ETV Bharat / state

WB COVID Units to be Withdrawn: কোভিড ও সেফ হোমের সংখ্যা কমানোর নির্দেশ স্বাস্থ্য দফতরের - Coronavirus in West Bengal

জরুরি পরিস্থিতিতে রাজ্যের যে হাসপাতালগুলিতে কোভিড ইউনিট (COVID Facility Units in West Bengal) গড়ে তোলা হয়েছিল, সেগুলিকে ফের নন কোভিড ইউনিটে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হল ।

COVID Facility Units and safe Homes to be reduced in West Bengal
কমছে কোভিড ইউনিট এবং সেফ হোম ।
author img

By

Published : Nov 23, 2021, 10:22 PM IST

Updated : Nov 23, 2021, 11:04 PM IST

কলকাতা, 23 নভেম্বর: মৃত্যু এখনও শূন্যে আনা যায়নি । কিন্তু আক্রান্তের সংখ্যা কমছে । তাতেই এ বার বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) । জরুরি পরিস্থিতিতে রাজ্যের যে হাসপাতালগুলিতে কোভিড ইউনিট (COVID Facility Units in West Bengal) গড়ে তোলা হয়েছিল, সেগুলিকে ফের নন কোভিড ইউনিটে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হল ।

শুধু হাসপাতালগুলিতেই পরিবর্তন আনা হচ্ছে না । রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক সেফ হোমও (COVID Safe Home), কোভিড কালে যেখানে আক্রান্ত রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেগুলিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রত্যেক জেলায় শুধুমাত্র দু’টি করে কোভিড হাসপাতাল চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন: COVID-19 Vaccine Second Dose Overdue : টিকার দ্বিতীয় ডোজে অনীহা ? নিলেন না প্রায় 18 লাখ রাজ্যবাসী

বর্তমানে কোভিড রোগীদের চিকিৎসার জন্যই সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে মোট 203টি হাসপাতাল রয়েছে ৷ সেখানে শয্যার সংখ্যা 23 হাজার 947 ৷ 11 হাজার 505 শয্যা সম্বলিত 200টি সেফ হোম রয়েছে ৷ স্বাস্থ্য দফতরের নির্দেশানুযায়ী, ওই 203টি হাসপাতালের মধ্যে 150টিকে ফের নন কোভিড ইউনিটে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ একই ভাবে, বন্ধ করে দেওয়া হবে 150টি সেফ হোম ৷

আরও পড়ুন: Suicide over family dispute in Ashoknagar : ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বৃদ্ধার

উল্লেখ্য, গত শুক্রবার থেকে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা 833, 775, 745 থেকে কমতে কমতে সোমবার ৬৭৬-এ এসে ঠেকে । তবে আক্রান্তের সংখ্যা কমলেও, সোমবারও 14 জন করোনা রোগী মারা গিয়েছেন , যা আগের তিন দিনের তুলনায় বেশি । তার মধ্যেই এমন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের ।

কলকাতা, 23 নভেম্বর: মৃত্যু এখনও শূন্যে আনা যায়নি । কিন্তু আক্রান্তের সংখ্যা কমছে । তাতেই এ বার বড় সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department) । জরুরি পরিস্থিতিতে রাজ্যের যে হাসপাতালগুলিতে কোভিড ইউনিট (COVID Facility Units in West Bengal) গড়ে তোলা হয়েছিল, সেগুলিকে ফের নন কোভিড ইউনিটে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হল ।

শুধু হাসপাতালগুলিতেই পরিবর্তন আনা হচ্ছে না । রাজ্যের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক সেফ হোমও (COVID Safe Home), কোভিড কালে যেখানে আক্রান্ত রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল, সেগুলিও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রত্যেক জেলায় শুধুমাত্র দু’টি করে কোভিড হাসপাতাল চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর ৷

আরও পড়ুন: COVID-19 Vaccine Second Dose Overdue : টিকার দ্বিতীয় ডোজে অনীহা ? নিলেন না প্রায় 18 লাখ রাজ্যবাসী

বর্তমানে কোভিড রোগীদের চিকিৎসার জন্যই সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে মোট 203টি হাসপাতাল রয়েছে ৷ সেখানে শয্যার সংখ্যা 23 হাজার 947 ৷ 11 হাজার 505 শয্যা সম্বলিত 200টি সেফ হোম রয়েছে ৷ স্বাস্থ্য দফতরের নির্দেশানুযায়ী, ওই 203টি হাসপাতালের মধ্যে 150টিকে ফের নন কোভিড ইউনিটে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ৷ একই ভাবে, বন্ধ করে দেওয়া হবে 150টি সেফ হোম ৷

আরও পড়ুন: Suicide over family dispute in Ashoknagar : ছেলের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ, গায়ে আগুন দিয়ে আত্মহত্যা বৃদ্ধার

উল্লেখ্য, গত শুক্রবার থেকে রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা 833, 775, 745 থেকে কমতে কমতে সোমবার ৬৭৬-এ এসে ঠেকে । তবে আক্রান্তের সংখ্যা কমলেও, সোমবারও 14 জন করোনা রোগী মারা গিয়েছেন , যা আগের তিন দিনের তুলনায় বেশি । তার মধ্যেই এমন সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের ।

Last Updated : Nov 23, 2021, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.