ETV Bharat / state

দেশ জ্বলছে আর ওরা পোশাকের কথা বলছে ; মোদিকে আক্রমণ মমতার - Mamata Banerjees attacks narendra modi

মিছিলের দ্বিতীয় দিনে মোদিকে কটাক্ষ মমতার। বললেন, পুরো দেশ জ্বলছে, আর ওরা পোশাকের কথা বলছে ।"

mamata
ছবি
author img

By

Published : Dec 17, 2019, 3:12 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার নয়া হাতিয়ার পোশাক । প্রধানমন্ত্রী বলেছিলেন, কারা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের পোশাক দেখেই চেনা যাচ্ছে । সেই কথার রেশ টেনে আজ মমতার চ্যালেঞ্জ, "আমার পোশাক দেখে মোদি বলতে পারবেন আমি কে ?" মমতা যখন এই পোশাক ইশুকে সামনে রেখে কেন্দ্রকে নিশানা করছেন, ঠিক তখনই মুখ টিপে হাসছেন তার বিরোধীরা । তাদের মনে পড়ছে বছর সাতেক একদিনের কথা। সেদিন লালগড়ের মাটিতে এই মমতাই এক সাধারণ নাগরিক শিলাদিত্য চৌধুরির পোশাক দেখে মাওবাদী ঠাওরে ছিলেন। কোথায় যেন ইতিহাস আবার হাতছানি দিল ।

রবিবার ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদি । সেখানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, " কংগ্রেস ও তার জোট সঙ্গীরা উত্তেজনা তৈরি করছে । নিজেদের কাঙ্খিত পথ না পেয়ে নানা জায়গায় আগুন ধরানোর কাজ করছে । যারা আগুন লাগিয়েছে, তাদের TV-তে দেখা যাচ্ছে । পোশাক দেখেই তাদের শনাক্ত করা যেতে পারে।" আজ মিছিলের দ্বিতীয় দিনে তার পালটা দিলেন মমতা । বললেন, "পুরো দেশ জ্বলছে, আর ওরা পোশাকের কথা বলছে । আমাকে দেখে, আমি কী পরেছি তা দেখে আপনি কি বলতে পারেন আমি কে?"

আজ দ্বিতীয় দিন। নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে কলকাতায় মিছিল করছেন তৃণমূল নেত্রী । পশ্চিমবঙ্গ ছা়ড়াও দিল্লি সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে চলছে CAA-র বিরুদ্ধে বিক্ষোভ । গতকালই মমতা স্পষ্ট করে দিয়েছিলেন এই সবকিছুর শেষ দেখেই ছাড়বেন ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত লড়াই চলছে, চলবে ৷ এমন আইন করতে হলে তাঁর দেহের উপর দিয়ে তা করতে হবে ৷ কিন্তু, তিনি তাঁর লড়াই থামাবেন না ৷

কলকাতা, 17 ডিসেম্বর : নাগরিকত্ব আইনের প্রতিবাদে এবার নয়া হাতিয়ার পোশাক । প্রধানমন্ত্রী বলেছিলেন, কারা দেশজুড়ে বিক্ষোভ দেখাচ্ছে তাদের পোশাক দেখেই চেনা যাচ্ছে । সেই কথার রেশ টেনে আজ মমতার চ্যালেঞ্জ, "আমার পোশাক দেখে মোদি বলতে পারবেন আমি কে ?" মমতা যখন এই পোশাক ইশুকে সামনে রেখে কেন্দ্রকে নিশানা করছেন, ঠিক তখনই মুখ টিপে হাসছেন তার বিরোধীরা । তাদের মনে পড়ছে বছর সাতেক একদিনের কথা। সেদিন লালগড়ের মাটিতে এই মমতাই এক সাধারণ নাগরিক শিলাদিত্য চৌধুরির পোশাক দেখে মাওবাদী ঠাওরে ছিলেন। কোথায় যেন ইতিহাস আবার হাতছানি দিল ।

রবিবার ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদি । সেখানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, " কংগ্রেস ও তার জোট সঙ্গীরা উত্তেজনা তৈরি করছে । নিজেদের কাঙ্খিত পথ না পেয়ে নানা জায়গায় আগুন ধরানোর কাজ করছে । যারা আগুন লাগিয়েছে, তাদের TV-তে দেখা যাচ্ছে । পোশাক দেখেই তাদের শনাক্ত করা যেতে পারে।" আজ মিছিলের দ্বিতীয় দিনে তার পালটা দিলেন মমতা । বললেন, "পুরো দেশ জ্বলছে, আর ওরা পোশাকের কথা বলছে । আমাকে দেখে, আমি কী পরেছি তা দেখে আপনি কি বলতে পারেন আমি কে?"

আজ দ্বিতীয় দিন। নাগরিকত্ব (সংশোধনী) আইন 2019-র প্রতিবাদে কলকাতায় মিছিল করছেন তৃণমূল নেত্রী । পশ্চিমবঙ্গ ছা়ড়াও দিল্লি সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে চলছে CAA-র বিরুদ্ধে বিক্ষোভ । গতকালই মমতা স্পষ্ট করে দিয়েছিলেন এই সবকিছুর শেষ দেখেই ছাড়বেন ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত লড়াই চলছে, চলবে ৷ এমন আইন করতে হলে তাঁর দেহের উপর দিয়ে তা করতে হবে ৷ কিন্তু, তিনি তাঁর লড়াই থামাবেন না ৷

Intro:মমতার মিছিলের ভিজুয়াল


Body:মমতার মিছিলের ভিজুয়াল


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.