রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী -
- কোরোনার ক্ষেত্রে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন অফিসারদের
- জানলা খুলে রাখুন সবাই । ভাইরাস এলে যাতে ভাইরাস বেরিয়ে যেতে পারে
- কোরোনা মোকাবিলায় যে কোনও ধরনের নির্দেশ হাসপাতালের বাইরে ব্ল্যাক বোর্ডে লিখে দিন রোজ
- প্রতিটি হাসপাতালে স্যানিটাইজ়ড অ্যাম্বুলেন্স থাকবে
- কোরোনা মোকাবিলায় তৈরি বেশ কিছু বেসরকারি হাসপাতালও
- যে হাসপাতালে সুযোগ আছে একটু দরজা- জানলা খুলে দিন
- ডাক্তারদের কাছে আমার অনুরোধ, শনিবার রবিবার অনেকেই হাসপাতালে আসেন না । আসুন । এখন ফাঁকি দেওয়ার সময় নয় । কাজ করার সময় । আমিও ফাঁকি দেব না
- কোনও মাস্ক বা গ্লাভস আটকে রাখবেন না
- যে হাসপাতালে কম বেড থাকবে, রোগীদের বুঝিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে । সেজন্য একটি ইমারজেন্সি স্পেশাল ক্য়াম্প করা হোক
- 300 ভেন্টিলেশন মেশিল ওর্ডার করা হয়েছে
- সেন্ট্রাল থেকে যা যা পাওয়ার কথা আমরা পাচ্ছি না । এখন না পেলে আর কখন পাব
- পরীক্ষাকেন্দ্রের অনুমতি দিচ্ছে না রাজ্য
- কেন্দ্রীয় সরকার কিট দিচ্ছে না
- এই পরিস্থিতিতে বাচ্চাদের যাতে খাওয়ায় ঘাটতি না হয়, তাই সকলের বাড়ি বাড়ি গিয়ে চাল দেওয়া হবে
- একটা ডিজ়াস্টার ফান্ড করা হোক । সেখানে কেউ টাকা দিলে পরে সেই দিয়ে সকলের জন্য কিট কেনা যেতে পারে
- আর কোরোনা নিয়ে অনেকেই গুজব ছড়াচ্ছেন, রাজীবকে বলব সেটা যেন না হয়
- বাজার খোলা থাকবে । বাজার বন্ধ হলে খাব কি
- গুজবে কান দেবেন না
- ICDS ও আশা কর্মীরা সকলকে কোরোনা নিয়ে সচেতন করবে
- যে সকল ট্রাক আটকে আছে বর্ডারে । তাদের ফিরিয়ে দেওয়া হোক । সেগুলো পঁচলে আরেক বিপত্তি হবে
- পুলিশকে বলছি বর্ডারগুলোয় ভালো করে চেক করুন । যার মেটেরিয়াল তার জায়গায় পৌঁছে যাক । মাছ, মাংস এগুলো যদি পঁচে যায় তাহলে আবার ডেঙ্গি হয়ে যাবে
- বর্ডারে থার্মাল গান বেশি করে দেওয়া হোক
- রোগকে ভয় পেলে চলবে না । প্রতিরোধ করতে হবে । আমরা পর পর অনেকগুলো বৈঠক করেছি । আজও করছি । শুধু সরকারি দিক দেখলেই হবে না । বেসরকারি প্রচুর সংস্থা আছে । তাদেরও আমাদের সঙ্গে লড়তে হবে । একসঙ্গে আমাদের কোরোনা মোকাবিলা করতে হবে
- বিবেক কুমার, সাস্থ্য সচিব যা দেবে রোজ তা দেখে নেওয়ার জন্য বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষরা হোয়াটস অ্যাপ গ্রুপ করুন
- বেলেঘাটা ID-র উপর খুব চাপ পড়ছে । আপনারা খুব ভালো কাজ করছেন । সকলকে জানিয়ে দেবেন আমার রিগার্ডস । স্যানিটাইজ় অ্যাম্বুলেন্স থাকবে । রোগী বেশি হলে বেলেঘাটা থেকে অন্যত্র স্থানান্তরিত করা যাবে
- বাঙুরে আরও 150টা বেড করে দিচ্ছি । নতুন বিল্ডিংটায় । যার গেটটা অন্যত্র করে দেওয়া হবে । পুরোনো বাঙুরের গেটের সঙ্গে একসঙ্গে প্রবেশ হবে না । যাতে কোনও গুজব না ছড়ায়
- আর জি করে 50টি বেড । নাইট সেন্টার হচ্ছে আইসোলেশন । বেলেঘাটায় 100টি বেড
- রাজারহাট ক্যানসার হাসপাতালে 500টি বেড
- বেসরকারি হাসপাতালেও আইসোলেশন বেডের ব্যবস্থা করা হবে
- যে সকল ডাক্তাররা বাইরে গেছেন, তাঁরা রাজ্যে ফিরলেই কোয়ারেন্টাইনে রাখুন
- সরকারের তরফে গ্লাভস অর্ডার দেওয়া হয়েছে
- নার্সদের জন্য 2 লাখ PPE-র ব্যবস্থা