ETV Bharat / state

Sujay Krishna Bhadra: সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার প্রয়োজন, জানাল কমান্ড হাসপাতাল - Calcutta High Court

Sujay Krishna Bhadra Case in Calcutta High Court: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর অবিলম্বে অস্ত্রোপচারের প্রয়োজন বলে জানাল কমান্ড হাসপাতাল ৷ তাদের এই রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা দিয়েছে ইডি ৷

Sujay Krishna Bhadra
সুজয়কৃষ্ণ ভদ্র
author img

By

Published : Aug 9, 2023, 12:25 PM IST

Updated : Aug 9, 2023, 7:27 PM IST

সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী

কলকাতা, 9 অগস্ট: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার করা প্রয়োজন ৷ জানাল কমান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড । ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বুধবার কলকাতা হাইকোর্টে জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে ইডির কোনও আপত্তি নেই । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য জেল কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । আলিপুরের বেসরকারি হাসপাতালে হবে অস্ত্রোপচার ।

গত 3 অগস্ট নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি ভিত্তিতে হার্টের অপারেশনের প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখতে ইডি-কে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এই ব্যাপারে তিনি মেডিক্যাল বোর্ডকে আজ আদালতে রিপোর্ট দিয়ে জানাতে বলেছিলেন ।

এ দিন ইডির তরফে সেই রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি অপারেশনের প্রয়োজন আছে । ইডির আধিকারিকদের যদি প্রয়োজন হয়, তাহলে এসএসকেএম হাসপাতালের সুপারের থেকেও সহযোগিতা নিতে আদেশ দেন বিচারপতি । একইসঙ্গে কেন্দ্রীয় হাসপাতালগুলিকেও প্রয়োজনে ইডির আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের

30 মে গ্রেফতার হওয়ার পর সুজয়কৃষ্ণ ভদ্র দু'দফায় প্যারোল পেয়েছেন স্ত্রীর মৃত্যুজনিত কারণে । গত 17 জুলাই প্যারোল শেষ হওয়ার পর ফের ইডির হেফাজতে ফেরত যান তিনি । এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার বিষয়ে শল্যচিকিৎসার পরামর্শ দেন । সুজয়কৃষ্ণ আদালতে আবেদন জানিয়েছিলেন যে, তিনি সেই অপারেশন কোনও বেসরকারি হাসপাতালে করাতে চান ।

তারপরই গত শুনানিতে বিচারপতি ইডি-কে নির্দেশ দেন একটি মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য ৷ সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি ভিত্তিতে কোনও অস্ত্রোপচারের আদৌ প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখতে বলা হয় মেডিক্যাল বোর্ডকে । রিপোর্ট দেখে আদালত সিদ্ধান্ত নেবে তাঁর চিকিৎসার বিষয়ে । এ দিন ইডির তরফে সেই রিপোর্টই দাখিল করা হয় আদালতে ।

সুজয়কৃষ্ণ ভদ্রের আইনজীবী

কলকাতা, 9 অগস্ট: কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের অবিলম্বে অস্ত্রোপচার করা প্রয়োজন ৷ জানাল কমান্ড হাসপাতালের মেডিক্যাল বোর্ড । ইডির আইনজীবী ফিরোজ এডুলজি বুধবার কলকাতা হাইকোর্টে জানান, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে চাইলে ইডির কোনও আপত্তি নেই । বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন, সুজয়কৃষ্ণ ভদ্রের জন্য জেল কর্তৃপক্ষের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও নিরাপত্তার ব্যবস্থা করতে হবে । আলিপুরের বেসরকারি হাসপাতালে হবে অস্ত্রোপচার ।

গত 3 অগস্ট নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার বিষয়টি খতিয়ে দেখার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ । সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি ভিত্তিতে হার্টের অপারেশনের প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখতে ইডি-কে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি । এই ব্যাপারে তিনি মেডিক্যাল বোর্ডকে আজ আদালতে রিপোর্ট দিয়ে জানাতে বলেছিলেন ।

এ দিন ইডির তরফে সেই রিপোর্ট দিয়ে জানানো হয়, সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি অপারেশনের প্রয়োজন আছে । ইডির আধিকারিকদের যদি প্রয়োজন হয়, তাহলে এসএসকেএম হাসপাতালের সুপারের থেকেও সহযোগিতা নিতে আদেশ দেন বিচারপতি । একইসঙ্গে কেন্দ্রীয় হাসপাতালগুলিকেও প্রয়োজনে ইডির আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন তিনি ।

আরও পড়ুন: সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ হাইকোর্টের

30 মে গ্রেফতার হওয়ার পর সুজয়কৃষ্ণ ভদ্র দু'দফায় প্যারোল পেয়েছেন স্ত্রীর মৃত্যুজনিত কারণে । গত 17 জুলাই প্যারোল শেষ হওয়ার পর ফের ইডির হেফাজতে ফেরত যান তিনি । এসএসকেএম হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার বিষয়ে শল্যচিকিৎসার পরামর্শ দেন । সুজয়কৃষ্ণ আদালতে আবেদন জানিয়েছিলেন যে, তিনি সেই অপারেশন কোনও বেসরকারি হাসপাতালে করাতে চান ।

তারপরই গত শুনানিতে বিচারপতি ইডি-কে নির্দেশ দেন একটি মেডিক্যাল বোর্ড গঠন করার জন্য ৷ সুজয়কৃষ্ণ ভদ্রের জরুরি ভিত্তিতে কোনও অস্ত্রোপচারের আদৌ প্রয়োজন আছে কি না তা খতিয়ে দেখতে বলা হয় মেডিক্যাল বোর্ডকে । রিপোর্ট দেখে আদালত সিদ্ধান্ত নেবে তাঁর চিকিৎসার বিষয়ে । এ দিন ইডির তরফে সেই রিপোর্টই দাখিল করা হয় আদালতে ।

Last Updated : Aug 9, 2023, 7:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.