ETV Bharat / state

হাসপাতাল থেকে ছুটি, বাড়ি ফিরতে পারলেন না কোরোনা আক্রান্ত প্রৌঢ়া - COVID-১৯

সাধারণত, পরপর তিনদিন যদি কোরোনার কোনও উপসর্গ না থাকে এবং সংক্রমিত হওয়ার পর থেকে যদি 10 দিন পেরিয়ে যায় , তাহলে সেক্ষেত্রে কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ না এলেও অথবা , টেস্ট না করেও হাসপাতাল থেকে রোগীকে ছুটি দেওয়া হয় । সেক্ষেত্রে , কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না এলেও ওই প্রৌঢ়াকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় ৷ তবে, হাসপাতাল থেকে ছুটির পরেও রোগীর চিকিৎসা চলে ।কিন্তু , বাড়িতে যথাযথ ব্যবস্থা না থাকায় ওই প্রৌঢ়াকে ফের আবার হাসপাতালেই থেকে যেতে হয় ৷

Corona patient could not return home from nrs
NRS থেকে বাড়ি ফিরতে পারলেন না কোরোনা আক্রান্ত রোগী
author img

By

Published : Sep 12, 2020, 7:12 AM IST

Updated : Sep 12, 2020, 7:29 AM IST

কলকাতা , 12 সেপ্টেম্বর : ছুটি পাওয়ার পরেও হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারলেন না কোরোনা আক্রান্ত এক প্রৌঢ়া । যার জেরে , তাঁর ঠাঁই হল হাসপাতালের কোরোনা রোগীদের ওয়ার্ডে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ।

NRS সূত্রে খবর , বেলেঘাটা অঞ্চলের বাসিন্দা ষাটোর্ধ্ব এক প্রৌঢ়াকে 28 অগাস্ট হাসপাতালে ভরতি করা হয় । পিত্তথলিতে অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভরতি হন ৷ অস্ত্রোপচারের আগে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । 30 অগাস্ট রিপোর্টে জানা যায় যে , তিনি কোরোনা আক্রান্ত । এরপরে ওই প্রৌঢ়াকে NRS-এর কোরোনা ওয়ার্ডে রাখা হয় । এরপর তিনি সুস্থ হলে শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । তবে, তিনি বাড়ি ফিরতে পারেননি । সরকারি গাইডলাইন অনুযায়ী , পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হলে কোরোনায় আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । এক্ষেত্রে হাসপাতাল থেকে ছুটির পরেও রোগীর চিকিৎসা চলে । যদি কারওর বাড়িতে যথাযথ ব্যবস্থা না থাকে, তাহলে সংশ্লিষ্ট রোগীকে কোনও সেফ হোমে রাখা হয় । আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক বলেন , "পরপর তিনদিন যদি কোরোনার কোনও উপসর্গ না থাকে এবং সংক্রমিত হওয়ার পর থেকে যদি 10 দিন পেরিয়ে যায় , তাহলে সেক্ষেত্রে কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ না এলেও অথবা , টেস্ট না করেও হাসপাতাল থেকে রোগীকে ছুটি দেওয়া হয় ।" তিনি আরও জানান, "মূলত হাসপাতালে কোরোনা রোগীদের জন্য বেড ফাঁকা রাখার উদ্দেশে এই ধরনের গাইডলাইন আনা হয়েছে । কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলেছে । তাই আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের বেড ফাঁকা রাখতে এই ধরনের গাইডলাইন আনা হয়েছে ।"

শুক্রবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে যে প্রৌঢ়াকে ছুটি দেওয়া হয়েছিল, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসেনি । গতকাল তাঁকে ছুটি দেওয়ার পরে তাঁর স্বামী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান , বাড়িতে তাঁর স্ত্রীকে রাখার মতো যথাযথ ব্যবস্থা নেই । তার উপর ছোটো বাচ্চা বাড়িতে রয়েছে । এক্ষেত্রে তিনি তাঁর স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যেতে পারবেন না । অবশেষে, ওই রোগীকে ফের হাসপাতালের কোরোনা ওয়ার্ডে রাখা হয় । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে , রোগীর আবার কোরোনা পরীক্ষা করে দেখা হবে রিপোর্ট নেগেটিভ আসে কি না । রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়া হবে । তবে , তাঁকে যাতে কোনও সেফ হোমে রাখা যায় , তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করবে বলে জানা গেছে ।

কলকাতা , 12 সেপ্টেম্বর : ছুটি পাওয়ার পরেও হাসপাতাল থেকে বাড়িতে ফিরতে পারলেন না কোরোনা আক্রান্ত এক প্রৌঢ়া । যার জেরে , তাঁর ঠাঁই হল হাসপাতালের কোরোনা রোগীদের ওয়ার্ডে । NRS মেডিকেল কলেজ ও হাসপাতালের ঘটনা ।

NRS সূত্রে খবর , বেলেঘাটা অঞ্চলের বাসিন্দা ষাটোর্ধ্ব এক প্রৌঢ়াকে 28 অগাস্ট হাসপাতালে ভরতি করা হয় । পিত্তথলিতে অস্ত্রোপচারের জন্য তিনি হাসপাতালে ভরতি হন ৷ অস্ত্রোপচারের আগে তাঁর কোরোনা পরীক্ষা করা হয় । 30 অগাস্ট রিপোর্টে জানা যায় যে , তিনি কোরোনা আক্রান্ত । এরপরে ওই প্রৌঢ়াকে NRS-এর কোরোনা ওয়ার্ডে রাখা হয় । এরপর তিনি সুস্থ হলে শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । তবে, তিনি বাড়ি ফিরতে পারেননি । সরকারি গাইডলাইন অনুযায়ী , পরীক্ষার রিপোর্ট নেগেটিভ না হলে কোরোনায় আক্রান্ত রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় । এক্ষেত্রে হাসপাতাল থেকে ছুটির পরেও রোগীর চিকিৎসা চলে । যদি কারওর বাড়িতে যথাযথ ব্যবস্থা না থাকে, তাহলে সংশ্লিষ্ট রোগীকে কোনও সেফ হোমে রাখা হয় । আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক বলেন , "পরপর তিনদিন যদি কোরোনার কোনও উপসর্গ না থাকে এবং সংক্রমিত হওয়ার পর থেকে যদি 10 দিন পেরিয়ে যায় , তাহলে সেক্ষেত্রে কোরোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ না এলেও অথবা , টেস্ট না করেও হাসপাতাল থেকে রোগীকে ছুটি দেওয়া হয় ।" তিনি আরও জানান, "মূলত হাসপাতালে কোরোনা রোগীদের জন্য বেড ফাঁকা রাখার উদ্দেশে এই ধরনের গাইডলাইন আনা হয়েছে । কোরোনা আক্রান্তের সংখ্যা এখনও বেড়ে চলেছে । তাই আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালের বেড ফাঁকা রাখতে এই ধরনের গাইডলাইন আনা হয়েছে ।"

শুক্রবার NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে যে প্রৌঢ়াকে ছুটি দেওয়া হয়েছিল, তাঁর কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসেনি । গতকাল তাঁকে ছুটি দেওয়ার পরে তাঁর স্বামী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান , বাড়িতে তাঁর স্ত্রীকে রাখার মতো যথাযথ ব্যবস্থা নেই । তার উপর ছোটো বাচ্চা বাড়িতে রয়েছে । এক্ষেত্রে তিনি তাঁর স্ত্রীকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যেতে পারবেন না । অবশেষে, ওই রোগীকে ফের হাসপাতালের কোরোনা ওয়ার্ডে রাখা হয় । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানা গেছে , রোগীর আবার কোরোনা পরীক্ষা করে দেখা হবে রিপোর্ট নেগেটিভ আসে কি না । রিপোর্ট নেগেটিভ এলে তাঁকে ছুটি দেওয়া হবে । তবে , তাঁকে যাতে কোনও সেফ হোমে রাখা যায় , তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ চেষ্টা করবে বলে জানা গেছে ।

Last Updated : Sep 12, 2020, 7:29 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.