ETV Bharat / state

Babul Supriyo: ফের বিতর্কের বাবুলের জগদ্ধাত্রী পুজো, প্রতিমার সামনে মশারি খাটিয়ে রাত কাটালেন নিরাপত্তা রক্ষী! - তৃণমূল কংগ্রেস

কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 68 নম্বর ওয়ার্ডে জগদ্ধাত্রী পুজো ঘিরে তৃণমূলের (Trinamool Congress) কাজিয়া তুঙ্গে ৷ কাউন্সিলর ও বিধায়ক আলাদা পুজোর আয়োজন করেছেন ৷ আর সেই নিয়েই একের পর এক বিতর্ক চলছে ৷

Controversy surrounds Babul Supriyo's Jagaddhatri puja as security guard slept inside mosquito net in front of the goddess
Babul Supriyo: ফের বিতর্কের বাবুলের জগদ্ধাত্রী পুজো, প্রতিমার সামনে মশারি খাটিয়ে রাত কাটালেন নিরাপত্তা রক্ষী!
author img

By

Published : Nov 3, 2022, 7:01 PM IST

কলকাতা, 3 নভেম্বর: পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) জগদ্ধাত্রী পুজোতে ফের বিতর্ক । এই পুজো নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল ৷ কারণ, বিধায়ক বাবুল সুপ্রিয় বনাম কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের মধ্যে পুজো নিয়ে কাজিয়া প্রকাশ্যে চলে আসে ৷ দু’জনেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা, তাই এই নিয়ে রাজনৈতিক আলোচনাও শুরু হয় ৷

তার মধ্যেই গাড়িতেই প্রতিমা রেখে পুজো শুরু করেন বাবুল । এবার সেই প্রতিমার সামনে গাড়িতে মশারি খাটিয়ে রাত কাটালেন নিরাপত্তারক্ষী । যে ঘটনার ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে । আর তাই নিয়েই আবার শুরু হয়েছে বিতর্ক ।

পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম তথা কমিটির সেক্রেটারি অরুণ মণ্ডলের বক্তব্য, "জায়গা না পেয়ে হয়তো নিরাপত্তারক্ষী গাড়িতে প্রতিমার সামনেই মশারি খাটিয়ে রাত কাটিয়েছেন । বিকল্প উপায় না থাকায় তিনি এমনটা করতে বাধ্য হয়েছেন । কারণ, বিরোধী পক্ষ যাতে কোনোরকম অঘটন না ঘটাতে পারে, তার জন্য নিরাপত্তারক্ষীকে ওখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ।"

Controversy surrounds Babul Supriyo's Jagaddhatri puja as security guard slept inside mosquito net in front of the goddess
বাবুল সুপ্রিয়র জগদ্ধাত্রী পুজো

পাশাপাশি বিরোধী পক্ষের বিরুদ্ধে তথা স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের (Sudarshana Mukherjee) বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলেছেন অরুণবাবু । ডেঙ্গি রোধে স্থানীয় কাউন্সিলর কোনোরকম পদক্ষেপ বা কাজ করছে না বলেই তাঁর দাবি । অরুণ মণ্ডলের কথায়, "কাউন্সিলর কোনোরকম কোনও কাজ করেন না । যে কারণে এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত । মশার হাত থেকে বাঁচতে মশারি কাটিয়ে রাত কাটাতে বাধ্য হয়েছেন নিরাপত্তারক্ষী ।"

এদিকে সুদর্শন মুখোপাধ্যায় যে কমিটির সভাপতি, সেই কমিটির অন্যতম সদস্য বিজয় রায় ঘটনার বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি । বিজয় রায়ের কথায়, "এই নোংরামোর বিরুদ্ধে কী বলবো বলুন । এই নোংরামির বিরুদ্ধে যতই না বলা যায় ততই ভালো ।"

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের 68 নম্বর ওয়ার্ডের ফার্ন রোডে যে জগদ্ধাত্রী পুজো হয়, তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয়েছিল । সুব্রতবাবুর মৃত্যুর পর জগদ্ধাত্রী পুজো কমিটির মধ্যে রদবদল ঘটে । এবার স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় এক গোষ্ঠী সভাপতি করে ।

কিন্তু বিরোধী গোষ্ঠী তাঁকে সভাপতি মানতে নারাজ । ফলে তাঁদের তরফেও আলাদা পুজো কমিটি গঠন করা হয় ৷ যার সভাপতি করা হয় বর্তমানে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে । দুই কমিটির তরফে পুজোর আয়োজন করা হয় । কিন্তু যে জায়গায় পুজোটি সূচনা হয়েছিল, সেই জায়গার নিয়ে টানাটানি চলায় বাধ্য হয়ে বাবুল সুপ্রিয় গোষ্ঠী পাশের গলিতে গাড়ি রেখে গাড়িতেই প্রতিমা রেখে পুজো করে ।

আরও পড়ুন: বাবুল বনাম কাউন্সিলর সুদর্শনার 'কাজিয়া', জগদ্ধাত্রী পুজো হল গাড়িতেই !

কলকাতা, 3 নভেম্বর: পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) জগদ্ধাত্রী পুজোতে ফের বিতর্ক । এই পুজো নিয়ে আগেই বিতর্ক তৈরি হয়েছিল ৷ কারণ, বিধায়ক বাবুল সুপ্রিয় বনাম কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) 68 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের মধ্যে পুজো নিয়ে কাজিয়া প্রকাশ্যে চলে আসে ৷ দু’জনেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নেতা, তাই এই নিয়ে রাজনৈতিক আলোচনাও শুরু হয় ৷

তার মধ্যেই গাড়িতেই প্রতিমা রেখে পুজো শুরু করেন বাবুল । এবার সেই প্রতিমার সামনে গাড়িতে মশারি খাটিয়ে রাত কাটালেন নিরাপত্তারক্ষী । যে ঘটনার ছবি এবং ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে । আর তাই নিয়েই আবার শুরু হয়েছে বিতর্ক ।

পুজো উদ্যোক্তাদের মধ্যে অন্যতম তথা কমিটির সেক্রেটারি অরুণ মণ্ডলের বক্তব্য, "জায়গা না পেয়ে হয়তো নিরাপত্তারক্ষী গাড়িতে প্রতিমার সামনেই মশারি খাটিয়ে রাত কাটিয়েছেন । বিকল্প উপায় না থাকায় তিনি এমনটা করতে বাধ্য হয়েছেন । কারণ, বিরোধী পক্ষ যাতে কোনোরকম অঘটন না ঘটাতে পারে, তার জন্য নিরাপত্তারক্ষীকে ওখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল ।"

Controversy surrounds Babul Supriyo's Jagaddhatri puja as security guard slept inside mosquito net in front of the goddess
বাবুল সুপ্রিয়র জগদ্ধাত্রী পুজো

পাশাপাশি বিরোধী পক্ষের বিরুদ্ধে তথা স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়ের (Sudarshana Mukherjee) বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তুলেছেন অরুণবাবু । ডেঙ্গি রোধে স্থানীয় কাউন্সিলর কোনোরকম পদক্ষেপ বা কাজ করছে না বলেই তাঁর দাবি । অরুণ মণ্ডলের কথায়, "কাউন্সিলর কোনোরকম কোনও কাজ করেন না । যে কারণে এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত । মশার হাত থেকে বাঁচতে মশারি কাটিয়ে রাত কাটাতে বাধ্য হয়েছেন নিরাপত্তারক্ষী ।"

এদিকে সুদর্শন মুখোপাধ্যায় যে কমিটির সভাপতি, সেই কমিটির অন্যতম সদস্য বিজয় রায় ঘটনার বিষয়ে বিশেষ কিছু বলতে চাননি । বিজয় রায়ের কথায়, "এই নোংরামোর বিরুদ্ধে কী বলবো বলুন । এই নোংরামির বিরুদ্ধে যতই না বলা যায় ততই ভালো ।"

উল্লেখ্য, কলকাতা পৌরনিগমের 68 নম্বর ওয়ার্ডের ফার্ন রোডে যে জগদ্ধাত্রী পুজো হয়, তা রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের হাত ধরে সূচনা হয়েছিল । সুব্রতবাবুর মৃত্যুর পর জগদ্ধাত্রী পুজো কমিটির মধ্যে রদবদল ঘটে । এবার স্থানীয় কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায় এক গোষ্ঠী সভাপতি করে ।

কিন্তু বিরোধী গোষ্ঠী তাঁকে সভাপতি মানতে নারাজ । ফলে তাঁদের তরফেও আলাদা পুজো কমিটি গঠন করা হয় ৷ যার সভাপতি করা হয় বর্তমানে বালিগঞ্জের তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়কে । দুই কমিটির তরফে পুজোর আয়োজন করা হয় । কিন্তু যে জায়গায় পুজোটি সূচনা হয়েছিল, সেই জায়গার নিয়ে টানাটানি চলায় বাধ্য হয়ে বাবুল সুপ্রিয় গোষ্ঠী পাশের গলিতে গাড়ি রেখে গাড়িতেই প্রতিমা রেখে পুজো করে ।

আরও পড়ুন: বাবুল বনাম কাউন্সিলর সুদর্শনার 'কাজিয়া', জগদ্ধাত্রী পুজো হল গাড়িতেই !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.