ETV Bharat / state

বড়বাজারের লরি পার্কিং-র স্থান পরিবর্তনের পরিকল্পনা প্রশাসনের, ধোঁয়াশায় লরি সংগঠনগুলি - কোরোনা আপডেট

পোস্তা ট্রাক কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ সিং বলেন, “52টি পট্টি নিয়ে তৈরি হয়েছে এত বড় একটা বাজার । ডালহৌসি থেকে শুরু করে চাঁদনি থেকে ক্যানিং স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে পোস্তা পর্যন্ত এলাকা জুড়ে রয়েছে বড়বাজার । বড়বাজার তো একটা ছোটো জায়গা নয় । তাই বাজারের ঠিক কোন অংশে বিকল্প পার্কিং ব্যবস্থা করা হচ্ছে সেই বিষয়টি স্পষ্ট নয় । যদিও প্রশাসনের তরফে আমাদের এখনও কিছু জানানো হয়নি ।”

truck parking area near Burrabazar
বড়বাজারে লরি পার্কিং
author img

By

Published : May 9, 2020, 2:56 PM IST

কলকাতা, 9 মে : রাজ্যে কনটেনমেন্ট জ়োন বাড়ার সঙ্গে সঙ্গে আরও তৎপর হয়েছে প্রশাসন । একাধিক পরিকল্পনা রয়েছে । বড়বাজারের লরি পার্কিং ব্যবস্থা শহরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে প্রশাসন । তবে শহরের বাইরে হাজারের বেশি লরি পার্ক করার জন্য প্রয়োজনীয় স্থানের অভাব রয়েছে । রয়েছে সঠিক পরিকাঠামোর অভাবও । উল্লেখ্য, রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার বড়বাজার ।

পোস্তা ট্রাক কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ সিং বলেন, “52টি পট্টি নিয়ে তৈরি হয়েছে এত বড় একটা বাজার । ডালহৌসি থেকে শুরু করে চাঁদনি থেকে ক্যানিং স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে পোস্তা পর্যন্ত এলাকা জুড়ে রয়েছে বড়বাজার । বড়বাজার তো একটা ছোটো জায়গা নয় । তাই বাজারের ঠিক কোন অংশে বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সেই বিষয়টি স্পষ্ট নয় । যদিও প্রশাসনের তরফে আমাদের এখনও কিছু জানানো হয়নি ।”

সাধারণত প্রতিদিন ছোটো বড় লরি মিলিয়ে বড়বাজারে যাতায়াত করে প্রায় ছয় থেকে সাত হাজার লরি । যেহেতু বড়বাজারে কোনও নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নেই তাই পট্টিগুলির বাইরে এই লরি দাঁড়ায় । লরি সংগঠনের মতে, কলকাতার বাইরে এত হাজার লরি একসাথে পার্কিং করার মতো জায়গা পাওয়া মুশকিল । তবে কোনও এক্সপ্রেসওয়ের ধারে যে পার্কিং ব্যবস্থা রয়েছে সেখানে পার্কিংয়ের বন্দোবস্ত করা হতে পারে । এই বিষয়ে কৃষ্ণ প্রসাদ বলেন, "তা যদি হয়ও তবে সেখানে ছয় থেকে সাত হাজার গাড়ির পার্কিং ব্যবস্থা করা কোনওমতেই সম্ভব নয় । এছাড়া পার্কিং অঞ্চলের পাশে গ্যারেজ ও আরও অন্যান্য প্রয়োজনীয় দোকানপাটের প্রয়োজন হয় । সেই পরিকাঠামো নেই । এছাড়া বর্তমানে শহরের বাইরে এমন কোনও জায়গা নেই যেখানে একসঙ্গে এতগুলি ট্রাক পার্ক করার সুবিধা পাওয়া যাবে । পাশাপাশি আনলোডের জন্য ছোটো ছোটো গাড়িগুলির পার্কিংয়ের ব্যবস্থাও করতে হবে । একটি 14 চাকার মালগাড়ি শহরের বাইরে পার্ক করার ব্যবস্থা করলে মাল বড়বাজারে নিয়ে আসার জন্য অনেকগুলি ছোটো গাড়ির প্রয়োজন পড়বে । সেক্ষেত্রে অতগুলি গাড়ির চালক ও সহকারীদের ভিড় হবে বড়বাজারে । সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যাবে ।”

truck parking area near Burrabazar
বড়বাজারে লরি পার্কিং

অন্যদিকে পোস্তা গুডস ট্রান্সপোর্ট অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় উপাধ্যায় বলেন, “যদিও সরকারের তরফে এই বিষয় আমাদের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি । তবে আমার মনে হয় যাঁরা মাল নিয়ে যাতায়াত করবেন তাঁদের জন্য অসুবিধাজনক হবে । তেমনই এতে অনেক বেশি সময় লেগে যাবে ।”

নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে বড়বাজার এলাকায় । সম্প্রতি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বড়বাজার এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী লরি আসে । চলে লোডিং ও আনলোডিং-এর কাজ । ভিন রাজ্য থেকে আসা এই লরি চালকদের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যায় । তাই বড়বাজারে যেসব লরির লোডিং ও আনলোডিং হয় সেগুলি শহরের বাইরে কোনও জায়গায় করা সম্ভব কি না তা নিয়ে প্রশাসনিক স্তরে চিন্তাভাবনা শুরু হয়েছে । পুলিশের তরফে খোঁজা হচ্ছে বিকল্প পার্কিং-এর জায়গা ।

কলকাতা, 9 মে : রাজ্যে কনটেনমেন্ট জ়োন বাড়ার সঙ্গে সঙ্গে আরও তৎপর হয়েছে প্রশাসন । একাধিক পরিকল্পনা রয়েছে । বড়বাজারের লরি পার্কিং ব্যবস্থা শহরের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে প্রশাসন । তবে শহরের বাইরে হাজারের বেশি লরি পার্ক করার জন্য প্রয়োজনীয় স্থানের অভাব রয়েছে । রয়েছে সঠিক পরিকাঠামোর অভাবও । উল্লেখ্য, রাজ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার বড়বাজার ।

পোস্তা ট্রাক কো-অর্ডিনেশন কমিটির চেয়ারম্যান কৃষ্ণ প্রসাদ সিং বলেন, “52টি পট্টি নিয়ে তৈরি হয়েছে এত বড় একটা বাজার । ডালহৌসি থেকে শুরু করে চাঁদনি থেকে ক্যানিং স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট হয়ে পোস্তা পর্যন্ত এলাকা জুড়ে রয়েছে বড়বাজার । বড়বাজার তো একটা ছোটো জায়গা নয় । তাই বাজারের ঠিক কোন অংশে বিকল্প পার্কিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সেই বিষয়টি স্পষ্ট নয় । যদিও প্রশাসনের তরফে আমাদের এখনও কিছু জানানো হয়নি ।”

সাধারণত প্রতিদিন ছোটো বড় লরি মিলিয়ে বড়বাজারে যাতায়াত করে প্রায় ছয় থেকে সাত হাজার লরি । যেহেতু বড়বাজারে কোনও নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা নেই তাই পট্টিগুলির বাইরে এই লরি দাঁড়ায় । লরি সংগঠনের মতে, কলকাতার বাইরে এত হাজার লরি একসাথে পার্কিং করার মতো জায়গা পাওয়া মুশকিল । তবে কোনও এক্সপ্রেসওয়ের ধারে যে পার্কিং ব্যবস্থা রয়েছে সেখানে পার্কিংয়ের বন্দোবস্ত করা হতে পারে । এই বিষয়ে কৃষ্ণ প্রসাদ বলেন, "তা যদি হয়ও তবে সেখানে ছয় থেকে সাত হাজার গাড়ির পার্কিং ব্যবস্থা করা কোনওমতেই সম্ভব নয় । এছাড়া পার্কিং অঞ্চলের পাশে গ্যারেজ ও আরও অন্যান্য প্রয়োজনীয় দোকানপাটের প্রয়োজন হয় । সেই পরিকাঠামো নেই । এছাড়া বর্তমানে শহরের বাইরে এমন কোনও জায়গা নেই যেখানে একসঙ্গে এতগুলি ট্রাক পার্ক করার সুবিধা পাওয়া যাবে । পাশাপাশি আনলোডের জন্য ছোটো ছোটো গাড়িগুলির পার্কিংয়ের ব্যবস্থাও করতে হবে । একটি 14 চাকার মালগাড়ি শহরের বাইরে পার্ক করার ব্যবস্থা করলে মাল বড়বাজারে নিয়ে আসার জন্য অনেকগুলি ছোটো গাড়ির প্রয়োজন পড়বে । সেক্ষেত্রে অতগুলি গাড়ির চালক ও সহকারীদের ভিড় হবে বড়বাজারে । সংক্রমণের সম্ভাবনা আরও বেড়ে যাবে ।”

truck parking area near Burrabazar
বড়বাজারে লরি পার্কিং

অন্যদিকে পোস্তা গুডস ট্রান্সপোর্ট অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি সঞ্জয় উপাধ্যায় বলেন, “যদিও সরকারের তরফে এই বিষয় আমাদের সঙ্গে এখনও কোনও আলোচনা হয়নি । তবে আমার মনে হয় যাঁরা মাল নিয়ে যাতায়াত করবেন তাঁদের জন্য অসুবিধাজনক হবে । তেমনই এতে অনেক বেশি সময় লেগে যাবে ।”

নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে বড়বাজার এলাকায় । সম্প্রতি পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, বড়বাজার এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্যবাহী লরি আসে । চলে লোডিং ও আনলোডিং-এর কাজ । ভিন রাজ্য থেকে আসা এই লরি চালকদের থেকে সংক্রমণ ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থেকেই যায় । তাই বড়বাজারে যেসব লরির লোডিং ও আনলোডিং হয় সেগুলি শহরের বাইরে কোনও জায়গায় করা সম্ভব কি না তা নিয়ে প্রশাসনিক স্তরে চিন্তাভাবনা শুরু হয়েছে । পুলিশের তরফে খোঁজা হচ্ছে বিকল্প পার্কিং-এর জায়গা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.