কলকাতা, ১১ জুন: কোভিড মৃতদেহ সৎকারে প্রতিদিনই বহু অভিযোগ আসে কলকাতা পৌরনিগমে । ভুরিভুরি আসা এই অভিযোগ বন্ধ করতেই এবার নয়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পৌরনিগম । গতকালই 5 জন কর্মীকে সাসপেন্ড করা হয় এই অভিযোগের ভিত্তিতে । এরপরই এদিন কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা স্বাস্থ্য বিভাগের প্রধান অতীন ঘোষ করোনা মৃতদেহ সৎকার সহ শ্মশানগুলি থেকে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এদিন এক জরুরি বৈঠক করেন । এই বৈঠকে বেশকিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে । এবার থেকে কলকাতা পৌরনিগমের সবকটি শ্মশানে হোর্ডিং লাগানো হবে । এই বোর্ডগুলিতে লেখা থাকবে দেহ সৎকারের জন্য কাউকে টাকা দিতে হবে না । সেইসঙ্গে কেউ যদি অবৈধভাবে অতিরিক্ত টাকার দাবি করে তাহলে ফোন করে অভিযোগ জানান ।
পাশাপাশি শববাহী গাড়িগুলিতে যে নির্দিষ্ট টাকা রয়েছে তার থেকে টাকা বেশি দাবি করলে অথবা সৎকার করতে না চাইলে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমে ফোন করে জানাতে বলা হয়েছে । এই বোর্ডগুলিতে কলকাতা পৌরনিগমের কন্ট্রোল রুমের ফোন নম্বর দেওয়া থাকবে । সেইসঙ্গে কলকাতা পৌরনিগমের প্রশাসকমণ্ডলীর সদস্য তথা অতীন ঘোষের ব্যক্তিগত ফোন নম্বর দেওয়া থাকবে সেই বোর্ডে । কলকাতা পৌরনিগমের সবকটি শ্মশানে এই বোর্ডগুলি লাগানো হবে । সেইসঙ্গে শ্মশানের কর্মী ও ডোমদের দেওয়া হবে অ্যাপ্রোন । যাতে তাঁদের আলাদাভাবে চিহ্নিত করা যায় ।
আরও পড়ুন: ভিডিও কনফারেন্সের মাধ্যমে মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারী অফিসাররা
এদিন অতীনবাবু জানান, শহরবাসীকে আরও বেশি সচেতন হতে হবে । শববাহী গাড়ি থেকে শ্মশানে কেউ কোনওরকম অতিরিক্ত অর্থ দাবি করলেই সরাসরি ফোন করেন অভিযোগ জানানোর জন্য আবেদন করেছেন তিনি । গতকালই একজন কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । এইরকম অভিযোগ এলে আগামী দিনেও কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।