কলকাতা, 15 এপ্রিল : কোরোনা সংক্রমণের ভিত্তিতে রাজ্যের 12টি জেলাকে হটস্পট (রেড জ়োন) হিসেবে চিহ্নিত করল স্বাস্থ্যমন্ত্রক। কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা । রাজ্যের এই চার জেলায় কোরোনার ব্যাপক সংক্রমণের আশঙ্কা রয়েছে। রাজ্যের আরও 8টি জেলাতেও কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে । সব মিলিয়ে মোট 12টি জেলাকে বুধবার হটস্পট (রেড জ়োন) হিসেবে চিহ্নিত করা হয়েছে ।
স্বাস্থ্য মন্ত্রকের তরফে আজ দেশের 170টি জেলাকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়। এই জেলাগুলির মধ্যে 123টি জেলায় কোরোনার ব্যাপক সংক্রমণের কথা বলা হয়েছে । বাকি 47টি জেলাতেও কোরোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে । এই 47টি জেলাকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কোরোনার ব্যাপক সংক্রমণের ভিত্তিতে দেশের 123টি জেলার মধ্যে রয়েছে এরাজ্যের 4টি জেলা । এগুলি কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং উত্তর 24 পরগনা। ক্লাস্টার হিসেবে চিহ্নিত হওয়া দেশের 47টি জেলার মধ্যে রয়েছে এরাজ্যের 8টি জেলা। এই জেলাগুলি হল- কালিম্পং, জলপাইগুড়ি, হুগলি, নদিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও দার্জিলিং।
আজ স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়, এই হটস্পট এলাকা ও সংলগ্ন এলাকার নজরদারিতে বেশ কয়েকটি স্পেশাল টিম থাকবে । এই টিমগুলি এলাকায় গিয়ে ঘরে-ঘরে সমীক্ষা করবে । এবিষয়ে রাজ্য ও জেলা প্রশাসনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে হবে । কোথায় বেশি সংক্রমণ দেখা যাচ্ছে, সেই জায়গাগুলিকে চিহ্নিত করতে হবে। পাশাপাশি ভাইরাস সংক্রমণের গতিবিধি নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের কাছে একটি রিপোর্টও দিতে হবে রাজ্য সরকারগুলিকে।