ETV Bharat / state

কোরোনা আতঙ্ক: 10টি দেশ থেকে আসা বিমানযাত্রীদের উপর নজরদারির নির্দেশ - কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক

প্রতিটি রাজ্যে নির্দেশিকা পাঠাল স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়েছে , 10টি দেশ থেকে আসা যাত্রীদের উপর এদেশের বিমানবন্দরগুলিতে নজরদারি চালানোর উপর আরও জোর দিতে হবে ।

Corona Virus
ছবিটির প্রতীকী
author img

By

Published : Feb 27, 2020, 10:22 PM IST

কলকাতা , 27 ফেব্রুয়ারি : চিনের বাইরে ধীরে ধীরে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে এদেশে আসা যাত্রীদের উপরও নজরদারি বাড়ছে । এই তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি দেশের নাম । চিন, হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইতালি, ইরান, নেপাল- এই 10টি দেশ থেকে আসা যাত্রীদের উপর বিমানবন্দরগুলিতে নজরদারি চালানোর কথা জানাল স্বাস্থ্যমন্ত্রক ।

ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলিতে শুরু হয়েছে কড়া নজরদারি । কোনও যাত্রীর শরীরে ভাইরাসের লক্ষ্মণ খুঁজে পাওয়া গেলে তাঁকে প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে । আর হাসপাতালে পাঠানোর প্রয়োজন না হলে সেই মতো ব্যবস্থা নিতে হবে । এতদিন এভাবেই পর্যবেক্ষণ চালানো হচ্ছিল । তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই পর্যবেক্ষণ আরও জোরদার করার কথা জানানো হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে । সেখানে বলা হয়েছে, 10টি দেশ থেকে আসা যাত্রীদের উপর এদেশের বিমানবন্দরগুলিতে নজরদারি চালানোর উপর আরও জোর দিতে হবে । যেসব যাত্রীকে হাসপাতাল অথবা বাড়িতে পর্যবেক্ষণে রাখা হবে, তাদের উপর নজরদারির ব্যাপারটিও নিশ্চিত করতে হবে বলে জানানো হয়েছে ।

কলকাতা , 27 ফেব্রুয়ারি : চিনের বাইরে ধীরে ধীরে বাড়ছে কোরোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে বিভিন্ন দেশ থেকে এদেশে আসা যাত্রীদের উপরও নজরদারি বাড়ছে । এই তালিকায় যুক্ত হয়েছে আরও কয়েকটি দেশের নাম । চিন, হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ভিয়েতনাম, মালয়েশিয়া, ইতালি, ইরান, নেপাল- এই 10টি দেশ থেকে আসা যাত্রীদের উপর বিমানবন্দরগুলিতে নজরদারি চালানোর কথা জানাল স্বাস্থ্যমন্ত্রক ।

ইতিমধ্যেই দেশের বিমানবন্দরগুলিতে শুরু হয়েছে কড়া নজরদারি । কোনও যাত্রীর শরীরে ভাইরাসের লক্ষ্মণ খুঁজে পাওয়া গেলে তাঁকে প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালে পাঠানো হবে । আর হাসপাতালে পাঠানোর প্রয়োজন না হলে সেই মতো ব্যবস্থা নিতে হবে । এতদিন এভাবেই পর্যবেক্ষণ চালানো হচ্ছিল । তবে স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই পর্যবেক্ষণ আরও জোরদার করার কথা জানানো হয়েছে ।

রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রতিটি রাজ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে । সেখানে বলা হয়েছে, 10টি দেশ থেকে আসা যাত্রীদের উপর এদেশের বিমানবন্দরগুলিতে নজরদারি চালানোর উপর আরও জোর দিতে হবে । যেসব যাত্রীকে হাসপাতাল অথবা বাড়িতে পর্যবেক্ষণে রাখা হবে, তাদের উপর নজরদারির ব্যাপারটিও নিশ্চিত করতে হবে বলে জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.