কলকাতা, 29 ডিসেম্বর : মঙ্গলবার মেয়রের শপথ গ্রহণের অনুষ্ঠান থেকে ফিরেই করোনা আক্রান্ত বরানগরের বিধায়ক তাপস রায় ও 38 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা 4 নম্বর বরোর চেয়ারপার্সন সাধনা বসু (Boro chairperson and MLA Corona infected after returning from swearing in ceremony of kmc mayor) । এছাড়াও এক পৌর কর্মী করোনা আক্রান্ত হয়েছেন বলে কলকাতা পৌরনিগম সূত্রে খবর ৷
আর এই ঘটনার জেরেই চিন্তায় বেড়েছে পৌরনিগমের অন্দরে । মঙ্গলবার মেয়র পদে শপথ নেন ফিরহাদ হাকিম ৷ আর সেই অনুষ্ঠানে ছিল ঠাসা ভিড় ৷ এর মধ্যেই কখনও সোফায় আবার কখনও মূলমঞ্চে বাকি মন্ত্রী-সাংসদদের পাশেই বসেছিলেন বিধায়ক তাপস রায় । একইভাবে কাউন্সিলরদের মাঝেই বসেছিলেন সাধনা বসুও । তাঁরা করোনা আক্রান্ত এটা জানার পর তাঁদের আশপাশে যারা ছিলেন সকলকে নিজেদের শারীরিক পরিস্থিতির উপর নজর রাখার আবেদন জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম (MLA and Councillor test positive for Covid) ।
তবে কারা কারা তাঁদের সংস্পর্শে এসেছেন তা চিহ্নিত করা যায়নি । একইভাবে কলকাতা পৌরনিগমের গোটা কেন্দ্রীয় ভবন স্যানিটাইজেশন করা সম্ভব না বলেও এদিন স্পষ্ট জানিয়ে দেন ফিরহাদ হাকিম । তবে করোনার উপসর্গ নিয়েও চেয়ারম্যান ও বিধায়কদের এমন জনবহুল জায়গায় আসা ও অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে ।
ওমিক্রনের পাশাপাশি রাজ্যে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ বুধবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলেটিন বলছে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে করোনার উপসর্গ নিয়ে এমন জমায়েতে হাজির হওয়ার ঘটনায় হতবাক রাজনৈতিক মহল ।
আরও পড়ুন : Corona Update in Bengal : রাজ্যে আশঙ্কা বাড়াচ্ছে করোনা, দৈনিক আক্রান্ত হাজার পার