কলকাতা, 21 এপ্রিল : রাজ্যে বাড়ল কোরোনা আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 29 জন । রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 274 । কোরোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 15 । আজ নবান্নে সংবাদমাধ্যমের সামনে এই তথ্যই জানালেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা ।
রাজ্যে কোরোনা পরীক্ষা যথাযথভাবে হচ্ছে না বলে প্রথম থেকেই বিরোধীরা সরব ৷ এই বিষয়ে কিছুটা হলেও অস্বস্তিতে রাজ্য সরকার ৷ কোরোনা পরীক্ষা নিয়ে আগামীদিনে যাতে কোনও অভিযোগ না থাকে, তা নিয়ে তৎপর রাজ্য সরকার ৷ মুখ্যসচিব রাজীব সিনহা আজ নবান্নে সংবাদমাধ্যমের সামনে দাবি করেন, বর্তমানে রাজ্যে বেশি কোরোনা পরীক্ষা হচ্ছে ৷ তিনি জানান, এখনও পর্যন্ত রাজ্যে 6,182টি কোরোনা পরীক্ষা হয়েছে ৷ রাজ্যের নয় জেলায় নতুন করে কোনও সংক্রমণ হয়নি ৷ এই নয়টি জেলা গ্রিন জ়োনে রয়েছে ৷
তিনি আরও বলেন, কোরোনা আক্রান্তদের বেশিরভাগই কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ৷ এই চারটি জেলাকে বর্তমানে রেড জ়োনে রাখা হয়েছে ৷ এছাড়া পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া-সহ 10টি জেলা অরেঞ্জ জ়োনের তালিকায় রয়েছে ৷ তবে, পূর্ব মেদিনীপুর ফের রেড জ়োনে চলে গিয়েছে ৷ কলকাতা-হাওড়ায় 220টি ব়্যাপিড টেস্ট হয়েছে ৷ পরীক্ষা হয়েছে অন্য জেলাতেও ৷ মালদায় 74জনের নেগেটিভ রিপোর্ট এসেছে ৷
লকডাউন ভাঙায় 28 হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান মুখ্য সচিব ৷ নতুন করে তিন কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে ৷ তিনি বলেন, মৃতের সংখ্যা 12 থেকে বেড়ে দাঁড়াল 15 ৷ রাজ্যে কোরোনা পরীক্ষার জন্য খোলা হয়েছে দুটি ল্যাবরেটরি ৷