পঞ্চসায়র, 14 জুলাই : BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ । এর জেরে আহত হলেন BJP-র বেশ কয়েকজন কর্মী । গড়িয়ার পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনির ঘটনা ।
গত কয়েকদিন ধরে এলাকা দখলকে কেন্দ্র করে তৃণমূলের সঙ্গে BJP কর্মীদের বচসা চলছিল । আজ সকালে BJP-র সদস্যপদ সংগ্রহ অভিযান চলছিল এলাকায় । সেইসময় এই নিয়ে দু গোষ্ঠীর সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় । যা শেষ পর্যন্ত সংঘর্ষে পৌঁছায় । খবর পেয়ে ঘটনাস্থানে যায় পঞ্চসায়র থানার পুলিশ । পরিস্থিতি সামাল দিতে না পারায় ঘটনাস্থানে যায় লালবাজার থানার পুলিশ । তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনাস্থান খতিয়ে দেখতে যান ইস্ট DC ।
BJP-র অভিযোগ,
আজ সকালে সদস্যপদ অভিযান চলার সময় BJP-র এক মহিলা কর্মীর সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা শুরু হয় । এরপরেই তারা নাকি মাটিতে ফেলে চুল ধরে ওই BJP কর্মীকে মারধর করতে শুরু করে । বাধা দিতে গেলে বাকি BJP কর্মীদেরও মারধর করে তৃণমূলআশ্রিত দুষ্কৃতীরা । BJP-র দাবি, এর জেরে তাদের 21 জন কর্মী আহত হয়েছেন ।
এই ঘটনার প্রতিবাদে আজ বিকেল থেকেই পঞ্চসায়রে রাস্তা অবরোধ করেন BJP কর্মীরা । এরপর তাঁরা সন্ধ্যায় পঞ্চসায়র থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন । পঞ্চসায়র থানার IC-এর পদত্যাগের দাবি জানায় কর্মী সমর্থকরা।