কলকাতা, 29 এপ্রিল : দৈনিক সংক্রমণে এবার কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর 24 পরগনা ৷ শেষ 24 ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 901 জন ৷ আর রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, উত্তর 24 পরগনায় দৈনিক সংক্রমণ 3 হাজার 912 ৷ প্রতিদিনই এই দুই জেলায় তিন হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন ৷ কলকাতায় শেষ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 23 জনের , উত্তর 24 পরগনায় 21 জনের ৷ দুই জেলাতে যে হারে করোনা দাঁত-নখ বের করতে শুরু করেছে, তা রীতিমতো মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের ৷
শেষ 24 ঘণ্টায় রাজ্যে 17 হাজার 403 জন করোনায় আক্রান্ত হয়েছেন ৷ এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তে সংখ্যা বেড়ে হল 8 লাখ 10 হাজার 955 জন ৷ রাজ্য আজ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 89 জনের ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় মৃত্যু 11 হাজার 248 ৷ রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 1 লাখ 10 হাজার 241 ৷
আরও পড়ুন : এক ফোনেই সব সহায়তা, আসানসোলে তৈরি কোভিড কোঅর্ডিনেশন সেন্টার
রাজ্যে এখন করোনা রোগীদের জন্য সংরক্ষিত বেড রয়েছে 12 হাজার 352টি ৷ স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে 46.19 শতাংশ বেডে রোগীরা ভর্তি রয়েছেন ৷ গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।