ETV Bharat / state

দৈনিক সংক্রমণ পৌঁছাল 12 হাজারের দোরগোড়ায়

author img

By

Published : Apr 22, 2021, 10:49 PM IST

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এরাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 11 হাজার 948 জন । একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 56 জনের । গতকাল আক্রান্ত হয়েছিলেন 10 হাজার 784 জন ৷ মৃত্যু হয় 54 জনের ৷ গত বছর এ রাজ্যে দৈনিক সর্বাধিক সংক্রমণ‌ হয়েছিল 22 অক্টোবরে ।

corona tracker
corona tracker

কলকাতা, 22 এপ্রিল : রাজ্যে একদিনে কোভিড-19-এ আক্রান্তের 12 হাজারের দোরগোড়ায় ৷ রোজই নতুন রেকর্ড গড়ছে দৈনিক সংক্রমণ ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ এ দিকে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের সংকট চলছে । বর্তমান পরিস্থিতির জন্য এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল মিলিয়ে আপাতত প্রায় দেড় হাজার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । বিভিন্ন বেসরকারি হাসপাতালকেও বেড বাড়ানোর কথা বলা হয়েছে । নির্বাচন কমিশনও শেষ দুই দফা ভোটের প্রচারে জারি করেছে নির্দেশিকা ৷ কোনও রোড শো বা মিছিল করতে পারবে না দলগুলি ৷

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এরাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 11 হাজার 948 জন । একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 56 জনের । গতকাল আক্রান্ত হয়েছিলেন 10 হাজার 784 জন ৷ মৃত্যু হয় 54 জনের ৷ গত বছর এ রাজ্যে দৈনিক সর্বাধিক সংক্রমণ‌ হয়েছিল 22 অক্টোবরে । ওই দিন এ রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন 4 হাজার 157 জন । গত বছরের কোভিড-19-এর দৈনিক সংক্রমণের সর্বাধিক এই রেকর্ড চলতি বছর এ রাজ্য অতিক্রম করে গিয়েছে গত 11 এপ্রিল । 22 এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল 7 লাখ 904 জন ৷ 22 এপ্রিল পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 10 হাজার 767 জনের ৷

আরও পড়ুনঃ- বিশ্বে প্রথম ! 3 লাখ পেরোল দৈনিক সংক্রমণ, মৃত দু'হাজারের বেশি

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ রাজ্যেও সংক্রমণ‌ এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । এই অবস্থায় কোভিড-19-এর রোগীদের জন্য রাজ্যের সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।

কলকাতা, 22 এপ্রিল : রাজ্যে একদিনে কোভিড-19-এ আক্রান্তের 12 হাজারের দোরগোড়ায় ৷ রোজই নতুন রেকর্ড গড়ছে দৈনিক সংক্রমণ ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ এ দিকে, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বেডের সংকট চলছে । বর্তমান পরিস্থিতির জন্য এ রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল মিলিয়ে আপাতত প্রায় দেড় হাজার বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর । বিভিন্ন বেসরকারি হাসপাতালকেও বেড বাড়ানোর কথা বলা হয়েছে । নির্বাচন কমিশনও শেষ দুই দফা ভোটের প্রচারে জারি করেছে নির্দেশিকা ৷ কোনও রোড শো বা মিছিল করতে পারবে না দলগুলি ৷

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত 24 ঘণ্টায় এরাজ্যে কোভিড-19-এ আক্রান্ত হয়েছেন 11 হাজার 948 জন । একদিনে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও 56 জনের । গতকাল আক্রান্ত হয়েছিলেন 10 হাজার 784 জন ৷ মৃত্যু হয় 54 জনের ৷ গত বছর এ রাজ্যে দৈনিক সর্বাধিক সংক্রমণ‌ হয়েছিল 22 অক্টোবরে । ওই দিন এ রাজ্যে কোভিডে আক্রান্ত হয়েছিলেন 4 হাজার 157 জন । গত বছরের কোভিড-19-এর দৈনিক সংক্রমণের সর্বাধিক এই রেকর্ড চলতি বছর এ রাজ্য অতিক্রম করে গিয়েছে গত 11 এপ্রিল । 22 এপ্রিল পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল 7 লাখ 904 জন ৷ 22 এপ্রিল পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 10 হাজার 767 জনের ৷

আরও পড়ুনঃ- বিশ্বে প্রথম ! 3 লাখ পেরোল দৈনিক সংক্রমণ, মৃত দু'হাজারের বেশি

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ রাজ্যেও সংক্রমণ‌ এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । এই অবস্থায় কোভিড-19-এর রোগীদের জন্য রাজ্যের সরকারি এবং বেসরকারি বিভিন্ন হাসপাতালে বেড বাড়ানোর কথা বলেছে স্বাস্থ্য দফতর । গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.