কলকাতা, 23 ডিসেম্বর: নিয়োগ দুর্নীতি মামলায় তিনটি পরীক্ষার নিয়োগে সাড়ে 8 হাজার পদে দুর্নীতি হয়েছে ৷ আদালতে জমা দেওয়া কমিশনের হলফনামায় উঠে এলো তেমনই তথ্য। নবম-দশম, একাদশ-দ্বাদশ, গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পরীক্ষায় সাড়ে 8 হাজার পদে বেনিয়ম হয়েছে । আদালতে হলফনামা দিয়ে জানাল এসএসসি ।
হলফনামায় জানানো হয়েছে, তিন ধরনের দুর্নীতি হয়েছে ৷ প্রথমত, ব়্যাঙ্ক জাম্পিংয়ের ক্ষেত্রে প্যানেল অযোগ্য ব্যক্তিদের নিয়োগপত্র দেওয়া হয়েছে ।
দ্বিতীয়ত, যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তাঁদের নিয়োগপত্র দেওয়া হয়েছে । তৃতীয়ত, যাঁদের লিস্টে নাম নেই তাঁদেরও নিয়োগপত্র দেওয়া হয়েছে ।
র্যাঙ্ক জাম্পিং-এর মাধ্যমে নবম - দশমের ক্ষেত্রে 183 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে ৷ এর মধ্যে 122 জনকে চাকরি থেকে বরখাস্ত করেছে এসএসসি । 61 জন চাকরিতে বহাল রয়েছেন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে র্যাঙ্ক জাম্পিং-এর মাধ্যমে 139 জন চাকরিতে নিয়োগপত্র পেয়েছেন । কিন্তু তাদেরকে এখনও পর্যন্ত চাকরি থেকে বরখাস্ত করেনি এসএসসি ।
নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে 952 জনের ওএমআর সিট ম্যানিপুলেট করা হয়েছে । এদের মধ্যে 823 জনকে চাকরিতে নিয়োগপত্র দিয়েছে এসএসসি । 808 জনের ক্ষেত্রে ওএমআর সিটের নম্বরটি ম্যানিপুলেট করা হয়েছে । রুল 17 আইনে 775 জনকে চাকরি থেকে বরখাস্ত করেছেন এসএসসি । 33 জন এখনও পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন । আদালতের নির্দেশে এক নম্বর বৃদ্ধি পেয়ে 15 জন চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র দিয়েছে এসএসসি ।
একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে 907 জনের ওএমআর সিট ম্যানিপুলেট করা হয়েছে । এদের মধ্যে 771 জনকে চাকরিতে নিয়োগপত্র দিয়েছেন এসএসসি । এরা প্রত্যেকেই এখনও পর্যন্ত চাকরিতে বহাল রয়েছেন । গ্রুপ সি-র নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে 3480 জনের ওএমআর সিট ম্যানিপুলেট করা হয়েছে । এদের মধ্যে 785 জনকে নিয়োগপত্র দিয়েছে এসএসসি। এই 785 জনের মধ্যে 783 জনের ওএমআর সিট ম্যানিপুলেট করা হয়েছে । গ্রুপ ডি-র পরীক্ষার ক্ষেত্রে 2823 জনের ওএমআর সিট ম্যানিপুলেট করা হয়েছে । 1741 জনকে নিয়োগপত্র দিয়েছে কমিশন । 170 জনকে নিয়োগপত্র দেওয়া হয়নি। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে এমনটাই জানিয়েছে কমিশন ।
আরও পড়ুন: