কলকাতা, 2 অগাস্ট: কোরোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর । কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি । ঘটনায় শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা।
কয়েকদিন আগে ওই পুলিশকর্মীর কোরোনার উপসর্গ দেখা গিয়েছিল । এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সোয়াবের নমুনা পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা আক্রান্ত । আজ সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে মৃত্যু হয় তাঁর।
31 জুলাই (শুক্রবার) পর্যন্ত কলকাতা পুলিশের মোট 1221 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে 916-র বেশি পুলিশকর্মী সুস্থ হয়েছেন । লালবাজার সূত্রে খবর রোজ গড়ে 40 থেকে 45 জন পুলিশ কর্মী আক্রান্ত হচ্ছেন । তাঁদের অনেকের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে । অনেকেই আবার উপসর্গহীন। মৃদু উপসর্গ থাকা পুলিশকর্মীদের রাখা হচ্ছে সেফ হোমে । তবে অধিক উপসর্গ থাকা পুলিশকর্মীদের ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি না নিয়ে ভরতি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে । এই নিয়ে কলকাতা পুলিশের ইন্সপেক্টর, ASIসহ মৃত্যু হল 8 পুলিশকর্মীর ।
ফের কোরোনায় মৃত্যু কলকাতা পুলিশের কনস্টেবলের - কলকাতার খবর
কোরোনায় মৃত্যু হল কলকাতা পুলিশের আরও এক কনস্টেবলের । আজ সকালে শ্বাসকষ্টজনিত সমস্যায় জেরে মৃত্যু হয় তাঁর । এই নিয়ে কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতা পুলিশের মোট আট কর্মীর মৃত্যু হল ।
কলকাতা, 2 অগাস্ট: কোরোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর । কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি । ঘটনায় শোক প্রকাশ করেছেন নগরপাল অনুজ শর্মা।
কয়েকদিন আগে ওই পুলিশকর্মীর কোরোনার উপসর্গ দেখা গিয়েছিল । এরপর তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় । সোয়াবের নমুনা পরীক্ষার পর জানা যায় তিনি কোরোনা আক্রান্ত । আজ সকালে শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে মৃত্যু হয় তাঁর।
31 জুলাই (শুক্রবার) পর্যন্ত কলকাতা পুলিশের মোট 1221 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাঁদের মধ্যে 916-র বেশি পুলিশকর্মী সুস্থ হয়েছেন । লালবাজার সূত্রে খবর রোজ গড়ে 40 থেকে 45 জন পুলিশ কর্মী আক্রান্ত হচ্ছেন । তাঁদের অনেকের শরীরে উপসর্গ দেখা যাচ্ছে । অনেকেই আবার উপসর্গহীন। মৃদু উপসর্গ থাকা পুলিশকর্মীদের রাখা হচ্ছে সেফ হোমে । তবে অধিক উপসর্গ থাকা পুলিশকর্মীদের ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি না নিয়ে ভরতি করা হচ্ছে সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে । এই নিয়ে কলকাতা পুলিশের ইন্সপেক্টর, ASIসহ মৃত্যু হল 8 পুলিশকর্মীর ।