ETV Bharat / state

আশার আলো, বেলেঘাটার হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন COVID-19 আক্রান্ত

author img

By

Published : Mar 29, 2020, 4:50 PM IST

আগামী দুই-তিন দিনের মধ্যে ID&BG হাসপাতাল থেকে রাজ্যের প্রথম কোনও COVID-19 আক্রান্তের ছুটি হতে পারে । সূত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে একাধিক আক্রান্তের ছুটি হতে পারে ৷

covid_19_one_critical_other_one_or_two_ patient_will_be_discharge_soon_from_the_hospital
উদ্বেগের মধ্যেও আশার আলো রাজ্যে, হাসপাতাল থেকে শীঘ্রই COVID-19 আক্রান্তের ছুটি

কলকাতা, 28 মার্চ : কোরোনা নিয়ে রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও আশার আলো ৷ কলকাতা ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল হাসপাতাল (ID&BG) থেকে খুব শিগগিরই ছুটি পেতে চলেছেন COVID-19 আক্রান্ত কয়েকজন ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আগামী দুই-তিনদিনের মধ্যে ID&BG হাসপাতাল থেকে রাজ্যের প্রথম কোনও COVID-19 আক্রান্তের ছুটি হতে পারে । সব কিছু ঠিকঠাক থাকলে একাধিক আক্রান্তের ছুটি হতে পারে ৷ বর্তমানে ID&BG হাসপাতালে 13 জনের চিকিৎসা চলছে ৷

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নভেল কোরোনা ভাইরাসে (COVID-19) আক্রান্তের সংখ্যা 18 । এই আক্রান্তদের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে । অন্য 1 আক্রান্তের শারীরিক অবস্থা সংকটজনক। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বাকি 16 COVID-19 আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । ক্রমে বেড়ে চলেছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । চিকিৎসকদের একাংশের আশঙ্কা, পরিস্থিতি ভয়ংকর হতে চলেছে । এই ভয়ংকর অবস্থা থেকে নিস্তার পাবে না এরাজ‍্যও । এই ধরনের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখা দিয়েছে কলকাতার ID&BG হাসপাতালে ।

hjgjj
উদ্বেগের মধ্যেও আশার আলো রাজ্যে, হাসপাতাল থেকে শীঘ্রই COVID-19 আক্রান্তের ছুটি

বেলেঘাটার ID&BG হাসপাতালে এখনও পর্যন্ত 13 জন COVID-19 আক্রান্তের চিকিৎসা চলছে । তবে, আজ আরও দুই আক্রান্তকে বেলেঘাটার এই হাসপাতালে আনা হচ্ছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে । গতকাল এই দুই আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই 13 জন আক্রান্তের মধ্যে কয়েকজনের সেরে ওঠার আশায় রয়েছেন চিকিৎসকরা । তারপর তাঁদের ছুটির বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন চিকিৎসকরা ।

গতরাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। অন্যদিকে, কলকাতার পঞ্চসায়রে একটি বেসরকারি হাসপাতালে 66 বছরের এক আক্রান্তের চিকিৎসা চলছে । বেসরকারি ওই হাসপাতালে সূত্রে খবর , ওই বৃদ্ধের শারীরিক অবস্থা সংকটজনক । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । ভেন্টিলেশনে অক্সিজেনের মাত্রা বাড়াতে হয়নি, ব্লাড প্রেসার, হার্ট রেট নিয়ন্ত্রণে রয়েছে । তবে, আক্রান্তের ইউরিনে সমস্যা দেখা দিয়েছে । ওষুধের মাধ্যমে ইউরিন বের করার চেষ্টা চলছে । বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বেগে রয়েছেন ৷

কলকাতা, 28 মার্চ : কোরোনা নিয়ে রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেও আশার আলো ৷ কলকাতা ইনফেকশাস ডিজ়িজ়েস অ্যান্ড বেলেঘাটা জেনেরাল হাসপাতাল (ID&BG) থেকে খুব শিগগিরই ছুটি পেতে চলেছেন COVID-19 আক্রান্ত কয়েকজন ৷ স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, আগামী দুই-তিনদিনের মধ্যে ID&BG হাসপাতাল থেকে রাজ্যের প্রথম কোনও COVID-19 আক্রান্তের ছুটি হতে পারে । সব কিছু ঠিকঠাক থাকলে একাধিক আক্রান্তের ছুটি হতে পারে ৷ বর্তমানে ID&BG হাসপাতালে 13 জনের চিকিৎসা চলছে ৷

পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত নভেল কোরোনা ভাইরাসে (COVID-19) আক্রান্তের সংখ্যা 18 । এই আক্রান্তদের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে । অন্য 1 আক্রান্তের শারীরিক অবস্থা সংকটজনক। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বাকি 16 COVID-19 আক্রান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ।

অন্যদিকে, দেশের বিভিন্ন প্রান্তে নতুন নতুন আক্রান্তের খোঁজ পাওয়া যাচ্ছে । ক্রমে বেড়ে চলেছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । চিকিৎসকদের একাংশের আশঙ্কা, পরিস্থিতি ভয়ংকর হতে চলেছে । এই ভয়ংকর অবস্থা থেকে নিস্তার পাবে না এরাজ‍্যও । এই ধরনের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখা দিয়েছে কলকাতার ID&BG হাসপাতালে ।

hjgjj
উদ্বেগের মধ্যেও আশার আলো রাজ্যে, হাসপাতাল থেকে শীঘ্রই COVID-19 আক্রান্তের ছুটি

বেলেঘাটার ID&BG হাসপাতালে এখনও পর্যন্ত 13 জন COVID-19 আক্রান্তের চিকিৎসা চলছে । তবে, আজ আরও দুই আক্রান্তকে বেলেঘাটার এই হাসপাতালে আনা হচ্ছে এগরা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে । গতকাল এই দুই আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই 13 জন আক্রান্তের মধ্যে কয়েকজনের সেরে ওঠার আশায় রয়েছেন চিকিৎসকরা । তারপর তাঁদের ছুটির বিষয়টি নিয়ে পর্যালোচনা করবেন চিকিৎসকরা ।

গতরাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে এক আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। অন্যদিকে, কলকাতার পঞ্চসায়রে একটি বেসরকারি হাসপাতালে 66 বছরের এক আক্রান্তের চিকিৎসা চলছে । বেসরকারি ওই হাসপাতালে সূত্রে খবর , ওই বৃদ্ধের শারীরিক অবস্থা সংকটজনক । তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে । ভেন্টিলেশনে অক্সিজেনের মাত্রা বাড়াতে হয়নি, ব্লাড প্রেসার, হার্ট রেট নিয়ন্ত্রণে রয়েছে । তবে, আক্রান্তের ইউরিনে সমস্যা দেখা দিয়েছে । ওষুধের মাধ্যমে ইউরিন বের করার চেষ্টা চলছে । বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বেগে রয়েছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.