ETV Bharat / state

BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযান ঘিরে তপ্ত গড়িয়ার পঞ্চসায়র - tmc and bjp clash

আজ সকালে BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযান চলছিল । সেইসময় এই নিয়ে ফের তাদের মধ্যে বচসা শুরু হয় । যা শেষ পর্যন্ত সংঘর্ষে পৌঁছায় ।

আহত BJP কর্মী
author img

By

Published : Jul 14, 2019, 9:38 PM IST

Updated : Jul 14, 2019, 9:53 PM IST

পঞ্চসায়র, 14 জুলাই : BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ । এর জেরে আহত হলেন BJP-র বেশ কয়েকজন কর্মী । গড়িয়ার পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনির ঘটনা ।

গত কয়েকদিন ধরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে BJP কর্মীদের বচসা চলছিল । আজ সকালে BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযান চলছিল এলাকায় । সেইসময় এই নিয়ে দু গোষ্ঠীর সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । যা শেষ পর্যন্ত সংঘর্ষে পৌঁছায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পঞ্চসায়র থানার পুলিশ । পরিস্থিতি সামাল দিতে না পারায় ঘটনাস্থানে যায় লালবাজার থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থান খতিয়ে দেখতে যান ইস্ট DC ।

BJP-র অভিযোগ,


আজ সকালে সদস্যপদ অভিযান চলার সময় BJP-র এক মহিলা কর্মীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয় । এরপরেই তারা নাকি মাটিতে ফেলে চুল ধরে ওই BJP কর্মীকে মারধর করতে শুরু করে । বাধা দিতে গেলে বাকি BJP কর্মীদেরও মারধর করে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা । BJP-র দাবি, এর জেরে তাদের 21 জন কর্মী আহত হয়েছেন ।

এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকেই পঞ্চসায়রে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা । এরপর তাঁরা সন্ধ্যায় পঞ্চসায়র থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পঞ্চসায়র থানার IC-এর পদত্যাগের দাবি জানায় কর্মী সমর্থকরা।

পঞ্চসায়র, 14 জুলাই : BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ । এর জেরে আহত হলেন BJP-র বেশ কয়েকজন কর্মী । গড়িয়ার পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনির ঘটনা ।

গত কয়েকদিন ধরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে BJP কর্মীদের বচসা চলছিল । আজ সকালে BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযান চলছিল এলাকায় । সেইসময় এই নিয়ে দু গোষ্ঠীর সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । যা শেষ পর্যন্ত সংঘর্ষে পৌঁছায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পঞ্চসায়র থানার পুলিশ । পরিস্থিতি সামাল দিতে না পারায় ঘটনাস্থানে যায় লালবাজার থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থান খতিয়ে দেখতে যান ইস্ট DC ।

BJP-র অভিযোগ,


আজ সকালে সদস্যপদ অভিযান চলার সময় BJP-র এক মহিলা কর্মীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয় । এরপরেই তারা নাকি মাটিতে ফেলে চুল ধরে ওই BJP কর্মীকে মারধর করতে শুরু করে । বাধা দিতে গেলে বাকি BJP কর্মীদেরও মারধর করে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা । BJP-র দাবি, এর জেরে তাদের 21 জন কর্মী আহত হয়েছেন ।

এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকেই পঞ্চসায়রে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা । এরপর তাঁরা সন্ধ্যায় পঞ্চসায়র থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পঞ্চসায়র থানার IC-এর পদত্যাগের দাবি জানায় কর্মী সমর্থকরা।

Intro:বিজেপির সদস্যপদ সংগ্রহ অভিযানকে ঘিরে ধুন্ধুমার শহীদ স্মৃতি কলোনি। গতকয়েক দিন ধরে শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপি মধ্যে টানাপোড়েন চলছি অঞ্চল দখল করা নিয়ে।

আজ সকালে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান চলছিল। সেইসময়ই তৃণমূল-বিজেপি মধ্যে ঝামেলা শুরু হয় যা সংঘর্ষে পৌচ্ছায়। পরিস্থিতি সামাল দিতে পঞ্চসায়র থানার পুলিশ এলাকায় যায়। তা সামাল দিতে না পারায় খবর যায় লালবাজারে। তার পর আশপাশের থানার পুলিশও ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন ডিসিও।


বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক মারধর করে বিজেপি কর্মীদের।Body:তথাগত দা পাঠাতে বললConclusion:একটু দেখে নিন।
Last Updated : Jul 14, 2019, 9:53 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.