কলকাতা, 20 ফেব্রুয়ারি: প্রায় 3 বছর পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢুকল এসএফআই ৷ তাও আবার পুলিশের সঙ্গে হাতাহাতি করে ৷ শেষ 2019 সালে ছাত্র সংসদ নির্বাচন-সহ একগুচ্ছ দাবিতে পুলিশের ব্যারিকেড ভেঙে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকেছিল সিপিআইএম এর ছাত্র সংগঠন (Clash Between SFI and Police in Calcutta University Campus)৷ সোমবার ছাত্র সংসদ নির্বাচন, স্থায়ী অধ্যক্ষ নিয়োগ, নয়া জাতীয় শিক্ষা নীতি বাতিল, অ্যাডমিশন ফি কমানো-সহ একাধিক দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢোকে এসএফআই-এর কলকাতা জেলা কমিটির সদস্যরা ৷ আর সেই কর্মসূচিকে কেন্দ্র করেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে বাঁধে এসএফআই সদস্যদের ৷
শিক্ষাক্ষেত্র এবং ছাত্র সমাজ বাঁচাতে ছাত্র সংসদ নির্বাচন চাই, এই স্লোগানে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেয় এসএফআই কলকাতা জেলা কমিটি ৷ সোমবার কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল করে রাজাবাজার ভিক্টোরিয়া কলেজ পৌঁছয় এসএফআই এর সদস্যরা ৷ সেখান থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান করে এসএফআই ৷ তাদের অভিযোগ, কর্তৃপক্ষের থেকে অনুমতি নেওয়া থাকলেও পুলিশ এসএফআই সমর্থকদের বাধা দেয় ৷ বাধা পেয়ে এসএফআই সদস্যরা জোর করে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন ৷ তখনই পুলিশের সঙ্গে হাতাহাতি শুরু হয় ৷
কিছুক্ষণ হাতাহাতি চলার পর, পুলিশ আন্দোলনকারীদের ক্যাম্পাসে ঢুকতে দেয় ৷ এরপর দীর্ঘক্ষণ সেন্ট্রাল লাইব্রেরির সামনে স্লোগানিং চলে। বিশ্ববিদ্যালয় এর বাইরে বক্তব্য পেশের পর তিন সদস্যের প্রতিনিধিদল রেজিষ্ট্রার এবং সহ-উপাচার্যের সঙ্গে দেখা করতে যান ৷
এসএফআই কলকাতা জেলা সভাপতি দেবাঞ্জন দে জানান, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের দাবি-দাওয়াকে তুলে ধরবার মঞ্চ ছাত্র সংসদ ৷ কিন্তু, 2017 সালের পর থেকে সেই ছাত্র সংসদের নির্বাচন বন্ধ রেখে তৃণমূল ছাত্র পরিষদ সব কলেজ ও বিশ্ববিদ্যালয়কে নিজেদের দখলে করে রেখেছে ৷ তাঁর অভিযোগ, ছাত্র সংসদগুলিকে কাটমানি জেনারেটর হিসেবে তৈরি করেছে শাসকদল ৷ তাঁর আরও দাবি, নির্বাচন হলে ছাত্রছাত্রীরা টিএমসিপি-কে সবক’টি ক্যাম্পাস থেকে সরিয়ে দেবে ৷ এই ইস্যুতে টিএমসিপি-কে ‘সিলেকশনবাজ’ বলে কটাক্ষ করেছেন দেবাঞ্জন দে ৷
আরও পড়ুন: ব্যস্ত সময়ে এসএফআইয়ের পথ অবরোধে স্তব্ধ কলেজ স্ট্রিট
উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের প্রচারে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কাছে আক্রান্ত হওয়ার অভিযোগ করেছিলেন এসএফআই কলকাতা জেলা কমিটির সম্পাদক মহম্মদ আতিফ নিশার ৷ আজকের অভিযানে তাঁকে মিছিলের প্রথম সারিতে দেখা যায় ৷ আর এদিন এসএফআই-এর সদস্যদের ক্যাম্পাসে ঢুকতে পুলিশের বাধা দেওয়ার প্রসঙ্গে নিশার দাবি করেছেন, টিএমসিপি-র সদস্যরা পুলিশকে ভয় দেখিয়েছে ৷ সেই কারণেই অনুমতি থাকা সত্ত্বেও এসএফআই-কে বাধা দেওয়া হয়েছে ৷