ETV Bharat / state

West Bengal Day: পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য সিদ্ধান্ত কমিটির - Mamata Banerjee

West Bengal Day: বিজেপি 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে ৷ এই বছর রাজভবনেও এই দিনটি পালিত হয়েছে ৷ কিন্তু রাজ্য সরকারের তৈরি করা কমিটি সিদ্ধান্ত নিয়েছে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হবে ৷ এই নিয়ে বিধানসভায় আসতে পারে প্রস্তাব ৷

West Bengal Assembly
পশ্চিমবঙ্গ বিধানসভা
author img

By

Published : Aug 21, 2023, 7:51 PM IST

কলকাতা, 21 অগস্ট: রাজ্যপালের উলটো পথে হেঁটে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করতে চায় রাজ্য সরকার । ইতিমধ্যেই ইতিহাসবিদ সুগত বসুর নেতৃত্বে গড়া কমিটি রাজ্যের ইতিহাস খতিয়ে দেখে এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের পক্ষে সওয়াল করেছে । এবার তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় ৷ বিধানসভা সূত্রে খবর, সেই মতো আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হতে চলা রাজ্য বিধানসভার অধিবেশনে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের জন্য প্রস্তাব আনা হতে পারে ।

প্রসঙ্গত, গত 20 জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেই সময় চিঠি লিখে এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন না করার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেছিলেন, দিনটি মোটেই পশ্চিমবঙ্গের জন্য আনন্দের নয় ৷ বরং দিনটি দুঃখের । কারণ, এই দিনটির সঙ্গে বাংলা ভাগ হওয়ার বেদনা জড়িয়ে রয়েছে ।

এরপরই ইতিহাসবিদ সুগত বসুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়ে রাজ্য সরকার । যেই কমিটিতে সুগত বসু ছাড়াও ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহা ৷ এছাড়াও ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ৷ আর রাখা হয়েছিল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে । তিনি তৃণমূলে যোগ দিলেও বিধানসভার অন্দরে খাতায়কলমে বিজেপির সদস্য ৷ আর ছিলেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা ৷ তবে এই কমিটির সদস্য করা হলেও এই বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি ।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই কমিটি সোমবার বৈঠকে বসেছিল । সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে । কমিটির শেষ বৈঠকে রাজ্যের শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসু পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য সুপারিশ করেছিলেন । ঐতিহাসিক সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে সোমবার এই কমিটি ব্রাত্য বসুর ওই প্রস্তাব মেনে নিয়েছে ।

সূত্রের খবর, এই বৈঠকে সুগত বসু পরামর্শ দিয়েছেন, বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মাথায় রেখে এই তারিখ নির্ধারণ হোক । এরপর ঠিক হয় কমিটির এই সুপারিশ মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে ৷ মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে । এবং সে ক্ষেত্রে বিধানসভায় এই মর্মে একটি প্রস্তাব নিয়ে আসা হতে পারে । যতদূর জানা যাচ্ছে পয়লা বৈশাখ ছাড়াও 15 আগস্ট এবং 28 মে দিনটিকে নিয়েও আলোচনা হয়েছিল । তবে শেষ পর্যন্ত কমিটি পয়লা বৈশাখে চূড়ান্ত সিলমোহর দেয় ।

আরও পড়ুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, বোসকে কড়া চিঠি মমতার

এর পর মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দেবেন, সেই বিষয়ে হয়তো কোনও সন্দেহ নেই ৷ কিন্তু বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পর তাতে রাজভবনের সিলমোহর পড়বে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ৷

কলকাতা, 21 অগস্ট: রাজ্যপালের উলটো পথে হেঁটে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করতে চায় রাজ্য সরকার । ইতিমধ্যেই ইতিহাসবিদ সুগত বসুর নেতৃত্বে গড়া কমিটি রাজ্যের ইতিহাস খতিয়ে দেখে এই দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের পক্ষে সওয়াল করেছে । এবার তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদনের অপেক্ষায় ৷ বিধানসভা সূত্রে খবর, সেই মতো আগামিকাল মঙ্গলবার থেকে শুরু হতে চলা রাজ্য বিধানসভার অধিবেশনে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালনের জন্য প্রস্তাব আনা হতে পারে ।

প্রসঙ্গত, গত 20 জুন রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । সেই সময় চিঠি লিখে এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন না করার জন্য অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেছিলেন, দিনটি মোটেই পশ্চিমবঙ্গের জন্য আনন্দের নয় ৷ বরং দিনটি দুঃখের । কারণ, এই দিনটির সঙ্গে বাংলা ভাগ হওয়ার বেদনা জড়িয়ে রয়েছে ।

এরপরই ইতিহাসবিদ সুগত বসুর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গড়ে রাজ্য সরকার । যেই কমিটিতে সুগত বসু ছাড়াও ছিলেন রাজ্যের পাঁচ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য ও শিউলি সাহা ৷ এছাড়াও ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ৷ আর রাখা হয়েছিল বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে । তিনি তৃণমূলে যোগ দিলেও বিধানসভার অন্দরে খাতায়কলমে বিজেপির সদস্য ৷ আর ছিলেন বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা ৷ তবে এই কমিটির সদস্য করা হলেও এই বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি ।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে এই কমিটি সোমবার বৈঠকে বসেছিল । সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পয়লা বৈশাখেই পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে । কমিটির শেষ বৈঠকে রাজ্যের শিক্ষা মন্ত্রীর ব্রাত্য বসু পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য সুপারিশ করেছিলেন । ঐতিহাসিক সমস্ত দিক বিচার বিশ্লেষণ করে সোমবার এই কমিটি ব্রাত্য বসুর ওই প্রস্তাব মেনে নিয়েছে ।

সূত্রের খবর, এই বৈঠকে সুগত বসু পরামর্শ দিয়েছেন, বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মাথায় রেখে এই তারিখ নির্ধারণ হোক । এরপর ঠিক হয় কমিটির এই সুপারিশ মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হবে ৷ মুখ্যমন্ত্রী অনুমোদন দিলে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করা হবে । এবং সে ক্ষেত্রে বিধানসভায় এই মর্মে একটি প্রস্তাব নিয়ে আসা হতে পারে । যতদূর জানা যাচ্ছে পয়লা বৈশাখ ছাড়াও 15 আগস্ট এবং 28 মে দিনটিকে নিয়েও আলোচনা হয়েছিল । তবে শেষ পর্যন্ত কমিটি পয়লা বৈশাখে চূড়ান্ত সিলমোহর দেয় ।

আরও পড়ুন: রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালনে স্তম্ভিত মুখ্যমন্ত্রী, বোসকে কড়া চিঠি মমতার

এর পর মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়ে দেবেন, সেই বিষয়ে হয়তো কোনও সন্দেহ নেই ৷ কিন্তু বিধানসভায় এই নিয়ে প্রস্তাব পাশ হওয়ার পর তাতে রাজভবনের সিলমোহর পড়বে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.