙচুর পুলিশের গাড়ি

এদিকে গতকালের এই ঘটনার নিন্দা করেছেন CPI(M) নেতা মহম্মদ সেলিম ৷ বলেন, আগুন নিয়ে খেলছেন মুখ্যমন্ত্রী ৷ এত ভয় যে তিনি নবান্নকে কেল্লা বানিয়ে রেখেছেন ৷ ছাত্র-যুবরা তো মুখ্যমন্ত্রীর মতো বোমা, বন্দুক নিয়ে মহাকরণ দখল করতে যাননি ৷

এই সংক্রান্ত আরও খবর : হাওড়ায় বাম ছাত্র-যুবদের মিছিল শান্তিপূর্ণ, বলছেন DG

Intro:বাম ছাত্র যুব সংগঠনের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের আক্রমণের তীব্র নিন্দা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ তিনি হাওড়ায় বাম যুব সংগঠনের শান্তিপূর্ণ মিছিলের উপর পুলিশের লাঠিচার্জের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান। আহত এবং গুরুতর আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান বিমান বসু।


Body:রাজ্যের এই বিশৃঙ্খল পরিস্থিতির জন্য রাজ্য সরকারকে পুরোপুরি দায়ী করেছেন তিনি। তিনি আজ এক প্রেস বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, স্বল্প খরচে শিক্ষা ও কাজের দাবিতে বারোটি বামপন্থী ছাত্র যুব সংগঠন সিঙ্গুর থেকে নবান্ন অভিযান শুরু করেছিল। শুক্রবার হাওড়া স্টেশনের সামনে থেকে নবান্ন অভিমুখে যাত্রা করে তারা। কিন্তু এদিন দুপুরে পুলিশ মিছিলকারীদের ওপর নৃশংস হামলা চালিয়েছে। পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার ছাড়াও ব্যাপক লাঠিচার্জ করে, এতে বামপন্থী ছাত্র যুব নেতৃবৃন্দ সহ বহু ছাত্র-যুব আহত হয়েছেন। পুলিশের আক্রমণের পাশাপাশি রাস্তা সংলগ্ন বাড়ির ছাদ থেকে পরিকল্পনা করে মিছিলকারীদের ওপর ইট পাথর ছোড়া হয়েছে। আহত যুবদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। হাওড়া জেলা হাসপাতাল ও কলকাতায় নিকটবর্তী হাসপাতালগুলিতে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আহতদের সংখ্যা অনেক। সব তথ্য এখনও পুরোপুরি পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে ছাত্র-যুবদের ওপর এই পুলিশি হামলার তীব্র নিন্দা করা হয়েছে। ছাত্র-যুবরা তাদের ন্যায্য দাবীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে চেয়ে ছিলেন। সেই ডেপুটেশন গ্রহণের বদলে গণতান্ত্রিক আন্দোলনের ওপরে যেভাবে বর্বর পুলিশি আক্রমণ নামিয়ে আনা হয়েছে তাকে ধিক্কার জানিয়ে রাজ্যের সর্বত্র প্রতিবাদের সামিল হওয়ার আবেদন জানানো হয়েছে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে। এরাজ্যে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর এই বারংবার হামলা চলছে। তার প্রতিবাদে সর্বত্র সোচ্চার হওয়ার জন্য এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন গণতান্ত্রিক নাগরিকদের কাছে আহ্বান জানানো হয়েছে রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.