ETV Bharat / state

সীমান্তে পাচারের আগে উদ্ধার 20 লাখের প্রসাধন সামগ্রী - kolkata

দেখা যায়, কয়েকজন বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছে । তাদের তাড়া করেন জওয়ানরা । সেই সময় বস্তা ফেলে রেখে পাচারকারীরা পালিয়ে যায়।

ছবি
ছবি
author img

By

Published : Oct 27, 2020, 10:07 PM IST

কলকাতা, 27 অক্টোবর: শুধু গোরু, অস্ত্র, মাদক পাচার নয় । সীমান্ত দিয়ে পাচার হচ্ছে প্রসাধন সামগ্রীও । সীমান্তরক্ষী বাহিনী জানাচ্ছে, সাধারণভাবে প্রসাধন সামগ্রীর বাংলাদেশে দাম বেশ চড়া । সেই কারণে সম্প্রতি এই সামগ্রী পাচারের প্রবণতা বেড়েছে । গতরাতে 20 লাখ টাকার প্রসাধন সামগ্রী পাচারের চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী।


গতরাতে কলকাতা সেক্টরের গুনারমঠ বর্ডার আউটপোস্টের কাছে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। সেই সূত্রে সতর্ক করে দেওয়া হয় 158 নম্বর ব্যাটেলিয়ানকে। দেখা যায়, কয়েকজন বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছে । তাদের তাড়া করেন জওয়ানরা । পাচারকারীরা পালিয়ে যায়। কিন্তু তারা দশটি বস্তা ফেলে যায়। তা থেকে উদ্ধার হয় 15 লাখ 75 হাজার 980 টাকার প্রসাধন সামগ্রী।


কারা এই পাচারের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে । উদ্ধার হওয়া প্রসাধন সামগ্রী ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে কাস্টমসের হাতে।

কলকাতা, 27 অক্টোবর: শুধু গোরু, অস্ত্র, মাদক পাচার নয় । সীমান্ত দিয়ে পাচার হচ্ছে প্রসাধন সামগ্রীও । সীমান্তরক্ষী বাহিনী জানাচ্ছে, সাধারণভাবে প্রসাধন সামগ্রীর বাংলাদেশে দাম বেশ চড়া । সেই কারণে সম্প্রতি এই সামগ্রী পাচারের প্রবণতা বেড়েছে । গতরাতে 20 লাখ টাকার প্রসাধন সামগ্রী পাচারের চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী।


গতরাতে কলকাতা সেক্টরের গুনারমঠ বর্ডার আউটপোস্টের কাছে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। সেই সূত্রে সতর্ক করে দেওয়া হয় 158 নম্বর ব্যাটেলিয়ানকে। দেখা যায়, কয়েকজন বাংলাদেশ সীমান্তের দিকে যাচ্ছে । তাদের তাড়া করেন জওয়ানরা । পাচারকারীরা পালিয়ে যায়। কিন্তু তারা দশটি বস্তা ফেলে যায়। তা থেকে উদ্ধার হয় 15 লাখ 75 হাজার 980 টাকার প্রসাধন সামগ্রী।


কারা এই পাচারের চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে । উদ্ধার হওয়া প্রসাধন সামগ্রী ইতিমধ্যেই হস্তান্তর করা হয়েছে কাস্টমসের হাতে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.