- পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত 53 জন । গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে ।
- গত 24 ঘণ্টায় মালদায় নতুন করে সংক্রমিত হয়েছেন 138 জন । এই নিয়ে জেলায় মোট কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3476 ।
লাইভ : 24 ঘণ্টায় মালদায় নতুন করে সংক্রমিত 138 জন - রাজ্য কোরোনা লাইভ আপডেট
আনলক
06:56 August 16
রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
06:17 August 16
- 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 74 জন ৷ মৃত্যু হয়েছে 58 জনের ৷ এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 13 হাজার 432 ।
- কোরোনা আক্রান্ত কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায় ।
06:56 August 16
রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
- পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত 53 জন । গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে ।
- গত 24 ঘণ্টায় মালদায় নতুন করে সংক্রমিত হয়েছেন 138 জন । এই নিয়ে জেলায় মোট কোরোনায় সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়াল 3476 ।
06:17 August 16
- 24 ঘণ্টায় রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 74 জন ৷ মৃত্যু হয়েছে 58 জনের ৷ এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 13 হাজার 432 ।
- কোরোনা আক্রান্ত কামারহাটির বিধায়ক মানস মুখোপাধ্যায় ।