ETV Bharat / state

তিনি এলেন, চলেও গেলেন, আমার মাতৃভূমি জ্বলতে থাকল : মমতা - মমতা ব্যানার্জি

দিল্লির হিংসার ঘটনায় ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা । তা নিয়ে আজ ফের উদ্বেগ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এর আগেও দিল্লির পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি । একইসঙ্গে শান্তি কামনাও করেন ।

Mamata Banerjee
ফাইল ফোটো
author img

By

Published : Feb 27, 2020, 5:41 PM IST

কলকাতা, 27 ফেব্রুয়ারি : আগেই দিল্লির হিংসা নিয়ে উদ্বেপ্রকাশ করেছিলেন । শান্তিকামনায় পুরীর মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন । এবার নাম না করে ট্রাম্পের সফর ও দিল্লির হিংসাকে যুক্ত করে ফেসবুকে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । লিখলেন, "তিনি এলেন, বললেন এবং চলে গেলেন, আমার মাতৃভূমি জ্বলতে থাকল ।"

রবিবার উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী ও CAA সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । যার পর চারদিন কেটে গিয়েছে । মৃত্যু হয়েছে 34 জনের ।

দিল্লির এই পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর চার দিনের সফরে পুরী গিয়ে শান্তি কামনায় জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি । বলেন, চারদিকের পরিস্থিতিতে তাঁর মন কাঁদছে । একইসঙ্গে মানুষে মানুষে যেন বিভেদ না থাকে সেই কামনাও করেন তিনি।

Mamata Banerjee
দিল্লি নিয়ে মমতা ব্যানার্জির ফেসবুক পোস্ট

আজ এই নিয়ে উদ্বেগপ্রকাশ করে ফের ফেসবুকে পোস্ট করেন তিনি। পোস্টে নাম না করে অ্যামেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং একইসঙ্গে দিল্লির সামগ্রিক পরিস্থিতি নিয়ে লেখেন । তিনি লেখেন, "তিনি এলেন, বললেন এবং চলে গেলেন । আমার মাতৃভূমি জ্বলতে থাকল । বিচলিত শঙ্কিত উদ্বিগ্ন হৃদয় আমার ক্রন্দনরত । মৃত্যুমিছিল বেড়ে গেল । "

বিরোধীদের অনেকেই দিল্লির সংঘর্ষের জন্য BJP-কে দায়ি করেছেন । কিন্তু, সেই পথে হাঁটতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় । বরং, ওড়িশা যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, "রাজনীতি কোরো না । এটা স্পর্শকাতর বিষয় ।"

কলকাতা, 27 ফেব্রুয়ারি : আগেই দিল্লির হিংসা নিয়ে উদ্বেপ্রকাশ করেছিলেন । শান্তিকামনায় পুরীর মন্দিরে গিয়ে পুজোও দিয়েছেন । এবার নাম না করে ট্রাম্পের সফর ও দিল্লির হিংসাকে যুক্ত করে ফেসবুকে পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । লিখলেন, "তিনি এলেন, বললেন এবং চলে গেলেন, আমার মাতৃভূমি জ্বলতে থাকল ।"

রবিবার উত্তর-পূর্ব দিল্লিতে CAA বিরোধী ও CAA সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয় । যার পর চারদিন কেটে গিয়েছে । মৃত্যু হয়েছে 34 জনের ।

দিল্লির এই পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর চার দিনের সফরে পুরী গিয়ে শান্তি কামনায় জগন্নাথ মন্দিরে পুজোও দেন তিনি । বলেন, চারদিকের পরিস্থিতিতে তাঁর মন কাঁদছে । একইসঙ্গে মানুষে মানুষে যেন বিভেদ না থাকে সেই কামনাও করেন তিনি।

Mamata Banerjee
দিল্লি নিয়ে মমতা ব্যানার্জির ফেসবুক পোস্ট

আজ এই নিয়ে উদ্বেগপ্রকাশ করে ফের ফেসবুকে পোস্ট করেন তিনি। পোস্টে নাম না করে অ্যামেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এবং একইসঙ্গে দিল্লির সামগ্রিক পরিস্থিতি নিয়ে লেখেন । তিনি লেখেন, "তিনি এলেন, বললেন এবং চলে গেলেন । আমার মাতৃভূমি জ্বলতে থাকল । বিচলিত শঙ্কিত উদ্বিগ্ন হৃদয় আমার ক্রন্দনরত । মৃত্যুমিছিল বেড়ে গেল । "

বিরোধীদের অনেকেই দিল্লির সংঘর্ষের জন্য BJP-কে দায়ি করেছেন । কিন্তু, সেই পথে হাঁটতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায় । বরং, ওড়িশা যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেছিলেন, "রাজনীতি কোরো না । এটা স্পর্শকাতর বিষয় ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.