কলকাতা , 15 সেপ্টেম্বর : শরীরের ডান দিকে রয়েছে হার্নিয়া । আর, এই হার্নিয়ার জন্য অস্ত্রোপচার করা হয়েছে বাঁ দিকে । এই রোগী এখনও অসুস্থ হয়ে ওঠেননি । তাঁর চিকিৎসার প্রয়োজন । অথচ, চিকিৎসার জন্য আর্থিক সামর্থ্য নেই তাঁর । চিকিৎসায় জন্য তাঁকে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের (WBCERC) তরফে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে ৷ ওই রোগীর চিকিৎসা ব্যবস্থা করবে রাজ্য স্বাস্থ্য কমিশন ৷ এদিকে, চিকিৎসায় অবহেলার এই ঘটনার অভিযোগটি বিচারের জন্য ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে চিঠি পাঠিয়েছে কমিশন।
WBCERC অর্থাৎ, রাজ্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শ্যামনগরের বাসিন্দা 52 বছর বয়সি এক ব্যক্তি সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন। ওই অস্ত্রোপচারের পরে কমিশনে ওই রোগী অভিযোগ করেন ,তাঁর শরীরের ডান দিকে হার্নিয়া রয়েছে ৷ কিন্তু সল্টলেকের ওই হাসপাতালে বাঁ দিকে তাঁর অস্ত্রোপচার করেছে ৷ এখনও তিনি সুস্থ হয়ে ওঠেননি । এর জন্য তাঁর চিকিৎসার প্রয়োজন । অথচ,তার জন্য তাঁর আর্থিক সামর্থ্যও নেই । রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন , "চিকিৎসার জন্য এই রোগীকে কমিশনের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে । এই অভিযোগ রাজ্যের মেডিকেল কাউন্সিলে পাঠিয়ে দিয়েছে কমিশন ।" শুধুমাত্র চিকিৎসায় অবহেলা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিচার নয় । কোনও রোগী যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন , সেই বিষয়টিও নজরে রাখে কমিশন। মাসখানেক আগেও অন্য এক রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা করে দেওয়ার কথা জানিয়েছিল রাজ্য স্বাস্থ্য কমিশন।
এই বিষয়ে কমিশন জানিয়েছে, মাস খানেক আগে শ্যামনগর অঞ্চলের বাসিন্দা এক প্রৌঢ়ার পা ভেঙে গিয়েছিল । তার জন্য বেসরকারি একটি নার্সিংহোমে তাঁর অস্ত্রোপচার করানো হয় । এই চিকিৎসার সময় স্যালাইন , ইনজেকশন দেওয়ার জন্য রোগীর হাতে যে চ্যানেল করা হয়েছিল , সেখানে ফুলে গিয়ে ইনফেকশন হয়ে যায়। এই ঘটনায় বেসরকারি ওই নার্সিংহোমের বিরুদ্ধে রাজ্য স্বাস্থ্য কমিশনে চিকিৎসায় অবহেলার অভিযোগ দায়ের করেন ওই রোগীর ছেলে । চিকিৎসায় অবহেলার এমন অভিযোগের ভিত্তিতে মামলাও শুরু হয়েছে কমিশনে ।
তবে শ্যামনগরের ওই ব্যক্তির চিকিৎসাও প্রয়োজন । অথচ, অভিযোগ, কোরোনার সাম্প্রতিক পরিস্থিতির জেরে এই রোগীর চিকিৎসা করাতে পারছেন না পরিজনরা । অবশেষে, রাজ্য স্বাস্থ্য কমিশন এই রোগীকে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য SSKM হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেখানকার দুইজন চিকিৎসককে অনুরোধ করে ।