ETV Bharat / state

লাইভ : পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত 49 জন - Coronavirus news

Unlock
আনলক
author img

By

Published : Aug 22, 2020, 8:17 AM IST

07:27 August 22

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে একদিনে সংক্রমিত হয়েছে 3 হাজার 245 জন । মৃত্যু হয়েছে 55 জনের ।
  • রাজ্যে সুস্থতার হার 76.96 শতাংশ ।
  • রাজ্যে সুস্থতার সংখ্যা 1 লাখের গণ্ডি ছাড়াল ৷ মোট সুস্থ হয়েছে  1 লাখ 1 হাজার 871 জন ।

06:13 August 22

  • হাসপাতালে সঠিক চিকিৎসা না মেলায় বাড়ি চলে যেতে চান এক কোরোনা রোগী । তাই ওয়ার্ড থেকে গতকাল তিনি বেরিয়ে পড়েন । শুক্রবারের এই ঘটনা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ।
  • বেসরকারি হাসপাতালে কোরোনার চিকিৎসার জন্য লাগামছাড়া খরচে রাশ টানতে শনিবার বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) । কমিশন সূত্রে শুক্রবার এমনই জানা গিয়েছে ।
  • পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত 49 জন ।

07:27 August 22

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে একদিনে সংক্রমিত হয়েছে 3 হাজার 245 জন । মৃত্যু হয়েছে 55 জনের ।
  • রাজ্যে সুস্থতার হার 76.96 শতাংশ ।
  • রাজ্যে সুস্থতার সংখ্যা 1 লাখের গণ্ডি ছাড়াল ৷ মোট সুস্থ হয়েছে  1 লাখ 1 হাজার 871 জন ।

06:13 August 22

  • হাসপাতালে সঠিক চিকিৎসা না মেলায় বাড়ি চলে যেতে চান এক কোরোনা রোগী । তাই ওয়ার্ড থেকে গতকাল তিনি বেরিয়ে পড়েন । শুক্রবারের এই ঘটনা কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ।
  • বেসরকারি হাসপাতালে কোরোনার চিকিৎসার জন্য লাগামছাড়া খরচে রাশ টানতে শনিবার বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) । কমিশন সূত্রে শুক্রবার এমনই জানা গিয়েছে ।
  • পূর্ব বর্ধমানে নতুন করে কোরোনা আক্রান্ত 49 জন ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.