কলকাতা, 3 নভেম্বর: এবার রাজ্যের দুয়ারে সরকার ক্যাম্পে (Duare Sarkar) মিলবে দাঁতের চিকিৎসা । সেই বিজ্ঞপ্তিই জারি করল স্বাস্থ্য দফতর (State Health Department) । বিনামূল্যে পাওয়া যাবে এই চিকিৎসা । যাতে গ্রামের মানুষ সহজে দাঁতের চিকিৎসা করাতে পারে সেজন্য এই ব্যবস্থা বলে জানা গিয়েছে ।
বেশ কিছুদিন বন্ধ ছিল দুয়ারে সরকার ক্যাম্প । তবে ফের পঞ্চমবারের মতো শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প । সেই ক্যাম্পে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ । এরমধ্যেই একটা হল দাঁতের সমস্যার সমাধান ৷ অর্থাৎ দাঁতের চিকিৎসাও করাতে পারবে সাধারণ মানুষ এই ক্যাম্পে এসে ।
স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি জেলায় মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা এবং মেডিক্যাল কলেজের শীর্ষ আধিকারিকরা মিলে এই পরিষেবা দেখবেন । পাশাপাশি বলা হয়েছে, প্রতিটি ক্যাম্পে দু'জন করে ডেন্টাল সার্জেন্ট উপস্থিত থাকবেন । এছাড়াও ওই নির্দেশিকায় দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশি কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation) এলাকায় ডিজিটাল ডেন্টাল পরিষেবা চালু করার কথা জানিয়েছে স্বাস্থ্য দফতর ।
আরও পড়ুন: আরও 'মমতাময়ী' মুখ্যমন্ত্রী, বিধবারাও এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায়
শীর্ষ স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে পরামর্শ করে ড. আরআহমেদ কলেজ ও হাসপাতাল মোবাইল ডেন্টাল ক্লিনিক ওয়ার্ড শুরু করবে কলকাতা পৌরনিগমের 144টি ওয়ার্ডে । স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ড. আরআহমেদ ডেন্টাল কলেজ ও হাসপাতালে ভিড় নিয়ন্ত্রণ করার জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে । প্রসঙ্গত, দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষ আগে বিভিন্ন চোখের চিকিৎসা করাতে পারতেন । এছাড়াও বেশ কিছু পরিষেবা মিলত । তবে এবার সেগুলির পাশাপাশি দাঁতের চিকিৎসাও করানো যাবে দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে ।