কলকাতা, 1 অগস্ট: রাজ্য সরকারকে এবার বাসের ভাড়া বৃদ্ধি করার সুপারিশ করল বিধানসভার কমিটি অফ এস্টিমেট । শুধু বেসরকারি নয়, সরকারি বাসের ভাড়া বৃদ্ধি করার সুপারিশও করা হয়েছে ৷ পাশাপাশি, পরিকাঠামো এবং যাত্রী পরিষেবা উন্নত করার কথাও বলা হয়েছে এই রিপোর্টে ৷ । ইতিমধ্যেই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়ের কাছে এই সুপারিশ জমা পড়েছে ।
এই প্রসঙ্গে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, খবরটি আশা জনক হলেও, এই প্রস্তাব কতটা রাজ্য সরকারের দ্বারা গৃহীত হয় সেটাই দেখার । তিনি আরও বলেন, "সম্প্রতি জানতে পেরেছি, পরিবহণমন্ত্রী স্নেহাশীস চক্রবর্তী জানিয়ে দিয়েছেন বাসের ভাড়া বাড়ানো হবে না । কিন্তু রাজ্য সরকারকে মাথায় রাখতে হবে, ভাড়া বৃদ্ধি ছাড়া বিকল্প আর কোনও রাস্তা নেই । শুধু তাই নয় যুক্তি সঙ্গতভাবে ভাড়া বৃদ্ধি করতে হবে । কারণ এখন সমস্ত ক্ষেত্রে মূল্যবৃদ্ধি হয়েছে ৷ তাই একটি বাস চালাবার খরচ অনেক পরিমাণে বেড়ে গিয়েছে । কিন্তু গত পাঁচ বছরে এক টাকাও ভাড়া বাড়ানো হল না । তাই খরচের উপর ভিত্তি করে ভাড়া বাড়াতে হবে ।"
প্রসঙ্গক্রমে, অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় জানান, প্রতিদিন রাস্তা থেকে একটার পর একটা যাত্রী পরিবহণ উধাও হয়ে যাচ্ছে । এই গণপরিবহণ ব্যবসায় আর কেউ আসছেন না । এতে যাত্রীদের সমস্যায় পড়তে হচ্ছে । রাস্তায় বেরিয়ে হাতে গোনা কিছু সরকারি ও বেসরকারি বাস পাওয়া যাচ্ছে । একাধিক বেসরকারি রুট নয় বন্ধ করে দিতে হচ্ছে, নয়তো রুটে বাসের সংখ্যা কমিয়ে দিতে হচ্ছে মালিকদের । হাজার হাজার মানুষ কর্মসংস্থানহীন হয়ে পড়ছেন । মালিকরা বাস বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন । তাই যাত্রী পরিষেবা উন্নত করতে হলে আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রক্ষা করতে হবে হলে জানান তিনি ৷
আরও পড়ুন: রাজ্যে বাস ভাড়া বাড়ানো যাবে না, জানিয়ে দিলেন পরিবহণমন্ত্রী
প্রসঙ্গত, বিধানসভার এই কমিটি অফ এস্টিমেটে তৃণমূল কংগ্রেসের 16 এবং চারজন বিজেপির সদস্য আছেন । তৃণমূল কংগ্রেসের বিধায়ক সুদীপ্ত রায় এই কমিটির চেয়ারম্যান । সুদীপ্ত রায় জানান, সরকারি এবং বেসরকারি বাসের ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয়েছে রাজ্য সরকারের কাছে । শুধু তাই নয় এর পাশাপাশি উন্নত মানের পরিষেবা দিতে হবে বাস মালিকদের । সুপারিশে বাসকে পরিষ্কার রাখা এবং সিট ঠিকঠাক রাখা এই সব বিষয়ের দিকে নজর দেওয়ারও কথাও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ড্রাইভিং লাইসেন্সে এবার 'স্মার্ট' ! রাখতে হবে না কাগজ, জেনে নিন পরিবহণ দফতরের নয়া নীতি
এই সুপারিশে আশার আলো দেখছে বেসরকারি বাসের মালিকরা । তবে এই সুপারিশ কবে বাস্তবায়িত কবে হবে বা আদৌ হবে কি না তা নিয়ে প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে তাঁদের মনে । সরকারি ভাবে 2018 সালের 18 সেপ্টেম্বর শেষবার বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছিল । তারপর থেকে জ্বালানিমূল্য বৃদ্ধির ফলে পরিবহণ ব্যবসাকে সচল রাখতে বাস মালিকরা নিজেদের মতো করে কিছুটা ভাড়া বৃদ্ধি করেছিল ৷