কলকাতা, 1 জানুয়ারি: বছরের শুরুতেই করোনার থাবা। ফের করোনা আক্রান্তের হদিশ কলকাতার এক হাসপাতালে। মিন্টু পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে ভর্তি পাঁচ। হাসপাতাল সূত্রের খবর, এদের কেউই করোনার জেরে হাসপাতালে ভর্তি হননি। অস্ত্রোপচারের জন্য ভর্তি করা হয় হাসপাতালে। তার আগে করোনা টেস্ট করায় রিপোর্ট পজেটিভ আসে। তবে সকলের অবস্থাই স্থিতিশীল। রাখা হয়েছে বিশেষ পর্যবেক্ষণে । বছরের প্রথম দিনেই মোট করোনা আক্রান্তের সংখ্যা 13 জন।
গত শুক্রবার রাজ্যের কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম বলেন, "আমরা পর্যবেক্ষণে রাখছি ৷ জিনোম সিকুয়েন্স করা হচ্ছে। এছাড়া করোনা প্রতিরোধে যে সমস্ত হাইজেন মেনে চলা হত, সেগুলোই মেনে চলতে হবে।" এখনও কোনও গাইড লাইন জারি করা হয়নি।
প্রসঙ্গত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। তবে সেরেও উঠছেন বহু মানুষ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 70। তবে এই পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলেই আশ্বস্ত করছে স্বাস্থ্য দফতর। স্বাস্থ্যভবনের এক আধিকারিক বলেন, "আমরা পুরো পরিস্থিতি নজরে রাখছি। বৈঠকও হচ্ছে নিয়মিত ভাবে। এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে।"
এইবার করোনায় মৃত্যুর হার আপাতদৃষ্টিতে নেই বললেই চলে। কিছুদিন আগে এক ব্যক্তির মৃত্যু হয় হৃদরোগজনিত সমস্যাতে। মৃত্যুর পর তাঁর কোভিড রিপোর্ট হাতে আসে। তাতে কোভিড পজেটিভ দেখা যায়। ফলে ওই ব্যক্তির মৃত্যুর করোনায় নয়, বলেই মত স্বাস্থ্যভবনের।
উল্লেখ্য, সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী কোভিড-19-এর সাব-ভ্যারিয়েন্ট জেএন.1-এ আক্রান্তে সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ নভেম্বরে সেখানে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্তে র সংখ্যা ছিল 17, তা একমাসের মধ্যে বেড়ে দাঁড়িয়েছে 180 জনে ৷ এর মধ্যে কেরালায় আক্রান্তের সংখ্যা 83, গোয়াতে 51, গুজরাতে 34, কর্ণাটকে 8, মহারাষ্ট্রে 8, রাজস্থানে 5, তামিলনাড়ুতে 4, তেলেঙ্গানায় 2 ওড়িশা ও দিল্লিতে একজন করে নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা 4394, তারমধ্যে নতুন বছরের প্রথম দিনে করোনা আক্রান্তের সংখ্যা 636 জন ৷
আরও পড়ুন
1. আড়াই মাস পর বেলেঘাটা আইডি'তে করোনা রোগী, ভাইরাস আক্রান্ত 3 জন ভর্তি হাসপাতালে
2. করোনার নতুন ভ্যারিয়েন্ট জেএন.1, সংক্রমণের হার বেশি হলেও ঝুঁকি কম; মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
3. ভূমিকম্পের অভিঘাতে জাপানে সুনামি সতর্কতা, ভারতীয়দের জন্য চালু হেল্পলাইন নম্বর