কলকাতা, 9 নভেম্বর: আবারও বিতর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে । এবার বিতর্কে যাদবপুরের ঐতিহ্যবাহী সমাবর্তন অনুষ্ঠান । অনুষ্ঠানের প্রধান অতিথিকে কেন্দ্র করেই বিরোধ উপাচার্য এবং শিক্ষক সংগঠনের মধ্যে । আগামী 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান । সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইউজিসির চেয়ারম্যান মামিডালা জগদেশ কুমার । আর এতেই আপত্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠনগুলির ।
ইউজিসির বর্তমান চেয়ারম্যান মামিডালা জগদেশ কুমার দীর্ঘদিন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বায়িত্ব সামলেছেন । উপাচার্য থাকার সময় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে রামায়ণ-মহাভারত পড়ানোর কথাও তিনি বলেছিলেন । যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে । ফলে কেন্দ্রীয় সরকারের ঘনিষ্ঠ এই ব্যক্তিকেই মানতে চাইছেন না বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক সংগঠনগুলি । বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ তথা তৃণমূলপন্থী অধ্যাপক মনোজিৎ মণ্ডল এই বিষয়ে বলেন, "ইসিতে শুধু ইসরোর চেয়ারম্যানের নাম উঠেছিল । কিন্তু কোনও সিদ্ধান্ত হয়নি । এই তথ্য প্রথম শুনলাম ।"
জুটা'র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "সমাবর্তনে স্বচ্ছ ভাবমূর্তির শিক্ষাবিদদের আনা উচিত বলে মনে করি । বিতর্কিত, নির্দিষ্ট রাজনৈতিক মতের হয়ে কাজ করা ব্যক্তিদের না আনাই উচিত ।" যদিও বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "ইসি'র বৈঠকে সমাবর্তনের প্রধান অতিথি হিসাবে ইসরোর চেয়ারম্যান, এআইসিটিই'র চেয়ারম্যান এবং ইউজিসি'র চেয়ারম্যান-এই তিনটি নাম নিয়ে আলোচনা হয়েছে । এর পরে ইউজিসি'র চেয়ারম্যান সমাবর্তনে আসার সম্মতি জানান ।"
আরও পড়ুন: যাদবপুরের কর্মসমিতির বৈঠক ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ ব্রাত্যর
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর পর একাধিকবার রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল ইউজিসি । বিশ্ববিদ্যালয় পাঠানোর রিপোর্টে কখনই সন্তুষ্ট হয়নি তারা । অবশেষে বিশ্ববিদ্যালয় আসে ইউজিসির তিন প্রতিনিধি । র্যাগিং ইস্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকদের সঙ্গে কথা বলেন তাঁরা । যদিও উপাচার্যের সঙ্গে তাঁরা কোনওরকম কথা বলেননি ৷ এমনটা জানিয়েছেন খোদ বুদ্ধদেব সাউ । তবে এর পরেও বিশ্ববিদ্যালয়ের একাধিক বিষয় নিয়ে সন্তুষ্ট ছিলেন না ইউজিসি কর্তৃপক্ষ । তবে কি সেই কারণেই ইউজিসির প্রধানকে আমন্ত্রণ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের অনুষ্ঠানে ! প্রশ্ন উঠছে ৷