ETV Bharat / state

Md. salim on civic volunteer: আদালতের নিষেধাজ্ঞা না মেনে ভোটের কাজে সিভিক! কমিশনারকে হুঁশিয়ারি সেলিমের

আদালতের নিষেধাজ্ঞা না মেনে ভোটের কাজে সিভিক ! খরচার চিঠি নিয়ে নির্বাচন কমিশনের কমিশনারের বিরুদ্ধে জমা দেওয়ার হুঁশিয়ারি দিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 11, 2023, 4:32 PM IST

কলকাতা, 11 জুলাই: কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোটের কাজে ব্যবহার করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ৷ তাঁদের দায়িত্ব পালন ও ভাতা এবং টিফিন খরচ বাবদ এক জেলাতেই খরচ প্রায় সাড়ে 53 লাখ টাকা। সেই টাকা চেয়ে আইজিপি ভবানী ভবনকে চিঠিও লিখেছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। সেই ঘটনায় প্রতিবাদে সরব সিপিআইএম ৷ আদালত অবমাননার অভিযোগে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের কমিশনারকে ৷

এ বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, "রাজ্য সরকারের বদান্যতায় রাজ্য নির্বাচন কমিশন কোনও আইনকে মানছে না। নির্বাচন কমিশনারের কানে কালীঘাটের ব্লুটুথ লাগানো রয়েছে। কালীঘাট থেকে যা বলে দেওয়া হয়েছে সেটাই করেছেন। করছেনও। যে কারণে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছে। তার প্রমাণ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের ওই চিঠি। এই চিঠি অবশ্যই আদালতে জমা পড়বে।"

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের চিঠিতে ভোট গ্রহণের দিন ও ভোট গণনার দিন নিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের জন্য দু'দিনের 53 লাখ 39 হাজার 600 টাকা চাওয়া হয়েছে। ভোটের দিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বুথ- সহ ভোটের কাজে 3836 জন সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়। যাদের দু'দিনের জন্য ভাতা, মাথা পিছু 700 টাকা ধার্য করা হয়েছে। সব মিলিয়ে 26 লাখ 85 হাজার 200 টাকা ধার্য হয়।

তাঁদের টিফিন খরচ বাবদ, মাথা পিছু 300 টাকা খরচ ধার্য করা হয়েছিল দু'দিনের জন্য। তাতে মোট খরচ হয়েছে 11 লাখ 50 হাজার 800 টাকা। একই ভাবে ভোট গণনার দিনেও 3784 জনকে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবারা তাঁদের মাথা পিছু ভাতা 250 টাকা ৷ মোট খরচ 9 লাখ 46 হাজার টাকা। টিফিন খরচ বাবদ 150 টাকা করে মোট 5 লাখ 67 হাজার 600 টাকা খরচ ধরা হয়েছে।

আরও পড়ুন: নিজের গড়ে জমি রক্ষা কমিটির কাছে হার, রাগে গণনাকেন্দ্র ছাড়লেন আরাবুল

উল্লেখ্য, ভোট ঘোষণার পর কলকাতা হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল যে, নির্বাচনের কাজে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা যাবে না। কিন্তু, ভোট গ্রহণের দিন থেকে মঙ্গলবার গণনাতেও সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের লাইন দেখভাল থেকে শুরু করে বুথের ভিতরেও তাঁদের অবাধ যাতায়াত ছিল ৷ রাজ্যের বিভিন্ন জেলার, বিভিন্ন বুথের সেই ছবি সামনেও এসেছ । যা নিয়ে সরবও হয়েছিল বিরোধীরা। এবার সিভিক ভলান্টিয়ারদের জন্য খরচার চিঠি নিয়ে নির্বাচন কমিশনের কমিশনারের বিরুদ্ধে আদালতে জমা দেওয়ার হুঁশিয়ারি সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের ৷

কলকাতা, 11 জুলাই: কলকাতা হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভোটের কাজে ব্যবহার করা হয়েছে সিভিক ভলান্টিয়ারদের ৷ তাঁদের দায়িত্ব পালন ও ভাতা এবং টিফিন খরচ বাবদ এক জেলাতেই খরচ প্রায় সাড়ে 53 লাখ টাকা। সেই টাকা চেয়ে আইজিপি ভবানী ভবনকে চিঠিও লিখেছেন পূর্ব বর্ধমানের পুলিশ সুপার। সেই ঘটনায় প্রতিবাদে সরব সিপিআইএম ৷ আদালত অবমাননার অভিযোগে হুঁশিয়ারি নির্বাচন কমিশনের কমিশনারকে ৷

এ বিষয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিম বলেন, "রাজ্য সরকারের বদান্যতায় রাজ্য নির্বাচন কমিশন কোনও আইনকে মানছে না। নির্বাচন কমিশনারের কানে কালীঘাটের ব্লুটুথ লাগানো রয়েছে। কালীঘাট থেকে যা বলে দেওয়া হয়েছে সেটাই করেছেন। করছেনও। যে কারণে কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও, ভোটের কাজে সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়েছে। তার প্রমাণ পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের ওই চিঠি। এই চিঠি অবশ্যই আদালতে জমা পড়বে।"

জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের পুলিশ সুপারের চিঠিতে ভোট গ্রহণের দিন ও ভোট গণনার দিন নিযুক্ত সিভিক ভলান্টিয়ারদের জন্য দু'দিনের 53 লাখ 39 হাজার 600 টাকা চাওয়া হয়েছে। ভোটের দিন পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন বুথ- সহ ভোটের কাজে 3836 জন সিভিক ভলান্টিয়ার নিযুক্ত করা হয়। যাদের দু'দিনের জন্য ভাতা, মাথা পিছু 700 টাকা ধার্য করা হয়েছে। সব মিলিয়ে 26 লাখ 85 হাজার 200 টাকা ধার্য হয়।

তাঁদের টিফিন খরচ বাবদ, মাথা পিছু 300 টাকা খরচ ধার্য করা হয়েছিল দু'দিনের জন্য। তাতে মোট খরচ হয়েছে 11 লাখ 50 হাজার 800 টাকা। একই ভাবে ভোট গণনার দিনেও 3784 জনকে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবারা তাঁদের মাথা পিছু ভাতা 250 টাকা ৷ মোট খরচ 9 লাখ 46 হাজার টাকা। টিফিন খরচ বাবদ 150 টাকা করে মোট 5 লাখ 67 হাজার 600 টাকা খরচ ধরা হয়েছে।

আরও পড়ুন: নিজের গড়ে জমি রক্ষা কমিটির কাছে হার, রাগে গণনাকেন্দ্র ছাড়লেন আরাবুল

উল্লেখ্য, ভোট ঘোষণার পর কলকাতা হাইকোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা ছিল যে, নির্বাচনের কাজে সিভিক ভলান্টিয়ার নিয়োগ করা যাবে না। কিন্তু, ভোট গ্রহণের দিন থেকে মঙ্গলবার গণনাতেও সিভিক ভলান্টিয়ারদের দায়িত্ব দেওয়া হয়েছে। ভোটের লাইন দেখভাল থেকে শুরু করে বুথের ভিতরেও তাঁদের অবাধ যাতায়াত ছিল ৷ রাজ্যের বিভিন্ন জেলার, বিভিন্ন বুথের সেই ছবি সামনেও এসেছ । যা নিয়ে সরবও হয়েছিল বিরোধীরা। এবার সিভিক ভলান্টিয়ারদের জন্য খরচার চিঠি নিয়ে নির্বাচন কমিশনের কমিশনারের বিরুদ্ধে আদালতে জমা দেওয়ার হুঁশিয়ারি সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.