কলকাতা, ৯ জুলাই : হাসপাতাল থেকে ছুটি পেলেন COVID-19-এ আক্রান্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এর শীর্ষ স্তরের এক আধিকারিক। উলটোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
30 জুন COVID-19-এ আক্রান্ত বেলেঘাটায় অবস্থিত NICED-এর শীর্ষ স্তরের এক আধিকারিক। বেলেঘাটার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)-এর অধীনস্থ NICED এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল। ওই আধিকারিকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসায় ৷ ৩০ জুন ID&BG হাসপাতালে গিয়েছিলেন NICED-এর ওই আধিকারিক। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে বেলেঘাটার ওই হাসপাতালের চিকিৎসকদের একটি দল।
NICED-এর শীর্ষ স্তরের ওই আধিকারিকের ক্ষেত্রে COVID-19-এর উপসর্গ দেখা দিয়েছিল। তবে, গত 30 জুন বেলেঘাটার ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হোম আইসোলেশনে থাকেন। তবে, 30 জুন রাতে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এরপরই গভীর রাতে উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে।
গতকাল বুধবার, আট জুলাই বেসরকারি ওই হাসপাতাল থেকে NICED-এর শীর্ষ স্তরের ওই আধিকারিককে ছুটি দেওয়া হয়েছে। সূত্রের খবর, NICED-এর শীর্ষ স্তরের ওই আধিকারিকের অ্যাজ়মার সমস্যায় আক্রান্ত।
সুস্থ হলেন কোরোনায় আক্রান্ত NICED-এর শীর্ষ আধিকারিক
30 জুন রাতে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এরপরই উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে।
কলকাতা, ৯ জুলাই : হাসপাতাল থেকে ছুটি পেলেন COVID-19-এ আক্রান্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এনটেরিক ডিজ়িজ়েস (NICED)-এর শীর্ষ স্তরের এক আধিকারিক। উলটোডাঙ্গার কাছে EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।
30 জুন COVID-19-এ আক্রান্ত বেলেঘাটায় অবস্থিত NICED-এর শীর্ষ স্তরের এক আধিকারিক। বেলেঘাটার ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (ICMR)-এর অধীনস্থ NICED এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অধীনস্থ ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনারেল (ID&BG) হাসপাতাল। ওই আধিকারিকের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ আসায় ৷ ৩০ জুন ID&BG হাসপাতালে গিয়েছিলেন NICED-এর ওই আধিকারিক। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করে বেলেঘাটার ওই হাসপাতালের চিকিৎসকদের একটি দল।
NICED-এর শীর্ষ স্তরের ওই আধিকারিকের ক্ষেত্রে COVID-19-এর উপসর্গ দেখা দিয়েছিল। তবে, গত 30 জুন বেলেঘাটার ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি হোম আইসোলেশনে থাকেন। তবে, 30 জুন রাতে শারীরিক অবস্থার অবনতি হয় ৷ এরপরই গভীর রাতে উলটোডাঙার কাছে EM বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করানো হয় তাঁকে।
গতকাল বুধবার, আট জুলাই বেসরকারি ওই হাসপাতাল থেকে NICED-এর শীর্ষ স্তরের ওই আধিকারিককে ছুটি দেওয়া হয়েছে। সূত্রের খবর, NICED-এর শীর্ষ স্তরের ওই আধিকারিকের অ্যাজ়মার সমস্যায় আক্রান্ত।