ETV Bharat / state

'সেট' পরীক্ষার দিন ঘোষণা কলেজ সার্ভিস কমিশনের, পরীক্ষার্থী 80 হাজার

CSC announces SET exam date. পরীক্ষার নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখছে কমিশন। ওএমআর শিট-এর সাহায্যে পরীক্ষা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হবে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। সমগ্র প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে ট্রাক করবে কমিশন। জিপিএস প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হবে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 6:27 PM IST

কলকাতা, 20 নভেম্বর: সেট পরীক্ষার দিন ঘোষনা করল কলেজ সার্ভিস কমিশন। আগামী 17 ডিসেম্বর হবে সেট পরীক্ষা। রাজ্যে অধ্যাপক নিয়োগের এই পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন। রাজ্যের 23 জেলার 110টি পরীক্ষাকেন্দ্রে হবে এই স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষা। জানা গিয়েছে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় 80 হাজার পরীক্ষার্থী। দুটি পেপারে নেওয়া হবে এই পরীক্ষা। প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল 10টা থেকে সাড়ে 11টা পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে যা চলবে দুপুর দুটো পর্যন্ত।

পরীক্ষার নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখছে কমিশন। ওএমআর শিট-এর সাহায্যে পরীক্ষা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হবে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। সমগ্র প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে ট্রাক করবে কমিশন। জিপিএস প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হবে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাওয়া থেকে পরীক্ষা শেষে উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া সবটাই ট্র্যাক করা হবে বলে খবর।

একই সঙ্গে, অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এর পাশাপাশি সব জেলায় থাকবেন নোডাল অফিসারও। সেট পরীক্ষা সুষ্ঠভাব পরিচালনার জন্য রাজ্যের 23 জেলায় 25 নোডাল অফিসার নিয়োগ করতে চলেছে কমিশন। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনদের এই দায়িত্ব দেওয়া হবে বলে কমিশন সূ্ত্রে জানা গিয়েছে। অন্য দিকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসাবে দুই জন করে অবজার্ভারও থাকবে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে বলে খবর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই সেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। নিজের জেলাতেই পরীক্ষার সেন্টার পড়বে পরীক্ষার্থীদের।

কলকাতা, 20 নভেম্বর: সেট পরীক্ষার দিন ঘোষনা করল কলেজ সার্ভিস কমিশন। আগামী 17 ডিসেম্বর হবে সেট পরীক্ষা। রাজ্যে অধ্যাপক নিয়োগের এই পরীক্ষা নেবে কলেজ সার্ভিস কমিশন। রাজ্যের 23 জেলার 110টি পরীক্ষাকেন্দ্রে হবে এই স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) পরীক্ষা। জানা গিয়েছে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করবে প্রায় 80 হাজার পরীক্ষার্থী। দুটি পেপারে নেওয়া হবে এই পরীক্ষা। প্রথম পেপারের পরীক্ষা হবে সকাল 10টা থেকে সাড়ে 11টা পর্যন্ত। দ্বিতীয় পেপারের পরীক্ষা শুরু হবে বেলা 12টা থেকে যা চলবে দুপুর দুটো পর্যন্ত।

পরীক্ষার নিরাপত্তার দিকটাও খতিয়ে দেখছে কমিশন। ওএমআর শিট-এর সাহায্যে পরীক্ষা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। কমিশন সূত্রে খবর, মোবাইল অ্যাপের মাধ্যমে ‘ট্র্যাক’ করা হবে পরীক্ষার প্রশ্ন এবং ওএমআর। সমগ্র প্রক্রিয়া অ্যাপের মাধ্যমে ট্রাক করবে কমিশন। জিপিএস প্রযুক্তির মাধ্যমে এই নজরদারি চালানো হবে। পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে যাওয়া থেকে পরীক্ষা শেষে উত্তরপত্র নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া সবটাই ট্র্যাক করা হবে বলে খবর।

একই সঙ্গে, অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এর পাশাপাশি সব জেলায় থাকবেন নোডাল অফিসারও। সেট পরীক্ষা সুষ্ঠভাব পরিচালনার জন্য রাজ্যের 23 জেলায় 25 নোডাল অফিসার নিয়োগ করতে চলেছে কমিশন। রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং ডিনদের এই দায়িত্ব দেওয়া হবে বলে কমিশন সূ্ত্রে জানা গিয়েছে। অন্য দিকে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে কমিশনের প্রতিনিধি হিসাবে দুই জন করে অবজার্ভারও থাকবে। বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকদের অবজার্ভার হিসাবে নিয়োগ করা হবে বলে খবর।

কমিশন সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই সেট পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে। কমিশনের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। নিজের জেলাতেই পরীক্ষার সেন্টার পড়বে পরীক্ষার্থীদের।

আরও পড়ুন

বাঙালি ও দুর্গাপুজো নিয়ে মন্তব্য-সহ 3 মামলায় বিদ্যুৎ চক্রবর্তীকে 3 ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের

ভুয়ো রেশন কার্ডে ছয়লাপ, চলতি বছরে মালদায় বাতিল 13 হাজার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.