কলকাতা, 22 ডিসেম্বর: রাজ্যজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ ৷ প্রবল শীতে কাঁপছে উত্তরবঙ্গও ৷ এরই মধ্যে আশার কথা শোনাল হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে 25 ডিসেম্বরের পর থেকে রাজ্যে তেমন শীত উপলব্ধ হবে না (Weather Update In West Bengal) ৷ পাশাপাশি আকাশও পরিষ্কার থাকবে বলে জানিয়েছে, আবহাওয়া দফতর ৷
আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আজ জানিয়েছেন, আগামী তিন-চারদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 48 ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না ৷ যেরকম এখন ঠান্ডা রয়েছে সেরকমই ঠান্ডা বজায় থাকবে। তবে 48 ঘন্টা পর থেকে দুইবঙ্গেই রাতের তাপমাত্রা বাড়বে।
আরও পড়ুন: শীতের ব্যাটিংয়ে জবুথবু শহর
তিনি আরও বলেন, " 25 ডিসেম্বর থেকে এখন আমরা যে ঠান্ডাটা পাচ্ছি সেই ঠান্ডা থাকবে না। তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে। যে তাপমাত্রা বাড়বে সেটা বেশ কয়েকদিন জারি থাকবে। আবার জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনাও এই মুহূর্তে নেই। কলকাতায় 25 তারিখের পর স্বাভাবিকের উপরে থাকবে তাপমাত্রার পারদ। "